<p>কেরানীগঞ্জকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা খেলার মাঠে এ মাদক চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।</p> <p>আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুর রহমান সপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।</p> <p>মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সভার আয়োজন করেছেন বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা হাজি মো. আমান উল্লাহ আমান ও আগানগর সিট মালিক সমিতির সভাপতি ঈমান উল্লাহ মোস্তান। </p> <p>প্রধান অতিথির বক্তব্যে নিপুন রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধের ঘোষণা দেওয়ার মাধ্যমে ক্ষান্ত থাকেননি। তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন। একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। একইভাবে জনগণের দাবির মুখে বিপ্লব ও সংহতি সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বিপ্লব যে সংঘটিত হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে প্রদীপের মতো জ্বলে উঠেছিলেন শুধু সময়ের দাবির কারণে।</p> <p>তিনি আরো বলেন, ঠিক একইভাবে স্বৈরাচারমুক্ত একটি বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এবং কথা বলছি। এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে যে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী হামলা নিপীড়নের মামলার শিকার হয়েছেন সেই জায়গা থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা না করে জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। এটাই জাতীয়তাবাদী দলের শপথ ও অঙ্গীকার।</p> <p>শেখ হাসিনার পতনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আংশিক বিজয় লাভ করেছি এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি আমরা। এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ তখনই আমরা পূর্ণাঙ্গ বিজয় লাভ করতে পারব, যখন আমরা আমাদের জনগণের সরকার গঠন করতে পারব। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, আপনারা যত সময় নেন না কেন, দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। ছাত্র-জনতার এই আন্দোলন কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি ব্যর্থ হয় সব দায়ভার আপনাদেরকে নিতে হবে।</p> <p>তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়তে যে উদ্যোগ গ্রহণ করেছেন, এ জন্য আয়োজকদের তিনি ধন্যবাদ জানান। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যে উদ্যোগ নিয়েছেন আগে নিজেদের ঘর থেকে শুরু করে সমাজে তা প্রতিষ্ঠা করতে হবে। তিনি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন কোনোভাবে মাদকাসক্ত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।</p> <p>তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাদক চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এই জনসভায় যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। পরে আগানগর আমবাগিচা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে আগানগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।</p>