বসুন্ধরা শুভসংঘের জীবননগর উপজেলা শাখার আয়োজনে 'এসো শুদ্ধ উচ্চারণে বলি বাংলা' শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) উপজেলা সদরের জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ব্যকরণ মল্লিকা গ্রন্থের লেখক ও ফ্রিল্যান্স শিক্ষক মো. রুহুল আমিন মল্লিক এবং জীবননগর প্রমিত বাংলা পরিষদের সম্পাদক প্রাথমিক শিক্ষক মো. মোমিন উদ্দীন।
ষষ্ঠ শ্রেণির ১৮জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
কবিতা পাঠের মাধ্যমে শুদ্ধ উচারণ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদেরকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শারমিন, দ্বিতীয় স্থান লাভ করে সৌহার্দ এবং তৃতীয় স্থান লাভ করে উম্মে মারিয়াম।
আরো পড়ুন
পিজি হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের জীবননগর প্রতিনিধি ও চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক মিথুন মাহমুদ, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক আলিমা খাতুন, মাহবুব আরা।
আরো উপস্থিত ছিলেন, সহাকারী শিক্ষক ও শুভসংঘের সদস্য জাহিদুর রহমান, বেলাল হোসেন, ফারুক আহমেদ, মুনিয়া আহমেদ, জেসমিন আরা, সুমাইয়া সিদ্দিকা, বসুন্ধরা শুভসংঘের জীবননগর উপজেলা শাখার সভাপতি শামসুল আলম, এবং শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা ও কালের কণ্ঠের জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মো. জহিরুল ইসলাম।
আরো পড়ুন
জিয়াউর রহমান ছিলেন একজন ‘কালের কণ্ঠ’ : কনকচাঁপা
সাংবাদিক ব্যাক্তিত্ব মুন্সী মাহবুবুর রহমান বলেন, 'শুভসংঘের এমন সব সৃজনশীল ও গুরুত্বপূর্ণ আয়োজনকে সাধুবাদ জানাই। তাদের কর্মকাণ্ডগুলো সত্যিই আলাদা ও প্রশংসার দাবিদার। যে কোনো কাজের সঙ্গে আমার সহযোগিতা থাকবে।'
উপজেলা শাখার সভাপতি শামসুল আলম জানান, 'আমরা সমাজের বিভিন্ন অঙ্গণে সচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছি।
এত ব্যাপক পরিসরে বাংলাদেশের আর কোনো সংগঠনের সামাজিক কাজ করার নজির নেই। সামনে আরো ব্যাতিক্রমী ও ভিন্নমাত্রার কাজ নিয়ে হাজির হব আমরা।'