ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ফেসবুকে মাশরাফির মৃত্যুর গুজব

শেয়ার
ফেসবুকে মাশরাফির মৃত্যুর গুজব
সংগৃহীত ছবি

সম্প্রতি ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মারা গেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তবে তার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

মাশরাফিরিউমর স্ক্যানার জানায়, মাশরাফি বিন মর্তুজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয়।

নির্ভরযোগ্য কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার

মৃত্যুর দাবিসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

মৃত্যুর আগে দায়ীদের বিচার চেয়ে যা বলেছিলেন শাওন

মৃত্যুর আগে দায়ীদের বিচার চেয়ে যা বলেছিলেন শাওন

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন-পরবর্তী সময়ে আর জনসমক্ষে দেখা যায়নি দলটির সাবেক সংসদ সদস্য মাশরাফিকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকারসের হয়ে মাঠে নামার কথা ছিল তার।

কিন্তু ফিটনেসের অভাবে এখনো তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকারস কোচ মাহমুদ ইমন।

আরো পড়ুন

চুলের জন্য তেল ক্ষতিকর নাকি উপকারী?

চুলের জন্য তেল ক্ষতিকর নাকি উপকারী?

 

অনুসন্ধান শেষে মাশরাফি বিন মর্তুজা মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘সিউ’ উদযাপন করে রোনালদোকে দর্শক বানালেন হইলুন্দ, হেরেছে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘সিউ’ উদযাপন করে রোনালদোকে দর্শক বানালেন হইলুন্দ, হেরেছে পর্তুগাল
গোলের পর রোনালদোর সিউ উদযাপন করেলেন রাসমুস হইলুন্দ। ছবি : হইলুন্দের ফেসবুক থেকে

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হোঁচট খেয়েছে পর্তুগাল। পুরো ম্যাচে নিজেদের ছায়া হয়ে ছিলেন রোনালদো-ফার্নান্দেজরা। ফলও পেয়েছে হাতেনাতে। ঘরের মাঠে রাসমুস হইলুন্দের গোলে জিতেছে ডেনমার্ক।

এ জয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ডেনিশরা। 

কোপেনহেগেনে বৃহস্পতিবার পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। ৭৮ মিনিটে ডেনমার্কের হয়ে একমাত্র গোলটি করেন রাসমুস হইলুন্দ। পুরো ম্যাচে ডেনমার্ক ২৩টি শট নিয়েছে, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি।

অন্যদিকে, মাত্র ৮টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে রোনালদো-ফার্নান্দেজরা।

আরো পড়ুন
ভিনিসিয়ুসের শেষ মিনিটের জাদুতে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

ভিনিসিয়ুসের শেষ মিনিটের জাদুতে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

 

ম্যাচ শুরু হতেই বিপদে পড়তে যাচ্ছিল পর্তুগাল। গোলরক্ষক কস্তা শট নেওয়ার সময় পা বাড়িয়ে দেন সামনেই থাকা ডেনিশ ফরোয়ার্ড মিকা বিয়েরেথ, তার পায়ে লেগে বল গোলের দিকে ছুটছিল। স্লাইড করে গিয়ে বল ধরে বাইরে পাঠান কস্তা।

অষ্টম মিনিটে ডেনিশ রক্ষণে প্রথম ভীতি ছড়ায় পর্তুগাল। পেদ্রো নেতোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট ডেনিশ গোলরক্ষক কাসপার স্মাইকেল ঝাঁপিয়ে ঠেকান।

২৩তম মিনিটে পর্তুগালের ডি-বক্সে তাদের মিডফিল্ডার রেনাতো ভেইগার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ক্রিস্তিয়ান এরিকসেনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন কস্তা। ৩৪তম মিনিটে উল্লেখযোগ্য প্রথম প্রচেষ্টা চালান ক্রিস্টিয়ানো রোনালদো, তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

 

৩৬ মিনিটে ডেনমার্ককে হতাশ করেন কস্তা। বিয়েরেথের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন এই গোলরক্ষক। কিছুক্ষণের মধ্যে আবার ডেনিশদেন হানা, এই দফায় এরিকসেনের শট গোললাইনে ফেরান ডিফেন্ডার দিয়োগো দালোত।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরেকটি দারুণ সেভ করেন কস্তা। গুস্তাভ ইসাকসেনের শট ঝাঁপিয়ে ঠেকান তিনি। বদলি নামার নবম মিনিটে গোল পেতে পারতেন হইলুন্দ, তবে তার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমবার ব্যর্থ হলেও ৭৮তম মিনিটে কস্তার প্রতিরোধ ভাঙেনে এই ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। সতীর্থদের পাসিং ফুটবলে তৈরি হওয়া সুযোগ থেকে ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান হইলুন্দ। এরপর রোনালদোর পছন্দের সি...উ উদযাপনই করলেন তরুণ এই ফরোয়ার্ড। গোল খেয়েও জেগে উঠতে পারেনি পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল তারা।

আরো পড়ুন
আইপিএলের নিয়মে তিন পরিবর্তন

আইপিএলের নিয়মে তিন পরিবর্তন

 

২২ বছর বয়সী হইলুন্দ সম্প্রতি বলেছিলেন, আমি রোনালদোর কারণে ফুটবলের প্রেমে পড়েছিলাম। আজ রোনালদোর বিপক্ষে গোল করার পর রোনালদোর সি...উ উদযাপনই করলেন তরুণ এই ফরোয়ার্ড।

আগামী রোববার পর্তুগালের মাঠে হবে ফিরতি লেগের ম্যাচটি।

মন্তব্য

ভিনিসিয়ুসের শেষ মিনিটের জাদুতে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ভিনিসিয়ুসের শেষ মিনিটের জাদুতে কলম্বিয়াকে হারাল ব্রাজিল
ছবি : এএফপি

ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহুর্তের গোলে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। যোগ করা সময়ের নবম মিনিটে গোল করে ড্রয়ের পথে থাকা ব্রাজিলকে দারুণ এক জয় এনে দেন এই তারকা ফরোয়ার্ড। এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসল ব্রাজিল। 

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শনিবার সকালে ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে ২-১ ব‍্যবধানে হারিয়েছে দোরিভাল জুনিয়রের দল।

ঘরের মাঠে আজ আক্রমণাত্মক ফুটবল খেলেই শুরু করে ব্রাজিল। দারুণ কিছুর আভাস দেওয়া ব্রাজিল ষষ্ঠ মিনিটে এগিয়েও যায়। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সে ভিনিসিয়ুসকে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলেোনা তারকা রাফিনিয়া। 

এগিয়ে যাওয়ার পর পাসিং ও গতিতে কলম্বিয়ার রক্ষণে চাপ তৈরি করে ব্রাজিল। কয়েক বার সুযোগ পেয়েও লিড বাড়াতে পারেনি ব্রাজিল। এ সময় খুঁজেই পাওয়া যায়নি কলম্বিয়াকে।

৪১ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় তারা। অসাধারণ ফিনিশিংয়ে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান দিয়াজ।

শেষ পর্যন্ত সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেই দারুণ এক আক্রমণে যায় ব্রাজিল। ৪৭তম মিনিটে ভিনিসিয়ুসের আড়াআড়ি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কামিলো ভার্গাস।

৬৪ মিনিটে দারুণ এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষ রক্ষণে গিয়ে খেই হারানোয় শেষ পর্যন্ত গোল পাওয়া হয়নি। ৬৮ মিনিটে কলম্বিয়ার আক্রমণ রুখে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

৭১তম মিনিটে মাথায় সংঘর্ষে চোট পান আলিসন ও সানচেজ। কিছুটা সময় শুয়ে থাকেন দুইজনই। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ান ডিফেন্ডার। চালিয়ে যেতে পারেননি আলিসনও, তার জায়গায় নামেন বেন্তো।

শেষ দিকে দুই আরো কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু আর কোনো গোল না হওয়ায় মনে হচ্ছিল সমতাতেই শেষ হবে ম্যাচ। ঠিক সেই সময়ে ত্রাতা হয়ে এলেন ভিনিসিয়ুস জুনিয়র। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে করেন দারুণ এক গোল। আর তাতেই ব্রাজিল পেয়ে যায় মহামূল্যবান তিন পয়েন্ট। 

এ জয়ে পয়েন্ট টেবিলে বড় একটা লাফ দিল ব্রাজিল। ১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে উঠে এলো দুই নম্বরে। সমান ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া।

২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।

মন্তব্য

আইপিএলের নিয়মে তিন পরিবর্তন

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আইপিএলের নিয়মে তিন পরিবর্তন

আধুনিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর হাত ধরে একটু একটু করে বিবর্তিত হচ্ছে। আগামীকাল শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরে দুটি নতুন নিয়ম যুক্ত করার পাশাপাশি পুরনো একটি নিয়মও ফিরিয়েছে আয়োজকরা।

গতকাল মুম্বাইতে বিসিসিআইয়ের সদর দপ্তরে আইপিএলের ১৮তম আসরের ‘ক্যাপ্টেনস মিট’ হয়।

সেখানে ১০ দলের অধিনায়কদের নিয়মের বদলগুলো অবহিত করা হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের। ভারতীয় কন্ডিশনে রাতের ম্যাচে শিশিরের প্রভাব থাকে। এতে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয় বলে মনে করছে আয়োজকরা। এ জন্য দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর যেকোনো সময় আরেকটি বল নিতে পারবে ফিল্ডিং দল।
তবে বল পরিবর্তনের আগে আম্পায়ার পরীক্ষা করে নেবেন আগের বলটি শিশিরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।

আরেকটি নিয়মে এবার থেকে উচ্চতা এবং অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করবেন তৃতীয় আম্পায়ার। সঙ্গে আইসিসি এখনো বলে থুতু বা লালার ব্যবহার শিথিল না করলেও করোনার সময় আরোপিত এই নিয়ম এবার থাকছে না আইপিএলে।

মন্তব্য

ভারতকে হারাতে হামজার সঙ্গে জ্বলে উঠতে হবে অন্যদেরও

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
ভারতকে হারাতে হামজার সঙ্গে জ্বলে উঠতে হবে অন্যদেরও
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গতকাল শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে হাসিমুখে হামজা চৌধুরীসহ অন্য ফুটবলাররা। ছবি : বাফুফে

ঢাকায় শেষ দিন অনুশীলন করেও ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারেননি কাবরেরা। শিলং গেছেন ২৪ খেলোয়াড়। শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার তাজউদ্দিন, উইঙ্গার আরিফ হোসেন ও স্ট্রাইকার পিয়াস আহমেদ। পিয়াসের বাদ পড়াটা অবাক করার মতোই।

কারণ তিনি ছাড়া দলে পুরোদস্তুর স্ট্রাইকার আর মাত্র একজনই—আল আমিন। এই একজনেই ভরসা রেখে গতকাল ভারতে পা রেখেছেন হাভিয়ের কাবরেরা।

আল আমিন ও পিয়াসের খেলার ধরন আলাদা। প্রতিপক্ষকে প্রেস করে ট্রানজিশনে আল আমিন দ্রুতগতির, ফিনিশিংয়েও ভালো।

তুলনায়  পিয়াস বক্সের খেলোয়াড়, স্ট্রাইকারসুলভ উচ্চতাও আছে। ম্যাচ পরিস্থিতিতে কাবরেরা তাঁকে ব্যবহার করতে পারেন বলেই মনে করা হচ্ছিল। যেমনটা মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেছিলেন। কিন্তু কাবরেরা সেই বিকল্প ছেঁটে ফেলেছেন, শিলংয়ের বিমান ধরেছেন একজন মাত্র স্ট্রাইকার নিয়ে।

আক্রমণভাগের অন্যরা ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন ও মোহাম্মদ ইব্রাহিম—প্রত্যেকেই উইঙ্গার। মাঝমাঠ যথেষ্ট ভারী। দলে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের খেলোয়াড় যোগ হয়েছেন। তাঁর সঙ্গে আরো আট মিডফিল্ডার—জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান ও শেখ মোরসালিন। অবশ্য বসুন্ধরা কিংস অ্যারেনায় হামজাকে নিয়ে প্রথম দিনের অনুশীলনেও স্প্যানিশ কোচকে ততটা আক্রমণাত্মক ছক সাজাতে দেখা যায়নি।

শুরুতে ফয়সাল, রাকিবকে ওপরে রেখে স্ট্রাইকার ছাড়াই খেলিয়েছেন। দ্বিতীয়ার্ধে আল আমিনকে যোগ করলেও ফরমেশন ছিল ৪-১-৪-১। ডান প্রান্তে খেলেন শাহরিয়ার ইমন। মাঝমাঠে জামাল ভূইয়া, মোহাম্মদ হৃদয়; হামজাকে হোল্ডিং মিডফিল্ডেই রেখেছেন তিনি।

এর আগে সহকারী কোচ হাসান আল মামুন আভাস দিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ তারকার সহজাত রক্ষণগুণ ও পাসিং সামর্থ্য মাথায় রেখে তাঁকে ‘ডিপ লায়িং মিডফিল্ডার’ হিসেবে খেলানো হতে পারে, যাতে নিচ থেকে খেলার নাটাইটা ঘোরাতে পারেন। সুনীল ছেত্রীদের জন্য এই হামজাই বড় চ্যালেঞ্জ। তবে জিতে ফিরতে হলে আক্রমণভাগে রাকিব, মোরসালিনদেরও জ্বলে উঠতে হবে। ছেত্রীকে ফিরিয়ে হাতেনাতে ফল পেয়েছেন ভারতীয় কোচ মানোলো মার্কেস। গত পরশু শিলংয়ের একই মাঠে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে তাঁর দল। হেডে অসাধারণ এক গোল করে ফেরাটাও রাঙিয়েছেন ছেত্রী। তবে ম্যাচ শেষে বাংলাদেশ প্রসঙ্গে কঠিন এক লড়াইয়ের আভাসই দিয়েছেন ভারতীয় কোচ, ‘হামজা অসাধারণ খেলোয়াড়। সে এই মুহূর্তে প্রিমিয়ার লিগে না থাকলেও চ্যাম্পিয়নিশপ লিগে নিয়মিত খেলছে। আর বাংলাদেশ দলটাও এখন অনেক ভালো। কারণ ওরা একই কোচের অধীনে তিন কি চার বছর ধরে একসঙ্গে খেলছে।’ মালদ্বীপের বিপক্ষে জয়ের বিপরীতে চোটের দুঃসংবাদও অবশ্য হজম করতে হয়েছে ভারতকে। আক্রমণাত্মক মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্দেজ চোটে পড়েছেন। অফ দ্য বল মাঠে পড়ে গিয়ে চোট পান তিনি। সেটি শিলংয়ের মাঠ নিয়েও ভাবিয়ে তুলতে পারে বাংলাদেশকে। কারণ এর আগে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচেও একাধিক খেলোয়াড়কে এভাবে পিছলে পড়তে দেখা গেছে নতুন তৈরি এই মাঠটিতে।

হামজাকে নিয়ে বাংলাদেশ অবশ্য সব চ্যালেঞ্জই পেরিয়ে যেতে চায়। গতকাল দেশ ছাড়ার আগে সিনিয়র খেলোয়াড় তপু বর্মণ যেমন বলেছেন, ‘জেতার মানসিকতা নিয়েই আমরা যাচ্ছি। সামনের কয়েকটা দিন ওখানকার কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিতে পারব আশা করি।’

বাংলাদেশ দল

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান। রক্ষণভাগ : শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন। মধ্যমাঠ : হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান, শেখ মোরসালিন। আক্রমণভাগ : ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম ও আল আমিন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ