<p>ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার সতর্ক করে বলেছেন, তিনি গাজায় যুদ্ধ থামানোর চুক্তিকে সমর্থন করবেন না। ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে ‘কঠোর প্রতিশোধের দ্বার উন্মোচন করতে’ হবে বলেও মন্তব্য করেন তিনি।</p> <p>স্মোট্রিচ এক্সে লিখেছেন, ‘প্রস্তাবিত চুক্তি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য একটি বিপর্যয়। আমরা এমন একটি আত্মসমর্পণ চুক্তির অংশ হবো না, যা বিপজ্জনক সন্ত্রাসীদের মুক্তি, যুদ্ধ বন্ধ, রক্ত দিয়ে অর্জিত সাফল্য নষ্ট এবং এখনো জিম্মি থাকা বহু ব্যক্তিকে পরিত্যাগ করার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত করে। এখন আমাদের প্রচেষ্টা তীব্র করার সময়, সব শক্তি প্রয়োগ করে গাজা উপত্যকার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এবং এটি সন্ত্রাসী গোষ্ঠী থেকে মুক্ত করতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘মানবিক সহায়তা যাতে হামাস অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে আমাদের অবশ্যই এটি নিয়ন্ত্রণে আনতে হবে এবং গাজায় কঠোর প্রতিশোধের দ্বার উন্মোচন করতে হবে, যতক্ষণ না হামাস শর্তহীনভাবে আত্মসমর্পণ করে ও সব জিম্মি নিরাপদে ফিরিয়ে আনা হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রাম্পের দুঃসাহসিক পররাষ্ট্রনীতি ও বিশ্বনেতাদের ক্ষোভ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736337999-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রাম্পের দুঃসাহসিক পররাষ্ট্রনীতি ও বিশ্বনেতাদের ক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/08/1466499" target="_blank"> </a></div> </div> <p>স্মোট্রিচ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসক জোটের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বারবার গাজায় যুদ্ধ বন্ধের বিরোধিতা করেছেন। তার সর্বশেষ এ মন্তব্য এমন সময় এলো, যখন কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য পরোক্ষ আলোচনা ফের শুরু হয়েছে। এ ছাড়া নেতানিয়াহু বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রবিবার দোহায় চলমান আলোচনার অগ্রগতির বিষয়ে জানিয়েছেন।</p> <p>নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের জিম্মিদের মুক্তির জন্য আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন এবং দোহায় আলোচনাকারী দলকে তিনি যে ম্যান্ডেট দিয়েছেন তার বিষয়ে জানিয়েছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দিল মধ্যস্থতাকারী কাতার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736254260-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দিল মধ্যস্থতাকারী কাতার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/01/07/1466105" target="_blank"> </a></div> </div> <p>গত বছর বেশ কয়েক দফা আলোচনার পরও কোনো চুক্তি অর্জিত হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। সেই হামলায় এক হাজার ২১০ জন ইসরায়েলি নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। পাশাপাশি সেদিন হামাস ২৫১ জনকে জিম্মি করে, যাদের মধ্যে ৯৪ জন এখনো গাজায় রয়েছে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৫৮৪ জন নিহত হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক। জাতিসংঘের মতে মন্ত্রণালয়ের এ পরিসংখান নির্ভরযোগ্য।</p> <p>সূত্র : এএফপি</p>