<p>এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার তিনে উঠে গেছে রোনালদোর দল। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রিয়ালকে বিধ্বস্ত করল মিলান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730867176-2244e7ca90c8869896f5c875f6db563e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রিয়ালকে বিধ্বস্ত করল মিলান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443366" target="_blank"> </a></div> </div> <p>গত আসরে আল আইনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল আল নাসরকে। তাই এই জয়ে প্রতিশোধও  নেওয়া হয়ে গেল সৌদি আরবের ক্লাবটির।</p> <p>জোড়া গোল করেন অ্যান্ডারসন তালিসকা এবং রোনালদো ও উইসলি করেন একটি করে গোল। বাকি গোলটি আত্মঘাতী। অবশ্য আল আইনের গোলটিও আত্মঘাতী। গোলটি করেন আল নাসরের বেন্তো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ম্যানসিটির অপরাজেয় যাত্রা থামাল স্পোর্টিং লিসবন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730870072-c8d91b7ea025219052f3f091a1f79fb5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ম্যানসিটির অপরাজেয় যাত্রা থামাল স্পোর্টিং লিসবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443380" target="_blank"> </a></div> </div> <p>৪ ম্যাচের ৩টিতে জয়ী আল নাসরের পয়েন্ট ১০। ১২ পয়েন্ট নিয়ে ১ ও ২ নম্বরে সৌদি আরবের—আল হিলাল ও আল আহলি। </p>