<p>আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পডকাস্টার জো রোগানের সঙ্গে তিন ঘণ্টার এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। গত শুক্রবার ট্রাম্প তিন ঘণ্টার এই দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন।</p> <p>গত শুক্রবারের এই সাক্ষাৎকারটি ইউটিউবে পোস্ট করার পর রবিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত ২ কোটি ৬২ লাখের বেশি বার দেখা হয়েছে। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। </p> <p>সাক্ষাৎকারে তিনি নবী-রসুলদের বলে যাওয়া কথার উদাহরণও টেনেছেন। নবীরা বলেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে- এমন কথাও বলেছেন। এই অঞ্চল সম্পর্কে নবীরা যা বলেছেন, তা তিনি বিশ্বাস করেন বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্য এমন একটি স্থান হবে, যেখানে 'বিশ্ব শেষ হয়ে যাবে'।</p> <p>পডকাস্টার জো রোগানের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন এমন কিছু নবী আছেন যারা বলে গেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে। তুমি সেটা জানো, তাই না?” তিনি আমেরিকার অতীত, ভবিষ্যৎ এবং বিশ্বের জন্যও ভবিষ্যদ্বাণীও করেছেন। </p> <p>নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পডকাস্টার রোগান এর আগে ট্রাম্পের সাক্ষাৎকার প্রত্যাখ্যান করেছিলেন এবং তাকে 'গণতন্ত্রের জন্য হুমকি' বলে অভিহিত করেছিলেন। তবে সম্প্রতি রোগান জানান, গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে হত্যাচেষ্টার পর তিনি তার মত বদলান। ট্রাম্পকে রোগান বলেন, 'যখন তারা আপনাকে গুলি করে, তখন আমার মনে হয়েছিল, আপনাকে এখানে আসতে হবে।'</p> <p>দীর্ঘ ওই সাক্ষাৎকারে ইসরায়েল–হামাস যুদ্ধের সময়ে বাইডেনের কথা না শোনার জন্য নেতানিয়াহুর প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুদ্ধের সময় কিছু না করার জন্য ইসরায়েলকে বলেছিলেন বাইডেন। কিন্তু আমি মনে করি, তারা যদি (ইসরায়েল) বাইডেনের কথা শুনত, তাহলে এখনো তাদের মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।’</p> <p>বাইডেন ও কমলার অনেক কিছুতে ভুল আছে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘বাইডেনের অনেক কিছুতে ভুল আছে। তিনিও (কমলা হ্যারিস) ভুল করেছেন। কারণ তিনি সব সময় বলেছেন, তারা এক সঙ্গে সব সিদ্ধান্ত নিয়েছেন।’</p> <p>এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসে ‘অবিশ্বস্ত লোকদের’ নিয়োগ দেওয়া সবচেয়ে বড় ভুল ছিল বলে সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রাম্প। </p> <p>সূত্র : জেরুজালেম পোস্ট</p>