<p>ফরিদপুরের বোয়ালমারীতে ভাতিজার হাতুড়ির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম আল্লাদী (৫৫) নামে এক গৃহবধূ নিহতের ঘটনা ঘটেছে। হাতুড়ি দিয়ে আঘাত করা মানসিক প্রতিবন্ধী যুবক নিহত আল্লাদী বেগমের দেবরের ছেলে এবং গৃহবধূ উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের মৃত নইমুদ্দিন ব্যাপারীর স্ত্রী। </p> <p>আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনায় নিহতের ছেলে নান্নু ব্যাপারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর আগে গতকাল রবিবার (২৭ অক্টোবর) রাতে আসামি মহিদুল ব্যাপারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আসামি মহিদুল ইসলাম ব্যাপারী একই গ্রামের রোকন ব্যাপারীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আবু সাঈদ হত্যা : বেরোবি’র ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730106146-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আবু সাঈদ হত্যা : বেরোবির ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/28/1440051" target="_blank"> </a></div> </div> <p>থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় নিহত আনোয়ারা বেগম আল্লাদী ছাগল উঠাতে গেলে দেবরের ছেলে মহিদুল হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় আহত গৃহবধূকে পরিবারের লোকজন উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে আল্লাদীর অবস্থা অবনতি হলে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হাতুড়ির আঘাতে মাথার খুলির হাড় ভেঙে যাওয়ার কারণে ঢাকা শ্যামলী হাসপাতালে ঘটনার এক দিন পর গতকাল রবিবার সকালের দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় আজ সোমবার সকালে নিহতের ছেলে নান্নু ব্যাপারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় আসামি মহিদুল ব্যাপারীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তাসহ পুলিশের ওপর হামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730109601-1aa55138d78c0d4710d039467ed451ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তাসহ পুলিশের ওপর হামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/28/1440063" target="_blank"> </a></div> </div> <p>মামলার বাদী নিহতের বড় ছেলে নান্নু ব্যাপারী (৩০) বলেন, ‘আমার মাকে চাচাতো ভাই মহিদুল হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। তবে কী কারণে আঘাত করেছিল, সেটা আমরা কেউ জানি না। আঘাতের কারণে মাথার খুলির হাড় ভেঙে যাওয়ার এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শ্যামলী হাসপাতালে মা মারা যায়। আমার চাচাতো ভাই মাদক সেবন করে মানসিক প্রতিবন্ধী হয়ে গিয়েছে।’</p> <p>মহিদুলের মা মর্জিনা বেগম বলেন, ‘আমার ছেলে আমার ওপর রেগে মারধর শুরু করে। এ সময় আমার জা (আনোয়ারা বেগম আল্লাদী) ঠেকাতে এলে তার মাথায় আঘাত লাগে। তবে আমার ছেলে সুস্থ না পাগল। অনেক আগে সে পাগল হয়ে যায়। এর আগে তাকে কোনো দিন এমনটি করতে দেখা যায়নি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রেমের ফাঁদে পড়ে কক্সবাজারে আসা কিশোরীকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730108738-c9fd6fdf6a48d3cd44e325e95e7cf0b5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রেমের ফাঁদে পড়ে কক্সবাজারে আসা কিশোরীকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/28/1440059" target="_blank"> </a></div> </div> <p>মামলার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসূল বলেন, ‘ওই ছেলেটা মানসিক প্রতিবন্ধী। সে রেগে গিয়ে তার মাকে মারধর করার সময় চাচি ঠেকাতে আসলে মাথায় হাতুড়ির আঘাত লেগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’</p>