দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভসংঘের সহায়তায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দ্বিতীয় দফায় শীতার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা, স্থানীয় অসহায়-দরিদ্র মানুষ ও মাদরাসা শিক্ষার্থীসহ মোট ৫০০ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বসুন্ধরার নতুন কম্বল উপহার পেয়ে খুশি তাঁরা।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওবায়দুল্লাহ, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কাকলী খাতুনসহ শুভসংঘের সদস্যরা।