<p>লুইস দিয়াজের হ্যাটট্রিকে লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা চতুর্থ জয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষে উঠে এলো আর্নে স্লটের দল। </p> <p>অ্যানফিল্ডে জয়ের ধারা অব্যাহত রেখে লেভারকুসেনকে ৪–০ গোলে হারিয়েছে অল রেডরা। হ্যাটট্রিক করেন লুইস দিয়াজ ও একটি গোল করেন কোডি গ্যাকপো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফুটবল বিশ্বে আমাদের মেয়েরাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর : তাবিথ আউয়াল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730842036-50ea9a40f62e2509ac9345e0ada876bb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফুটবল বিশ্বে আমাদের মেয়েরাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর : তাবিথ আউয়াল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443332" target="_blank"> </a></div> </div> <p>শেষটা একপেশে হলেও শুরুতে ছিল লড়াইয়ের আভাস। গতিময় ফুটবল খেলা চলে ‘বক্স টু বক্স।’ আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ উত্তাপ ছড়ালেও গোলের তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। ৪৪তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়েও হ্যান্ডবলের কারণে বাতিল হয় জেরেমি ফ্রিমপংয়ের গোল। অন্যদিকে লিভারপুল আক্রমণগুলো গুছিয়ে করলেও গোলে দেখা পাচ্ছিল না লেভারকুসেনের রক্ষনের কারণে। শেষ পর্যন্ত কোনো গোল ছাড়াই বিরতিতে যেতে হয় দুদলকে।  </p> <p>দ্বিতীয়ার্ধেও চলতে থাকে লিভারপুলের একের পর এক আক্রমণের বিপরীতে লেভারকুসেনের সুদৃঢ় রক্ষণ। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচের ৬১ মিনিটে ভাঙে লেভারকুসেনের রক্ষণ দুর্গ। লিভারপুলকে এগিয়ে নেন দিয়াজ। জোন্সের দারুণ থ্রু পাসে প্রথম স্পর্শে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রিয়ালকে বিধ্বস্ত করল মিলান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730867176-2244e7ca90c8869896f5c875f6db563e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রিয়ালকে বিধ্বস্ত করল মিলান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443366" target="_blank"> </a></div> </div> <p>এর পরই পাল্টে যায় খেলার চিত্র। ২ মিনিট পর অসাধারণ এক হেডে লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। সালাহর নিখুঁত ক্রসে দূরের পোস্টে ডাইভিং হেডে ঠিকানা খুঁজে নেন ডাচ তারকা। ৮৩তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন দিয়াজ। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিন। আর লিভারপুল পায় ৪–০ গোলের দারুণ এক জয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ম্যানসিটির অপরাজেয় যাত্রা থামাল স্পোর্টিং লিসবন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730870072-c8d91b7ea025219052f3f091a1f79fb5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ম্যানসিটির অপরাজেয় যাত্রা থামাল স্পোর্টিং লিসবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443380" target="_blank"> </a></div> </div> <p>টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে লেভারকুসেন।</p>