রহমতগঞ্জের হৃদয় ভেঙে ফাইনালে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
রহমতগঞ্জের হৃদয় ভেঙে ফাইনালে মোহামেডান
সেমিফাইনালে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে সাদা-কালোরা। ফাইল ছবি

স্বাধীনতা কাপের ফাইনালে পৌঁছে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ সেমিফাইনালে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে সাদা-কালোরা। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন মোজাফ্ফর মোজাফ্ফরভ।

গোপালগঞ্জে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরুতে দুই দলই দেখে শুনে খেলেছে।

সময় বাড়ার সঙ্গে আক্রমণে মনোযোগী হয় মোহামেডান। ২০ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় সাদা-কালোরা। ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠে মোহামেডান। বক্সে জটলার মধ্য থেকে বল পান মিনহাজুল আবেদীন, তার নেওয়া জোরাল শট অবশ্য আটকে দেন গোলরক্ষক নাঈম।

এই অর্ধে আরো সুযোগ আসে মোহামেডানের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা। ৪০ মিনিটে সুযোগ নষ্ট করেন সোলেমান দিয়াবাতে। আরিফের ক্রস ফাকায় পেয়েছিলেন মালির এই ফরোয়ার্ড কিন্তু তার হেড চলে যায় পোস্ট ঘেঁষে বাইরে।

 

দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জের ওপর আরো চাপ বাড়ায় মোহামেডান। অবশেষে ম্যাচের ডেডলক খোলে ৭২ মিনিটে। বক্সের ঠিক উপর থেকে নিচু বাঁকানো ফ্রি কিকে জাল খুঁজে নেন মোজাফ্ফরভ। গোলরক্ষক নাঈম প্রতিরোধের কোনো সুযোগই পাননি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে মোহামেডান।

আগামী ১৮ ডিসেম্বর হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে সাদা-কালোদের প্রতিপক্ষ অন্য সেমিফাইনাল খেলা বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার বিজয়ী দল।

মন্তব্য

সম্পর্কিত খবর

আইপিএলে দ্রুততম ১৫০ উইকেটের মাইলফলকে রশিদ খান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আইপিএলে দ্রুততম ১৫০ উইকেটের মাইলফলকে রশিদ খান
রশিদ খান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে অন্যতম দ্রুততম বোলার হিসেবে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন গুজরাট টাইটান্সের এই খেলোয়াড়।

আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ১৫০ উইকেট নিলেন রশিদ খান। এই মাইলফলক স্পর্শ করতে রশিদের লেগেছে ১২২ ম্যাচ।

রশিদের চেয়ে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করেন লাসিথ মালিঙ্গা (১০৫ ম্যাচ) এবং যুজবেন্দ্র চাহাল (১১৮ ম্যাচ)। 

রশিদের পরেই রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের পেসার যশপ্রীত বুমরাহ। আইপিএলে ১৫০ উইকেট নিতে তার লেগেছে ১২৪ ম্যাচ। এ ছাড়া ডোয়াইন ব্রাভো এবং ভূবনেশ্বর কুমার যথাক্রমে ১৩৭ এবং ১৩৮ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন।

মন্তব্য

ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় যোগী প্যাটেল নামের এক ভারতীয় নাগরিককে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার আদালত। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

দীর্ঘ দিন ধরে শ্রীলঙ্কায় ব্যবসার সূত্রে থাকতেন যোগী। ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে লিজেন্ডস লিগ টি২০ প্রতিযোগিতা হয়।

সেই সময় তিনি ম্যাচ পাতানোর চেষ্টা করেছিলেন বলে প্রমাণিত হয়েছে আদালতে। সেই কারণে শ্রীলঙ্কার মাটালে শহরের একটি আদালত যোগীকে চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে।

যোগীর বিরুদ্ধে অভিযোগ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক উপুল থারঙ্গা। তার মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে যোগী ম্যাচ পাতানোর চেষ্টা করেন বলে অভিযোগ।

সেই অভিযোগের পর গত বছর মার্চ মাসে যোগীকে গ্রেফতার করে আদালত। তবে মে মাসে কঠোর শর্তে জামিনে মুক্তি পান। তিনি ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশ ত্যাগ করেন তিনি।

তার আইনজীবীরা দাবি করেছেন, মৃত্যুর হুমকি পাওয়ার কারণে দেশ ছেড়েছিলেন যোগী।

বিচারক পুলিশের গোয়েন্দা বিভাগকে ইন্টারপোল ওয়ারেন্টের জন্য আবেদন করার নির্দেশ দেন। 
তার অনুপস্থিতিতে বিচার করা হয় এবং তাকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত থাকার জন্য ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮৫ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়।

এ ছাড়া উপুল থারাঙ্গাকে মানহানির জন্য ২ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে যোগীকে।

২০১৯ সালে শ্রীলঙ্কার স্পোর্টস সম্পর্কিত দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী, ক্রীড়া সম্পর্কিত দুর্নীতির জন্য ১০ বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা হতে পারে। 

মন্তব্য

বিদেশি তারকাদের প্রার্থনায় তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বিদেশি তারকাদের প্রার্থনায় তামিম ইকবাল

বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বজুড়ে ক্রিকেট তারকাদের শুভকামনা ও প্রার্থনার ঢল নেমেছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ভারতের যুবরাজ সিং, জিম্বাবুয়ের সিকান্দার রাজাসহ অসংখ্য তারকা তামিমের দ্রুত সুস্থতা কামনা করছেন।

২৫ মার্চ রাতে পাকিস্তানি সাবেক অধিনায়ক বাবর আজম ইনস্টাগ্রাম স্টোরিতে তামিমের অফিসিয়াল অ্যাকাউন্ট ট্যাগ করে লিখেন, ‘দ্রুত সুস্থ হও’। বার্তাটির সঙ্গে তিনি দুই হাত তুলে প্রার্থনার ইমোজি যুক্ত করেন।

পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ লিখেছেন, ‘তামিমের অসুস্থতার খবরে আমি হতবাক। আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। তুমি শক্ত থাকো, আমরা তোমাকে শিগগিরই মাঠে দেখতে চাই।’

ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিং বলেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।

তুমি ইতিমধ্যে জীবনে অনেক চ্যালেঞ্জ জয় করেছো, এবারও তুমি জয়ী হবে। দ্রুত ফিরে আসো, চ্যাম্পিয়ন!’

জিম্বাবুয়ের সিকান্দার রাজা বলেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে আমি খুবই দুঃখিত। আল্লাহ তাকে সুস্থ করুন এবং তিনি যেন শিগগিরই তার পরিবারের কাছে ফিরে যান। সবাই তার জন্য দোয়া করুন।

জিম্বাবুয়ের সিকান্দার রাজা বলেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে আমি খুবই দুঃখিত। আল্লাহ তাকে সুস্থ করুন এবং তিনি যেন শিগগিরই তার পরিবারের কাছে ফিরে যান। সবাই তার জন্য দোয়া করুন।’

ভারতের সাবেক অলরাউন্ডার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে। প্রার্থনা।

শ্রীলঙ্কান তারকাদের মধ্যে লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, দিমুথ করুনারত্নে দোয়া ও শুভকামনা জানিয়েছেন তামিমের জন্য। 

গত ২৪ মার্চ হার্ট অ্যাটাকের পর তামিমকে সাভারের কেপিজে হাসপাতালে রিং বসানো হয়। অবস্থা স্থিতিশীল হলে ২৫ মার্চ তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এখনও তার চিকিৎসা চলমান।

প্রাসঙ্গিক
মন্তব্য

জাপানের পর এশিয়া থেকে বিশ্বকাপের মূল পর্বে ইরান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
জাপানের পর এশিয়া থেকে বিশ্বকাপের মূল পর্বে ইরান

উজবেকিস্তানের সঙ্গে ২-২ ড্র করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল ইরান। ৮ ম‍্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে আয়োজক দল ছাড়া তৃতীয় দল হিসেবে জায়গা নিশ্চিত করে ইরান। 

এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান। গেল তিন বিশ্বকাপ (২০২২, ২০১৮ এবং ২০১৪) ছাড়াও ২০০৬, ১৯৯৮ এবং ১৯৭৮ সালের বিশ্বকাপ খেলেছিল দলটি।

প্রথমার্থে ২ গোলে এগিয়ে থাকা উজবেকিস্তান বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে দ্বিতীয়ার্ধে মেহদি তারেমির জোড়া গোলে বিশ্বকাপের টিকিটি কাটে ইরান। অন্য ম্যাচে উত্তর কোরিয়া সংযুক্ত আরব আমিরাতকে হারালেও বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হতো উজবেকিস্তানের। ওই ম্যাচে ২-১ গোলে জিতে নেয় সংযুক্ত আরব আমিরাত।

উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলার এখনও ভালো সুযোগ আছে উজবেকিস্তানেরও। 

এর আগে তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে এশিয়ার দল জাপান। পরে তাদের সঙ্গী হয় নিউজিল‍্যান্ড।

 
 
এ ছাড়াও দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।

মন্তব্য

সর্বশেষ সংবাদ