লিওনেল মেসির খেলা মানে মাঠে কানায় কানায় পূর্ণ দর্শক। যুক্তরাষ্ট্রে গত প্রায় দুই বছর ধরেই সেই দৃশ্য একেবারেই চিরচেনা। আজ রাতে অনুষ্টিত হতে যাওয়া মায়ামি-হিউস্টন ম্যাচের টিকিটও অনেক আগেই শেষ। কিন্তু ম্যাচের আগের জানা গেল, ইন্টার মায়ামি দলের সঙ্গে হিউস্টনে আসেননি লিওনেল মেসি।
মেসি খেলবেন না, হতাশ দর্শকদের জন্য বিশেষ উপহার হিউস্টনের
ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারে হিউস্টনে ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার শেল এনার্জি স্টেডিয়ামে আজ রাতে হিউস্টন ডায়নামে এফসির মাঠে খেলবে ইন্টার মায়ামি। মেসি যে দলের সঙ্গে হিউস্টনে যাচ্ছেন না, খবরটি শুরুতে প্রকাশ করে মায়ামি হেরাল্ড। পরে ইএসপিএনসহ আরো বেশ কিছু সংবাদমাধ্যমেও তা উঠে আসে। মায়ামির পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
তবে হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ নিশ্চিত হয়েই গেছে। ক্লাবের পক্ষ থেকে শনিবার রাতে বিশেষ উপহারের ঘোষণা দেওয়া হয় হতাশ দর্শকদের জন্য। ‘এই ম্যাচের জন্য সাম্প্রতিক ‘প্লেয়ার স্ট্যাটাস রিপোর্টে’ ফরোয়ার্ড লিওনেল মেসির নাম অন্তর্ভুক্ত করা হয়নি। খবরে এসেছে, হিউস্টন সফরেই তিনি আসেননি।
‘অবিশ্বাস্য আবহে ও হিউস্টন শহরের ফুটবল উৎসবে শামিল হতে আগামীকাল (রোববার) যারা মাঠে আসবেন, সবাইকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। আমাদের কৃতজ্ঞতা ফুটিয়ে তুলতে, এই ম্যাচে যে দর্শকেরা মাঠে উপস্থিত থাকবেন, তারা এই মৌসুমে ডায়নামোর যে কোনো ম্যাচের একটি সৌজন্যমূলক টিকেট নিতে পারবেন। বাড়তি বিস্তারিত জানানো হবে আগামী সপ্তাহের শুরুর দিকে।’
মৌসুমের শুরুতে ১০ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন মেসি।
সম্পর্কিত খবর

রুতুরাজ ছিটকে যাওয়ায় আবারও অধিনায়ক ধোনি
ক্রীড়া ডেস্ক

এবারের আইপিএলে সময়টা ভালো কাটছে না চেন্নাই সুপার কিংসের। সর্বশেষ টানা ৪ ম্যাচে হারা দলটি এবার আরো বড় ধাক্কাই খেল। চোটের কারণে নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫ শিরোপাধারীরা।
রুতুরাজ ছিটকে যাওয়ায় চেন্নাইয়ের দায়িত্ব আবারও মহেন্দ্র সিং ধোনির কাঁধে পড়েছে।
২০০৮ সালে আইপিএল শুরু হলে চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান ধোনি। এরপর ২০২৩ সাল পর্যন্ত তিনিই নেতৃত্ব দেন। মাঝে অবশ্য ২০২২ আইপিএলের কিছু ম্যাচে অধিনায়কত্বের ভূমিকায় ছিলেন রবীন্দ্র জাদেজা।
অন্যদিকে ২০২৪ আইপিএল থেকে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ। গত ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং করার সময় কনুইয়ে চোট পান তিনি।
রুতুরাজের চোটের বিষয়ে চেন্নাইয়ের কোচ ফ্লেমিং বলেছেন, ‘সে গুয়াহাটিতে আঘাত পায়। এতে প্রচণ্ড ব্যথা অনুভব করে।

পরিবারের নিরাপত্তায় নতুন দেহরক্ষী নিয়োগ রোনালদোর
অনলাইন ডেস্ক

আল নাসরের হয়ে মাঠের সময়টা দুর্দান্ত কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২৩ সালে সৌদিতে আসার পর থেকে বাইরের সময়টা ভালো কাটছিল তার। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজসহ নিজে বেশ কয়েকবার হুমকি পাওয়ায় নিরাপত্তা শঙ্কায় ভুগছেন রোনালদো।
পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাই নতুন দেহরক্ষী নিয়োগ দিয়েছেন রোনালদো।
নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে ক্লদিও মিগুয়েল ভাজকে নিয়োগ দিয়েছেন রোনালদো। আধাসামরিক প্রশিক্ষণ নেওয়া ভাজ পর্তুগালেরই নাগরিক।
হুমকি পাওয়ার বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করেছেন জর্জিনা-রোনালদো। বর্তমানে পাঁচ সন্তানকে নিয়ে রিয়াদে থাকেন তারা।

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন ক্ল্যাসেন, হাইব্রিড চুক্তিতে মিলার-ডুসেন
অনলাইন ডেস্ক

টেস্ট ক্রিকেটকে গত বছর বিদায় জানান হেনরিখ ক্ল্যাসেন। যেন দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত সংস্করণের ক্যারিয়ার দীর্ঘ করতে পারেন। কিন্তু প্রোটিয়াদের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার থামানোর ইঙ্গিতই যেন দিলেন মারকুটে এই ব্যাটার।
তা না হলে ১৮ সদস্যের কেন্দ্রীয় চুক্তিতে কেন থাকবে না ক্ল্যাসেন।
নরকিয়ার চুক্তিতে জায়গা না পাওয়ার কারণ তার চোট।
অন্যদিকে হাইব্রিড চুক্তি বেছে নিয়েছেন ডেভিড মিলার ও রাসি ফন ডার ডুসেন।
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন :
টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, রিজা হেনড্রিক্স, মার্কো ইয়াসেন, কেশব মহারাজ, কিয়েনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্তাবস, কাইল ভেরেইনে, লিজাড উইলিয়ামস।

অনেক সময় সেরাটাও জয়ের জন্য যথেষ্ট নয়—রাহানে-রাসেলদের শাহরুখের বার্তা
অনলাইন ডেস্ক

আইপিএলের শিরোপা ধরে রাখার মিশনে খেলছে কলকাতা নাইট রাইডার্স। তবে শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ৫ ম্যাচের বিপরীতে ৩ টিতেই পরাজয় দেখেছে তারা। সর্বশেষ হারটি দেখেছে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে।
ঘরের মাঠ ইডেন গার্ডেনসে জয়ের একদম কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কলকাতাকে। ২৩৯ রানের বড় লক্ষ্যে তাড়া করতে নেমে ৪ রানের পরাজয় দেখেছে তারা। দলের এমন পরাজয়ে ক্রিকেটাররা তো অবশ্যই কষ্ট পেয়েছেন মালিক শাহরুখ খানও। তাই ম্যাচ শেষে ক্রিকেটারদের পাশেই দাঁড়িয়েছেন বলিউড বাদশা।
শাহরুখের বার্তা ক্রিকেটারদের পড়ে শুনিয়েছেন কলকাতার সিইও বেঙ্কি মাইসোর। কিং খান বলেছেন, ‘হারটা দুঃখজনক। আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে অনেক ইতিবাচক দিক রয়েছে।
হারকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে বলে ক্রিকেটারদের এমন বার্তাও দিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, ‘আমরা মাত্র একটা শট দূরে থেমেছি।