<p>কুইন্সল্যান্ডের উপকূলে সন্দেহভাজন একটি নৌকা আটকের পরে অস্ট্রেলিয়ান পুলিশ ২.৩ টন রেকর্ড পরিমান কোকেন জব্দ করেছে। এ ঘটনায় জড়িত ১৩ জনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে কর্তৃপক্ষ আজ সোমবার জানিয়েছে। এপির প্রতিবেদনে এই খবর বলা হয়। </p> <p>ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, আটক হওয়া কোকেনের বিক্রয় মূল্য ছিল ৭৬০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৪৯৪ মিলিয়ন ডলার)। তদন্তকারীরা ব্রিসবেনে সাংবাদিকদের বলেছেন, মাদকগুলো দক্ষিণ আমেরিকার একটি অজ্ঞাত দেশ থেকে পরিবহন করা হচ্ছিল।</p> <p>অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমান্ডার স্টিফেন জে বলেছেন, কমানচেরো মোটরসাইকেল গ্যাং একটি বড় ধরনের চোরাচালানের অভিযানের পরিকল্পনা করছে, এ তথ্য পাওয়ার পর মাসব্যাপী তদন্ত চলে এবং গত শনিবার ও রবিবার তাদের গ্রেপ্তার করা হয়। </p> <p>জে বলেন, ‘চোরাকারবারীরা সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় মাদক পরিবহনের চেষ্টা করছিল। এর জন্য, কয়েকশ কিলোমিটার (মাইল) উপকূলে ভাসমান একটি মাদার জাহাজ থেকে মাদক দুটি নৌকাতে করে দেশে ঢোকানোর চেষ্টা করছিল। তাদের প্রথম নৌকাটি ভেঙ্গে যায় এবং দ্বিতীয় নৌকাটি গত শনিবার ধরা পড়ে। সন্দেহভাজনদের কয়েক ঘন্টা সমুদ্রে আটকে রেখে পুলিশ নৌকায় অভিযান চালায়। ওই অভিযানে বিপুল পরিমান মাদক আটক করা হয়।’ মাদার জাহাজটি আন্তর্জাতিক জলসীমানাতেই অবস্থান করছিল এবং ওই জাহাজ আটক করা হয়নি বলে জে জানান।</p> <p>কর্তৃপক্ষ এর আগে এক টনেরও বেশি কোকেন জব্দ করেছে বলে জে জানান। তবে এর পরের আটকটি অস্ট্রেলিয়ায় রেকর্ড করা সবচেয়ে বড় আটক। অভিযুক্তদের বিরুদ্ধে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় মাদক আমদানির অভিযোগ আনা হয়েছে এবং আজ সোমবার তাদের বিভিন্ন আদালতে হাজির হওয়ার কথা ছিল। এই অভিযোগে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।</p> <p>পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের কম এবং বাকিরা সবাই অস্ট্রেলিয়ান নাগরিক। জে আরো বলেন, ‘কোকেনের মতো মাদক পাঠানোর ক্ষেত্রে অস্ট্রেলিয়া সংগঠিত অপরাধী গোষ্ঠীর জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় বাজার।’</p> <p>সূত্র : এপি</p>