<p>গোল করার পর গতকাল নিজের ট্রেডমার্ক উদযাপন করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। চিরচেনা উদযাপন না করার পেছনে যথেষ্ট কারণও ছিল। আর তা হচ্ছে পর্তুগাল তারকার বাবার জন্মদিন।</p> <p>বেঁচে থাকলে গতকাল ৭১ তম জন্মদিন পালন করতেন রোনালদোর বাবা। বাবা না থাকলে সন্তান রোনালদো তার জন্মদিনের কথা ভুলেননি। তাই ক্যারিয়ারের ৯০৪তম গোল করার পর দুই হাত উপরে তুলে বাবাকে স্মরণ করেছেন ৩৯ বছর বয়সী তারকা। গোলটি বাবাকে উৎসর্গ করেই এমন উদযাপন বলে ম্যাচ শেষে জানিয়েছেন তিনি।</p> <p>ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘আজকের গোলের অন্যরকম এক অর্থ আছে। বাবা বেঁচে থাকলে আজ তার জন্মদিন হতো। এটা তার জন্য।’</p> <p>গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে কাতারের ক্লাব আল রাইয়ানের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে জয়সূচক গোলটি করেন রোনালদো। দলের অন্য গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। অন্যদিকে আল রাইয়ানের হয়ে ব্যবধান কমানোর গোলটি করেন রজার গেদেস। আল নাসরের জয়ের রাতে জয় পেয়েছে আল আহলিও। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পাওয়ার ম্যাচে আরব আমিরাতের দল আল ওয়াসিকে ২-০ গোলে হারিয়েছে তারা। আল আহলির হয়ে গোল দুটি করেছেন রিয়াদ মাহরেজ ও রজার ইবানিয়েজ। </p>