ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬
ফিরে দেখা ২০২১

ব্যর্থতা আর বিতর্কের ফুটবল

  • আরেকটি বছর গুটি গুটি পায়ে শেষ হতে চলেছে। করোনাকে সঙ্গী করে চলা বছরটি মিলিয়ে যাওয়ার আগে কালের কণ্ঠ স্পোর্টস তুলে ধরছে দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলো। এই সালতামামির পঞ্চম পর্বে আজ তুলে ধরা হলো দেশের ফুটবলের সর্বশেষ ১২ মাস।
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ব্যর্থতা আর বিতর্কের ফুটবল
অনূর্ধ্ব-১৯ সাফজয়ী বাংলাদেশের মেয়েরা

এখন ফুটবলে চলছে ফেডারেশন কাপ ‘সার্কাস’! বছরের বাকি সময়টাও যে ফুটবল ফুলে ফুলে শোভিত ছিল, তা নয়। পুরো বছরে স্মৃতিতে রাখার মতো লাল-সবুজের ম্যাচ একটিই—১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ২-১ গোলে জয়।

এই সুখস্মৃতির ঘটনা গত অক্টোবরে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে। সেশেলসের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের হতাশা দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ ফিরেছে সগৌরবে।

জামাল ভুঁইয়া ও তপুর গোলে ম্যাচ জেতে ২-১ ব্যবধানে। ২০০৩ সাফ ফুটবল ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারানোর পর আর গৌরবের দেখা মেলেনি। এত বছর মাথা নুইয়ে থাকা দলটি ১৮ বছর পর ফের দাপট দেখিয়েছে। কিন্তু পরের ম্যাচেই আবার ছন্দঃপতন, ১০ জনের শ্রীলঙ্কার কাছে ২-১ গোলে হেরে মারিও লেমোসের দলটি ফিরে আসে ফাইনালের চৌকাঠ থেকে।

এ টুর্নামেন্টে আবাহনীর পর্তুগিজ কোচই ছিলেন জাতীয় দলের দায়িত্বে। ওই সময় কোচবদলের একটা অদ্ভুতুড়ে খেলায় মেতে ছিল বাফুফে। জাতীয় দলের কোচের বদলে ক্লাব কোচের কদর বেড়ে যায় তাদের কাছে। চুক্তিতে থাকার পরও ইংলিশ কোচ জেমি ডে-কে গত সেপ্টেম্বরে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তারা সাফ ফুটবলে দায়িত্ব তুলে দেয় বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনের হাতে।

মালদ্বীপে এই স্প্যানিশ কোচের অধীনে বাংলাদেশ রক্ষণাত্মক ফুটবল থেকে বেরিয়ে আক্রমণাত্মক মেজাজে খানিকটা গা-জোয়ারি ফুটবল খেলে। সাফল্য পায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে। পরের ম্যাচেও সেই দুরন্তপনায় মেলে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র। আগের চার আসরে সেমিফাইনাল ছুঁতে না পারা বাংলাদেশ ফুটবলে জেগে ওঠে ফাইনালের আশা। স্বাগতিক মালদ্বীপের কাছে পরের ম্যাচ ২-০ গোলে হারেও টিকে থাকে আশা।
সমীকরণ দাঁড়ায় নেপাল জয় করতে হবে। বাংলাদেশ কখনো সমীকরণ মেলাতে জানে না, সেই ধারায় এবারও নেপালের সঙ্গে ১-১ গোলে ড্রয়ে কর্পূরের মতো উড়ে যায় ফাইনালের স্বপ্ন।

ফাইনাল উঠতে না পারলেও অস্কার ব্রুজোনের অধীনে ফুটবলারদের শরীরী ভাষা বদলেছে। জয়ের জন্য মরিয়া হয়েছে। এই আক্রমণাত্মক ফুটবলের জোরেই তিনি বসুন্ধরা কিংসকে বসিয়েছেন রাজার আসনে। করোনার কারণে তিন-তিনবার স্থগিত হওয়া প্রিমিয়ার লিগের ২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র ও এক হারে ৬৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস শিরোপার মুকুট ধরে রাখে চার ম্যাচ হাতে রেখে। তবে ঢাকা মাঠে চ্যাম্পিয়নদের এই দাপুটে ফুটবল দেখা যায়নি এএফসি কাপে। বছরের শেষ ভাগে নতুন মৌসুম শুরুটাও ভালো হয়নি, ফাইনালে তাদের হারিয়ে আবাহনী ছিনিয়ে নিয়েছে স্বাধীনতা কাপের শ্রেষ্ঠত্বের মুকুট। তবে কমলাপুরের এই টার্ফে খেলতে অস্বীকৃতি জানিয়ে কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সরে দাঁড়িয়েছে ফেডারেশন কাপ থেকে। পাশাপাশি তারা সোচ্চার হয়েছে বাফুফের অন্যায়-অবিচারের বিরুদ্ধে।

তবে ছেলেদের ব্যর্থতার বছরে মেয়েরা দিয়েছে শিরোপার সুরভি। সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে শক্তিশালী ভারতকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আরেকবার। এটা বয়সভিত্তিক ফুটবল হলেও এই অঞ্চলের মহিলা ফুটবলে বাংলাদেশ যে পরাশক্তির আসনে, সেটা বেশ কয়েকবারই প্রমাণ করেছে। সর্বশেষ শামসুন্নাহার-মনিকারা এই শিরোপা জিতে দেখিয়েছেন, তাঁরা পথেই আছে।

মন্তব্য

পিএসএলের নতুন প্রযুক্তি এমওটি কী

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএলের নতুন প্রযুক্তি এমওটি কী

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে থাকছে ম্যাচ অফিশিয়ালস টেকনোলজি (এমওটি) প্রযুক্তি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগেও পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি দেখা গিয়েছিল পিএসএলে। তবে এবার পুরো আসরেই থাকবে এই প্রযুক্তি।

যার ফলে স্বয়ংক্রিয়ভাবে নো বল ধরা পড়বে। একই সঙ্গে রিপ্লেতে থাকবে একাধিক স্ক্রিন। ফলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

ম্যাচ অফিশিয়ালস টেকনোলজির (এমওটি) সুবিধার আওতায় :

১. আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম (মাঠের ওপর এবং মাঠের বাইরে)  
২. মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার  
৩. আল্ট্রামোশন ক্যামেরা ব্যবহার করে অটো নো-বল শনাক্তকরণ  
৪. রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার  
৫. তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেটভিত্তিক লগিং  
৬. ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস  
৭. উন্নত রিভিউয়ের জন্য অ্যাম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও

আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পিএসএলের দশম আসরের।

উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।

মন্তব্য

মৌসুম শেষ চেলসি ডিফেন্ডারের!

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মৌসুম শেষ চেলসি ডিফেন্ডারের!
চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা। ছবি : চেলসি ওয়েবসাইট

চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চেলসির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন ২৪ বছর বয়সী ফোফানা।

বিভিন্ন ইংলিশ গণমাধ্যমের খবর, মৌসুমের বাকি অংশে এই ডিফেন্ডারকে পাবে না চেলসি। আসছে ক্লাব বিশ্বকাপেও তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললে চলে।

পেশির চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন ফোফানা। গত মাসের শুরুর দিকে ফিরে দুটি লিগ ম্যাচ খেলতেই আবারও ইনজুরিতে পড়েন এই ডিফেন্ডার। 

ফোফানা এই মৌসুমে চেলসির হয়ে মাত্র ১৪টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন। ২০২২ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর ফরাসি এই ফুটবলার সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন মাত্র ৩৪ ম্যাচ।

পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা চেলসির লিগে এখনো আট ম্যাচ বাকি।

মন্তব্য

পিএসএলের ধারাভাষ্যে আতহার আলী

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএলের ধারাভাষ্যে আতহার আলী
বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলী খান।

পিএসএলের দশম আসরের জন্য ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে মাইক্রোফোন হাতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে দেখা যাবে আতহার আলীকে।

এর আগে দেশের ক্রিকেটে খেলাগুলোতেই ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে বাংলাদেশের আতহার আলীকে। ছিলেন অনেক আইসিসি ইভেন্টেও।

এবার বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলেও দেখা যাবে তাকে।  

এ ছাড়া পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে।

অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও থাকছেন ধারাভাষ্য প্যানেলে।

পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক—আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।

এ ছাড়া প্রথমবারের মতো সম্পূর্ণ উর্দু ধারাভাষ্যও প্রচার করবে তারা।

সেই প্যানেলে থাকবেন—আলী ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট ও তারিক সাঈদ। পাকিস্তানের মূল ধারাভাষ্যকাররাও কিছু নির্বাচিত অংশে উর্দু ধারাভাষ্যে অংশ নেবেন। তাদের সঙ্গে এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস উপস্থাপকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। চলবে ১৮ মে পর্যন্ত।

মন্তব্য

১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড পারভেজ ইমনের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড পারভেজ ইমনের
১৫ বলে ফিফটি করে রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।

১৫ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন পারভেজ হোসেন ইমন। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর ওপেনার ইমন ১৫ বলে ফিফটি করেন পারভেজ। পরে ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন এই টাইগার ব্যাটার।

সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ বলে ফিফটি আছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ।

চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট ‘এ’ সংস্করণে হাবিবুরও করেন ১৮ বলে ফিফটি। 

বিকেএসপিতে আজ রবিবার শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬ দশমিক ৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।

ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আরেক ওপেনার জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ