<p>ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। ব্যাট-বল দুই বিভাগেই তিনি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। চলতি ঢাকা টেস্টেও প্রথম ইনিংসে করেছেন ৪৮ রান। এরপর বল হাতে আফগানদের ধসিয়ে দেওয়ার অন্যতম কারিগর তিনি। ৯ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৫ রানে ২ উইকেট শিকার করে পৌঁছে গেছেন দারুণ এক মাইলফলকে।</p> <p>বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দেড় শ উইকেটের মাইলফলক পূরণ করলেন মিরাজ। সর্বোচ্চ ২৩৩ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান। ৬৬ টেস্ট খেলা এই অলরাউন্ডার ইনজুরির কারণে এই টেস্টে খেলছেন না। আর কোনো বাংলাদেশি বোলারেরই ২০০ উইকেট নেই। দ্বিতীয় স্থানে থাকা তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ৪২* ম্যাচে ১৭৭।</p> <p>সেরা পাঁচের বাকি দুটি স্থানে আছেন দুই সাবেক ক্রিকেটার<span style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>মোহাম্মদ রফিক (১০০) এবং মাশরাফি বিন মুর্তজা (৭৮)। দ্রততম ১৫০ উইকেটের রেকর্ডটি তাইজুলের। তিনি ৩৬ ম্যাচে এই মাইফলক ছুঁয়েছিলেন। সাকিবের লেগেছিল ৪৩ ম্যাচ। আর মিরাজ তার ক্যারিয়ারের ৪২তম টেস্টের প্রথম ইনিংসেই ছুঁয়ে ফেললেন এই মাইলফলক।</p>