খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ ক্রিকেট দলের একজন সাবেক ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম উইকেট রক্ষক তিনি। ১৯৭৬ সালের আজকের দিনে জন্ম হয় এ তারকা ক্রিকেটারের। তার জন্ম দিনে আসুন জেনে নেই পাইলটের ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক।
খালেদ মাসুদ পাইলটের জন্মদিন আজ
অনলাইন ডেস্ক

পুরো নাম খালেদ মাসুদ পাইলট, তবে সবার কাছে পাইলট নামেই বেশী পরিচিত। ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক। ১৯৭৬ সালের ৮ই ফেব্রুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন পাইলট। ১৯৯৭ সালের আইিসিসি ট্রফির ফাইনালে পাইলটের ব্যাট থেকে আসা ৬ কেনিয়ার বিপক্ষে ম্যাচ জিততে বিশেষ অবদান রাখে।
টেস্ট ও ওয়ানডে উভয় ক্ষেত্রেই সফলতার সঙ্গে খেলেছেন এ ডানহাতি ব্য্যটসম্যান। ২০০০ সালের ১০ই নভেম্বও ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে পাইলটেরও অভিষেক হয় টেস্ট ক্রিকেটে। এর আগে ১৯৯৫ সালের ৫ই এপ্রিল ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার।
২০০৭ সালের ২৮ শে জুন শ্রীলংকার বিপক্ষে শেষ টেস্ট এবং ২০০৬ সালের ৫ই ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেন।
ক্রিকেট খেলা থেকে অবসর নিলেও কোচিংয়ের সাথে যুক্ত রয়েছেন এ তারকা ক্রিকেটার। ক্রিকেট ছাড়াও টেলিভিশনে কয়েকটি নাটকে অভিনয় করেছেন খালেদ মাসুদ পাইলট।
সম্পর্কিত খবর

অলিম্পিকে প্রথমবার নারী-পুরুষ দলগত ইভেন্ট
ক্রীড়া ডেস্ক

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে যুক্ত হচ্ছে একাধিক নতুন মিশ্র-লিঙ্গ দলগত ইভেন্ট। গলফ, জিমন্যাস্টিকসহ বেশ কয়েকটি জনপ্রিয় ক্রীড়ায় প্রথমবারের মতো একই দলে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুরুষ ও নারী ক্রীড়াবিদরা।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বুধবার ২০২৮ সালের অলিম্পিকের সম্পূর্ণ ক্রীড়া কর্মসূচি প্রকাশ করে এই ঘোষণা দেয়।
অলিম্পিকে এতদিন কেবল পুরুষ ও নারীদের একক প্রতিযোগিতাই হতো গলফে।
আইওসির ক্রীড়া পরিচালক কিট ম্যাককোনেল বলেন, ‘মিশ্র ইভেন্টগুলো লিঙ্গ সমতার প্রকৃত উদাহরণ।
গলফ ও জিমন্যাস্টিকসে মিশ্র ইভেন্ট খুব সাধারণ না হলেও, একেবারে নতুন নয়।
২০২৩ সাল থেকে হওয়া এই টুর্নামেন্টে পিজিএ ট্যুরের পুরুষ এবং এলপিজিএ ট্যুরের নারী খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে একজন পুরুষ ও একজন নারী খেলোয়াড় থাকেন, যারা একসাথে টিম হিসেবে খেলেন।
জিমন্যাস্টিকসের ক্ষেত্রে জার্মানির ডিটিবি পোকাল মিক্সড কাপ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ জিমন্যাস্টরা একই দলে অংশগ্রহণ করে।
ম্যাককনেল জানান, আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনকে ২০২৮ সালের অলিম্পিকের মিশ্র দলগত ইভেন্টের চূড়ান্ত ফরম্যাট মে মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে।
এ ছাড়া অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হচ্ছে নতুন পাঁচটি খেলা। সেগুলো হলো; বেসবল/সফটবল, ক্রিকেট, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশ।
২০২৮ অলিম্পিকে মোট অ্যাথলেটের সংখ্যা হবে প্যারিস ২০২৪-এর মতোই ১০,৫০০ জন। তবে নতুন পাঁচটি খেলায় অতিরিক্ত ৬৯৮ জন অ্যাথলেট অংশগ্রহণ করবে লস এঞ্জেলেস অলিম্পিকে।
লস এঞ্জেলেস অলিম্পিকের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো — এই অলিম্পিকে নারী অ্যাথলেটদের সংখ্যা হবে মোটের ৫০.৫ শতাংশ। প্রত্যেক দলগত খেলায় পুরুষদের মতোই সমসংখ্যক অথবা বেশি নারী দল থাকবে — যা অলিম্পিক ইতিহাসে প্রথম।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ
মেসি-জাদুতে ঐতিহাসিক জয়, সেমিতে মায়ামি
ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির জাদু এখনো শেষ হয়নি। তার কিংবদন্তি ক্যারিয়ারের এই পর্যায়েও তিনি মাঠে জাদুকরী ও মহাকাব্যিক মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন।
বুধবার রাতে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলে জয় এনে দিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি এবার ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ জিতে সেমিফাইনালের টিকিট কাটে।
প্রথম লেগে ১ গোলে পিছিয়ে থাকা মায়ামির জন্য ঘরের মাঠে জয় ছিল অপরিহার্য। কিন্তু দ্বিতীয় লেগের ৯ মিনিটে আরেকটি গোল খেয়ে বসলে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে মেসিরা। পিছিয়ে পড়া মায়ামির হয়ে ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ৬১ মিনিটেনোয়াহ অ্যালেনের গোলে সমতায় ফেরে মায়ামি।
৮২তম মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলে পেনাল্টি পেয়ে যায় মায়ামি। মেসি ঠান্ডা মাথায় গোলটি করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেয়।
ম্যাচ জয়ের পর এক প্রতিক্রিয়ার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এই দলের প্রাণ। ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই খেলোয়াড় এখনও প্রতিটি ম্যাচে নতুন রেকর্ড গড়ে চলেছেন। আজ তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা।’
এই জয়ে মেসি ও তার দল এখন আরেকটি ট্রফির থেকে মাত্র তিন ম্যাচ দূরে।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। আট দলের এই টুর্নামেন্টে অংশ নিতে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদশকে। পাকিস্তানে গতকাল শুরু হয়েছে এই বাছাই পর্ব। ছয় দলের প্রতিযোগিতায় আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন নিগার সুলতানা, ফারজানা হকরা।
ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে।
প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিজেদের তুলনায় দুর্বল হওয়ায় জয় ভিন্ন কোনো ভাবনা নেই নিগারদের। তবে ওয়ানডেতে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে সাতবার।
এই টুর্নামেন্টে নামার আগে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আজ থাইল্যান্ডের বিপক্ষে একই ধারাবাহিকতা ধরে রাখতে চান মেয়েরা।

চ্যাম্পিয়নস লিগ
ডর্টমুন্ডকে বিধ্বস্ত করে সেমির দুয়ারে বার্সেলোনা, ফ্লিকের রেকর্ড
ক্রীড়া ডেস্ক

এই বছরের অপরাজিত থাকার ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। গত রাতে চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্টকে উড়িয়ে দিয়েছে কাতালানরা। বার্সার সামনে দাঁড়াতেই পারেনি গত বারের রানার্সআপরা। এই জয়ে অ্যাওয়ে ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের এক পা দিয়ে রাখল হ্যান্সি ফ্রিকের শিষ্যরা।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে কোনোরকমে এক গোল হজম করে ঠেকিয়ে রাখলেও, দ্বিতীয়ার্ধে বার্সার সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বরুশিয়া। জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোস্কি। একটি করে গোল করেছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।
এই বছর ২৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি বার্সেলোনা। ৪টি ড্রয়ের বিপরীতে পেয়েছে ১৯ জয়। টানা ২৩ ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ২০১৬ সালে লুইস এনরিকের অধীনে বার্সা অপরাজিত ছিল ২২ ম্যাচ।
ঘরের মাঠে শুরু থেকেই ডর্টমুন্ডের রক্ষণে চাপ শুরু করে বার্সেলোনা। পঞ্চম মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করে বার্সেলোনা। সে যাত্রায় ডর্টমুন্ডকে গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেন বরুশিয়া গোলরক্ষক গ্রেগর কোবেল। ২ মিনিট পর লেভানদোস্কিকেও গোলবঞ্চিত করেন এই গোালরক্ষক।
২৫তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি কিকে ইনিগো মার্তিনেসের হেডে বল পেয়ে যান পাউ কুবারসি। কুবারসির বাড়ানো বলটি জালে জড়িয়েই যেত। কিন্তু শেষ মুহূর্তে পা লাগিয়ে গোল নিজের করে নেন রাফিনিয়া। এই গোলে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের এটি ১২তম গোল।
৩৬ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় ডর্টমুন্ড। কিন্তু অল্পের জন্য পাওয়া হয়নি গোল। ৪০ মিনিটে ফের কাছাকাছি গিয়ে গোলবঞ্চিত হয় ডর্টমুন্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড লক্ষ্যে না থাকলেও আরেকটি হেডে গোল করেন লেভানদোস্কি।দুই গোল হজমের পর যেন আরও রক্ষণাত্মক হয়ে পড়ে ডর্টমুন্ড। একের পর এক আক্রমণে ভীতি ছড়াতে থাকে বার্সেলোনা। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভা। এটি চলতি মৌসুমে তার ৪০তম গোল। এরপর দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন ইয়ামাল।
৮৯তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় ডর্টমুন্ড। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল।
আগামী ১৫ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে দুই দল।