<p>অভিষেকের পর থেকেই দেশের ফুটবলে একছত্র আধিপত্য বসুন্ধরা কিংসের। এবার এই আধিপত্যই দেখানোর পালা বিদেশের মাঠে। নতুন চ্যালেঞ্জ নিতে আজ ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছেছেও বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। </p> <p>এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নতুন সংস্করণ এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটানে গেছে বসুন্ধরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় এই সুযোগ পেয়েছে তারা। ‘এ’ গ্রুপে বসুন্ধরার বাকি প্রতিপক্ষ লেবাননের নেজমেহ এফসি, ভারতের  ইস্ট বেঙ্গল ও ভুটানের পারো এফসি।</p> <p>আগামী ২৬ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা। প্রতিপক্ষ নেজমাহ এফসি। দ্বিতীয় ম্যাচ তিন দিন পর প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের বিপক্ষে। আর গ্রুপের শেষ ম্যাচে প্যারো এফসির বিপক্ষে, আগামী ১ নভেম্বর।</p> <p>ভুটানে দল ভালো করবে বলে জানিয়েছেন বসুন্ধরার কোচ ভ্যালেরিও তিতা। দেশ ছাড়ার আগে তিনি বলেছেন, ‘গত প্রায় দেড় মাস ধরে আমরা এই টুর্নামেন্টের জন্য তৈরি হচ্ছি। খুবই কঠিন একটা আসর এটি। কারণ চার দেশের চার সেরা দল এখানে লড়াইয়ে নামবে। আশা করি আমরা ভাল একটা টুর্নামেন্ট কাটাবো এবং ভাল ফল নিয়ে ফিরবো।’</p> <p>ওয়েস্ট জোনে মোট ১২টি দল অংশ নিচ্ছে। তিন গ্রুপ চ্যাম্পিয়ন ও তিন গ্রুপের মধ্যে সেরা রানার্সআপ শেষ আটে খেলবে। বাকি চার দল আসবে ইস্ট জোনের দুই গ্রুপ থেকে।</p>