<p>ইউক্রেন জানিয়েছে, ২০২২ সালে রুশ আক্রমণের শুরুতে জাপোরিঝিয়া অঞ্চলে আটক হওয়া এক মেয়রের মরদেহ বুধবার তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি মস্কোর হেফাজতে থাকাকালীন মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করেছে কিয়েভ।</p> <p>রাশিয়া আক্রমণের প্রথম কয়েক দিনের মধ্যে জাপোরিঝিয়া অঞ্চলের বেশ কিছু এলাকা দখল করে নেয়, যার মধ্যে দিনিপ্ররুদনে শহরও ছিল। কিয়েভের দাবি, তখনই দিনিপ্ররুদনের মেয়র ইয়েভগেন মাতভেইয়েভকে আটক করা হয়।  </p> <p>জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেডোরভ বলেন, ‘তিনি (মাতভেইয়েভ) দুই বছর আট মাস দখলদারদের হাতে বন্দি ছিলেন এবং নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। সর্বশেষ বিনিময়ে তার মরদেহ ইউক্রেনে ফেরত দেওয়া হয়েছে।’</p> <p>এদিকে মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি।  </p> <p>দক্ষিণ ইউক্রেনের এই শিল্পাঞ্চলে রাশিয়া দ্রুত অভিযান চালায় এবং ২০২২ সালের সেপ্টেম্বরে এ অঞ্চলের দখলকৃত এলাকাগুলোকে নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি করে। যুদ্ধের আগে দিনিপ্রো নদীর তীরে অবস্থিত দিনিপ্ররুদনের আনুমানিক জনসংখ্যা ছিল ১৭ হাজার ৭৩৬ জন।</p> <p>মাতভেইয়েভকে ‘একজন প্রকৃত দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করে ফেডোরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দখলের সময় তিনি শহর বা জনগণকে ত্যাগ করেননি এবং সম্প্রদায়ের জীবনযাত্রা বজায় রাখতে সব কিছু করেছিলেন।’</p> <p>ফেডোরভ নিজেও ২০২২ সালের মার্চ মাসে মেলিতোপোল শহরের মেয়র থাকাকালে রাশিয়ার বাহিনীর হাতে সংক্ষিপ্ত সময়ের জন্য বন্দি হয়েছিলেন। ২০২২ সালের মার্চে ইউক্রেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা মাতভেইয়েভের নিখোঁজ হওয়ার ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছিলেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও মেয়রকে মুক্তি দেওয়ার আহ্বান করেছিলেন।  </p> <p>২০২২ সালের মার্চের শেষের দিকে কিয়েভ সতর্ক করেছিল, রাশিয়ার বাহিনীর দখল করা এলাকা থেকে ১৪ জন স্থানীয় কর্মকর্তার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।</p> <p>কিয়েভ ও মস্কো এখনো নিয়মিত যুদ্ধবন্দি এবং নিহত সেনা ও বেসামরিক নাগরিকদের মরদেহ বিনিময় করে থাকে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত মাসের শেষ দিকে এমন একটি বিনিময় হয়েছিল।</p> <p>সূত্র : এএফপি</p>