<p style="text-align:justify">সোমবার রাতে ফ্রান্সের প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়। মোট ১০টি ক্যাটাগরিতে বার্ষিক পুরস্কার দেওয়া হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে ছেলেদের বর্ষসেরা কোচ (মেনস ইয়োহান ক্রুইফ ট্রফি) নির্বাচিত হয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়ালের কোচকে  সেরা কোচের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ফুটবল সাময়িকী। অন্যদিকে মেয়েদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন এমা হেইজ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রথম সেশনের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730183056-6e1c624c9a9bdf41e29baf73a769ad65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রথম সেশনের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/29/1440382" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ইতালিয়ান কোচ আনচেলত্তি গত মৌসুমে রিয়ালকে স্প্যানিশ লা লিগা, সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতান। সেরার লড়াইয়ে আনচেলত্তি হারিয়েছেন পেপ গার্দিওলা, জাবি আলোনসো ও লুইস দে লা ফুয়েন্তেকে। তবে বর্ষসেরা পুরস্কারটি নিতে আসেননি আনচেলত্তি।</p> <p style="text-align:justify">মেয়েদের বর্ষসেরা কোচ (উইমেনস ইয়োহান ক্রুইফ ট্রফি) নির্বাচিত হয়েছেন এমা হেইজ। তার হাত ধরে গেল মৌসুমে চেলসি উইমেন সুপার লিগ (ডাব্লিউএসএল) শিরোপা ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র দলকে জিতিয়েছেন প্যারিস অলিম্পিকের সোনার পদকও। ইংলিশ এই কোচের বর্ষসেরা হওয়াটা একরকম অবধারিতই ছিল। তবে তিনিও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যালন ডি’অর নিয়ে ভিনির প্রতিক্রিয়া, পাশে পেলেন সতীর্থদের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730179140-b53b26b372d02a0bc367030f9987a321.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যালন ডি’অর নিয়ে ভিনির প্রতিক্রিয়া, পাশে পেলেন সতীর্থদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/29/1440369" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এই বছর ছেলেদের বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে লা লিগার পাশাপাশি রেকর্ড ১৫তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে স্পেনের এই ক্লাবটি। পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ শিরোপা উঠেছিল লস ব্লাঙ্কোসদের হাতে। তবে ব্যালন ডি’অর বয়কট করায় সেরার পুরস্কার নিতে আসেননি কেউই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রদ্রি ছাড়াও পুরস্কার জিতলেন যারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730175325-cd2d2fb8dabf43f6ea16c43c2c7dec60.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রদ্রি ছাড়াও পুরস্কার জিতলেন যারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/29/1440353" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিকে মেয়েদের ফুটবলে বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত বছর পুরস্কারটি প্রবর্তনের পর থেকে টানা দ্বিতীয়বার এ পুরস্কার জেতে ক্লাবটি। এ ছাড়া গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে দলটি। </p>