<p>জাপানে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সোমবার রাতে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।</p> <p>জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রিফেকচারের উপকূলে রাত ৯টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্পের পর তিন ফুট পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একসঙ্গে থাকার পরও কেন সবাই ভূমিকম্প টের পায় না" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736263245-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একসঙ্গে থাকার পরও কেন সবাই ভূমিকম্প টের পায় না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2025/01/07/1466151" target="_blank"> </a></div> </div> <p>তবে ইউএসজিএস বলেছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো হুমকি নেই। তবু জেএমএ জনগণকে উপকূলীয় এলাকায় পানি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি এক্সে সতর্কবার্তা দিয়ে বলেছে, ‘সুনামি বারবার আঘাত হানতে পারে। দয়া করে সমুদ্রের দিকে যাবেন না বা উপকূলীয় এলাকার কাছাকাছি অবস্থান করবেন না।’</p> <p>সূত্র : এএফপি</p>