ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ‘ছিনতাই’, পরে জানা গেল শুটিং

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ‘ছিনতাই’, পরে জানা গেল শুটিং
সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিলে ‘অস্ত্র ঠেকিয়ে’ চার যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালককে মারধর করে ফেলে দেয়। এরপর মুখ বাঁধা আরো দুই যুবক এসে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ সময় এক যুবক ভুক্তভোগীকে অস্ত্রের ভয় দেখায়, পরে চারজন দুইটি মোটরসাইকেলে করে দ্রুত চলে যায়।

তবে এই ঘটনা আসলে একটি শুটিং ছিল বলে জানা গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের মহানগর পূর্ব পাশের এলাকায় এ দৃশ্য ধারণ করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনা আমাদের জানা নেই। তবে ভিডিওতে থাকা এক আনসার সদস্য জানিয়েছেন, এটি শুটিংয়ের একটি দৃশ্য ছিল।

ছিনতাইয়ের ৩২ সেকেন্ডের ওই ভিডিওটি ইংরেজিতে আল আমিন ইসলাম সোয়েড নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। তবে পরে সাকিব রাজ নামে আরেকটি প্রফাইল থেকে শুটিংয়ের পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘এটি একটি সতর্কতামূলক ভিডিও, যা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে তৈরি। দয়া করে এটি সত্যি হিসাবে নেবেন না।

ভিডিওতে দেখানো হয়, ছিনতাইয়ের ঘটনার পর সংশ্লিষ্টরা সতর্কবার্তা দিচ্ছেন এবং পাঠাও চালকদের নির্জন স্থানে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন।

ভিডিও বার্তায় আনসার সদস্য সুনীলেরও একটি বক্তব্য নিয়েছেন ভিডিও নির্মাতারা। সেখানে সুনীল বলেন, ‘ছিনতাই ও অপরাধ প্রতিরোধে জনগণেরও সচেতন হওয়া জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সতর্কতামূলক ভিডিওর শেষের অংশে আরো বলা হয়, ‘এখানে খেলনা পিস্তল ব্যবহার করা হয়েছে এবং এটি সম্পূর্ণ সতর্কতামূলক উদ্যোগ।

যা বাস্তব ঘটনা নয়।’

মন্তব্য

সম্পর্কিত খবর

মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামায়াত প্রার্থী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামায়াত প্রার্থী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দেলাওয়ার হোসেন।

চিকিৎসার জন্য আজ রবিবার সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সম্ভাব্য জামায়াত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন।

ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে থাকেন মির্জা ফখরুল।

এবার সেই আসনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মো. দেলাওয়ার হোসেন। সম্প্রতি তার নাম ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে মির্জা ফখরুলের সুস্থতার জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন দেলাওয়ার হোসেন। বিষয়টিকে রাজনৈতিক সৌন্দর্য বলছেন অনেকে।

ওই পোস্টে দেলাওয়ার হোসেন লিখেছেন, ‘বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মহান আল্লাহ তায়ালা স্যারকে শিফায়ে কামিলা আজিলা দান করুন।’

সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীসহ মির্জা ফখরুল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মন্তব্য

মুসলিম জাতির এই পরিস্থিতির কারণ ও করণীয় জানালেন আজহারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মুসলিম জাতির এই পরিস্থিতির কারণ ও করণীয় জানালেন আজহারি
মিজানুর রহমান আজহারি।

ফিলিস্তিন ইস্যুতে এখন বিশ্ব মুসলিমদের কী করা উচিত, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি।

আজ রবিবার বিকেলে তার ভেরিফায়েড ফেসবুকে এ সম্পর্কিত একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত যার অন্যতম কারণ হলো— জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া বলে মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে আজহারি বলেন, গত কয়েক দিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি।

এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত যার অন্যতম কারণ হলো—জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া। 

তিনি আরো বলেন, ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদের ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত।

আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই জানিয়ে এই ইসলামী বক্তা বলেন, জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না।

একজন মুসলিম হিসেবে শিক্ষা-গবেষণা ও পেশাদারিকে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া, যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা। এ জন্যই রাসূল ﷺ বলেছেন—দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়।

পক্ষান্তরে আমরা নানা আনপ্রডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাহকে দুর্বল করে চলেছি দিনের পর দিন।

এভাবে চলতে থাকলে উম্মাহর সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না। ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না।

আল্লাহর রাসূল ﷺ  বলেন, ‘অনতিদূরে সব বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের ওপর একত্রিত হয়। (এবং চারদিক থেকে ভোজন করে থাকে।)’ একজন বলল, ‘আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রাসূল?’ তিনি বললেন, ‘বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে।

কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)।’ [আবু দাঊদ : ৪২৯৯]

মন্তব্য

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : ইশরাক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : ইশরাক
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফাইল ছবি

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘নির্বাচন ছাড়া পাতানো খেলায় হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। আমরা সেই ২০১১ সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আন্দোলন করে আসছি।’

রবিবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ইশরাক বলেন, ‘নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে।

গালিবাজদের বলতে চাই, আরো ১০ লাখ গালি দিলেও কিছু যায় আসে না। দেশে ভোটারের সংখ্যা সাড়ে ১২ কোটি।’

তিনি বলেন, ‘ফেসবুক আমরা ব্যবহার করেছি খুনি হাসিনার নিয়ন্ত্রিত দালাল মিডিয়ার সময়ে আমাদের প্রচারণার জন্য।’

তিনি আরো বলেন, ‘পরামর্শ থাকবে গালি বিতরণের পাশাপাশি ভোটার সংগ্রহ করুন।

হাসিনার মতো হুমকি-ধমকি দিয়ে লাভ নেই।’

ইশরাক এ-ও বলেন, ‘আবারও বলব, হাজারবার বলব, এই বছর নির্বাচন দিতেই হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে অর্জন করব, ইনশাআল্লাহ। ভোটে জনগণ যাদেরকে দায়িত্ব দিক তাদেরকেই আমরা মেনে নিয়ে সহযোগিতা করব।

আরো দুই লাখ গালির জন্য অগ্রিম ধন্যবাদ। কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।’

মন্তব্য

বিশ্বব্যাপী হরতালে সমর্থন জানিয়ে সারজিস আলমের পোস্ট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিশ্বব্যাপী হরতালে সমর্থন জানিয়ে সারজিস আলমের পোস্ট
সারজিস আলম।

গাজায় হামলার প্রতিবাদে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে গাজাবাসী। তাদের এই আহ্বানে সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ রবিবার বিকেলে এক ফেসবুক পোস্টে গাজাবাসীর ওপর হামলার প্রতিবাদে ডাকা বিশ্বব্যাপী হরতালের সমর্থন জানিয়েছেন সারজিস। তিনি দল-মত-নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে আগামীকাল সবাইকে রাজপথে নামার আহ্বান জানান।

ওই পোস্টে সারজিস বলেন, আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজার ভাই-বোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।

তিনি বলেন, ‘মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল-মত-নির্বিশেষে সারা দেশের ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।’

আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারব না জানিয়ে সারজিস বলেন, “কিন্তু তাদের লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে।

এনসিপি, বিএনপি, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি।”

এনসিপির এই নেতা আরো বলেন, প্রত্যেক জেলায় ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গাজার মজলুম মানুষের পক্ষে হোক।

মন্তব্য

সর্বশেষ সংবাদ