<p>শেষ ৬ বলে দরকার ৬ রান। হাতে ৫ উইকেট। সেট ব্যাটার হিসেবে ক্রিজে আছেন তাওহীদ হৃদয়। তার সঙ্গী মেহেদী মিরাজের ওপর নির্ভর না করার কোনো কারণই নেই। করিম জানাতের করা প্রথম বলে বাউন্ডারি মেরে ব্যবধান কমিয়ে ফেললেন মিরাজ। যখন ৫ বলে দুই রান দরকার, তখনই শুরু নাটকের। পরবর্তী তিন বলে আউট হয়ে যান মিরাজ, তাসকিন, নাসুম! এরপর উইকেটে এসে পঞ্চম বলে বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়ে দেন শরীফুল ইসলাম।</p> <p>ম্যাচসেরা তাওহীদ হৃদয়ের বয়ানে ইতিমধ্যে সবাই জেনে গেছেন, ওই সময় তারা কী ভাবছিলেন। এবার শরীফুল জানালেন ওই সময়ের ঘটনাপ্রবাহ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এই তরুণ পেসার বলেন, ‘আসলে তখন এক ওভারে ছয় রান লাগে। মিরাজ ভাই যখন চার মারে, তখন আমি প্রায় নিশ্চিত ছিলাম যে আমরা জিতে যাব। আমি, মুস্তাফিজ ভাই, নাসুম ভাই (ড্রেসিংরুমের) ভেতরে রিল্যাক্স করছি। প্যাডও খুলে ফেলছিলাম! যখন মিরাজ ভাই আউট হলো, তখন আস্তে আস্তে প্যাড পরতে লাগলাম।’</p> <p>শরীফুল আরো বলেন, “এরপর তাসকিন ভাই নামল, তারপর আমি নিচে গেলাম। তারপর নাসুম ভাই নামল। উনি আউট হয়ে গেলেন। তখন আমি যাচ্ছিলাম, কোচ আমাকে বলল, ‘তুমি পারবে। শুধু ব্যাটে বলে কানেক্ট করবে, তারপর দেখবে ব্যাপারটা সহজ হয়ে যাবে।’ যখন আমি মাঠে নেমেছি তখন হৃদয় বলছিল, ‘এটা কোনো বিষয় না। এটা কোনো চাপ না। দুই বলে দুই রান হবেই। ব্যাটে না লাগলেও তুমি দৌড় দিবা। তুমিই পারবা।’ আমি বললাম, ‘ঠিক আছে। তুমি বিশ্বাস রাখো, আমি পারব।’ পরে আল্লাহর রহমতে... (হাসি)।”</p>