মার্কিন সরকারে ইলন মাস্কের আনুষ্ঠানিক ক্ষমতা কতটুকু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মার্কিন সরকারে ইলন মাস্কের আনুষ্ঠানিক ক্ষমতা কতটুকু
১১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে ইলন মাস্ক বক্তব্য দিচ্ছেন। ছবি : এএফপি

ইলন মাস্ক মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) আনুষ্ঠানিক কর্মী নন এবং সরকারি সিদ্ধান্ত নেওয়ার কোনো আনুষ্ঠানিক ক্ষমতা তার নেই—হোয়াইট হাউস আদালতে দাখিল করা এক নথিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে ডিওজিইর কার্যত প্রধান হিসেবে দেখা হয়। এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গঠিত এবং সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানোর লক্ষ্যে কাজ করছে, যার মধ্যে হাজার হাজার চাকরি কাটছাঁটও অন্তর্ভুক্ত।

গত নভেম্বর মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ‘মহান ইলন মাস্ক...ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) পরিচালনা করবেন।

তবে সোমবার হোয়াইট হাউসের প্রশাসনিক কার্যালয়ের পরিচালক জোশুয়া ফিশার আদালতে দাখিল করা এক নথিতে উল্লেখ করেছেন, ইলন মাস্ক হোয়াইট হাউসের একজন বিশেষ সরকারী কর্মী (নন-ক্যারিয়ার স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি) এবং প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা।

আরো পড়ুন
‘শত শত বিলিয়ন’ ডলারের জালিয়াতি উন্মোচনে সাহায্য করবেন ইলন মাস্ক

‘শত শত বিলিয়ন’ ডলারের জালিয়াতি উন্মোচনে সাহায্য করবেন ইলন মাস্ক

 

ফিশার নথিতে আরো বলেছেন, ‘হোয়াইট হাউসের অন্য জ্যেষ্ঠ উপদেষ্টাদের মতো মাস্ক নিজে কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক বা বাস্তব ক্ষমতা রাখেন না। তিনি শুধু প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারেন এবং প্রেসিডেন্টের নির্দেশাবলি পৌঁছে দিতে পারেন।’

তিনি আরো বলেন, ‘মার্কিন ডিওজিই সার্ভিস প্রেসিডেন্টের নির্বাহী দপ্তরের একটি অংশ।

মার্কিন ডিওজিই সার্ভিস টেম্পোরারি অর্গানাইজেশন এই ডিওজিই সার্ভিসের অধীন। তবে এগুলো হোয়াইট হাউস অফিস থেকে আলাদা।’

নথিতে আরো বলা হয়েছে, ‘মাস্ক হোয়াইট হাউস অফিসের কর্মী। তিনি মার্কিন ডিওজিই সার্ভিস বা মার্কিন ডিওজিই সার্ভিস টেম্পোরারি অর্গানাইজেশনের কর্মী নন।

তিনি এই সংস্থার অস্থায়ী প্রশাসকও নন।’

আরো পড়ুন
হোয়াইট হাউস কি যথেষ্ট বড় হবে ট্রাম্প ও মাস্কের জন্য?

হোয়াইট হাউস কি যথেষ্ট বড় হবে ট্রাম্প ও মাস্কের জন্য?

 

ফিশারের এই নথি নিউ মেক্সিকোসহ ১৪টি মার্কিন অঙ্গরাজ্যের করা মামলার পরিপ্রেক্ষিতে জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে ফক্স নিউজে মঙ্গলবার প্রচারিতব্য এক যৌথ সাক্ষাৎকারে ট্রাম্প সমালোচকদের জবাব দিয়ে বলেছেন, যারা বলছেন মাস্কই হোয়াইট হাউস পরিচালনা করছেন, তারা ভুল করছেন।

সাক্ষাৎকারের একটি অংশে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, ইতিহাসে কেউই আমার মতো এত বেশি নেতিবাচক প্রচারণার শিকার হয়নি...কিন্তু তুমি জানো, আমি কী শিখেছি, ইলন? মানুষ বুদ্ধিমান, তারা বিষয়গুলো বুঝতে পারে।’

এ সময় মাস্ক সাড়া দিয়ে বলেন, ‘হ্যাঁ, তারা আসলেই বোঝে।

সূত্র : এএফপি

আরো পড়ুন
ট্রাম্পের মিত্র ইলন মাস্ককে নিয়ে উদ্বিগ্ন কিছু দেশ

ট্রাম্পের মিত্র ইলন মাস্ককে নিয়ে উদ্বিগ্ন কিছু দেশ

 
মন্তব্য

সম্পর্কিত খবর

রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত ৩, কাল সৌদি আরবে শান্তি আলোচনা

    চাপ বাড়ানোর আহ্বান জেলেনস্কির
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত ৩, কাল সৌদি আরবে শান্তি আলোচনা
২৩ মার্চ কিয়েভে ড্রোন হামলার পর ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের কাছে একটি অ্যাম্বুল্যান্স দেখা যাচ্ছে। ছবি : এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভে গত রাতে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের একটি শিশুও রয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন রবিবার টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, শান্তি আলোচনা শুরুর আগে মস্কোর ওপর আরো চাপ প্রয়োগ করতে, যেন তারা ইউক্রেনে হামলা বন্ধ করে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শহরের বিভিন্ন জেলায় আগুন ও ধ্বংসযজ্ঞের পর জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এর আগে বিমানবাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করে রাশিয়া গত রাতে ১৪৭টি ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর মধ্যে ৯৭টি ভূপাতিত করা হয়েছে এবং ২৫টি লক্ষ্যে পৌঁছতে পারেনি।

জেলেনস্কি এক্সে লেখেন, ‘এই হামলা ও যুদ্ধ বন্ধ করতে নতুন সিদ্ধান্ত ও মস্কোর ওপর নতুন চাপ প্রয়োজন।

আমাদের ইউক্রেন ও সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে—বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বাস্তব সহায়তার মাধ্যমে। আমি সেইসব অংশীদারদের প্রতি কৃতজ্ঞ, যারা এটি বোঝেন এবং ইউক্রেনকে সমর্থন চালিয়ে যাচ্ছেন।’

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী গত রাতে ৫৯টি ইউক্রেনীয় ড্রোন ‘ধ্বংস ও আটক’ করেছে, যা মূলত রোস্তভ ও আস্ট্রাখান অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

আরো পড়ুন
সৌদি আরবে শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির আশা মস্কোর

সৌদি আরবে শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির আশা মস্কোর

 

যুদ্ধবিরতির আলোচনা  
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে বলেছেন, যুদ্ধের আরো বিস্তার ঠেকানোর প্রচেষ্টা ‘কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে’।

এয়ার ফোর্স ওয়ানে এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘যুদ্ধ শেষ করতে যুক্তিসঙ্গত আলোচনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাই মূল চাবিকাঠি।’

গত সপ্তাহে ট্রাম্প পৃথকভাবে পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন, যা ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের অবসানের লক্ষ্যে নেওয়া পদক্ষেপ। তবে ৩০ দিনের সম্পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হলেও পুতিন রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন, যা জেলেনস্কিও মেনে নিয়েছেন। তবে এই সমঝোতা হওয়ার পর থেকেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে জ্বালানি স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে।

এদিকে সোমবার সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল শান্তি আলোচনার জন্য বৈঠক করবে।

রাশিয়ার প্রতিনিধিদলের নেতা সেনেটর গ্রিগরি কারাসিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন জভেজদা টিভিকে বলেছেন, ‘আমরা অন্তত কিছু অগ্রগতি অর্জনের প্রত্যাশা করছি।’

এ ছাড়া রুশ প্রতিনিধিদলে থাকা এফএসবি গোয়েন্দা সংস্থার আলোচক সের্গেই বেসেদা জানান, তারা ‘লড়াইপূর্ণ ও গঠনমূলক’ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় অংশ নেবেন।

কারাসিন বলেন, ‘আমরা অন্তত একটি বিষয় সমাধানের লড়াই করার মানসিকতা নিয়ে যাচ্ছি।’

অন্যদিকে এক শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে শনিবার জানিয়েছেন, কিয়েভ অন্তত আংশিক যুদ্ধবিরতির বিষয়ে একমত হতে চায়, যা জ্বালানি, অবকাঠামো ও সামুদ্রিক হামলাকে অন্তর্ভুক্ত করবে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র : আলজাজিরা

মন্তব্য

চোরাই হীরার দুল গিলে ফেলার ২ সপ্তাহ পর উদ্ধার করল পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চোরাই হীরার দুল গিলে ফেলার ২ সপ্তাহ পর উদ্ধার করল পুলিশ
চোরের পেট থেকে উদ্ধার করা হীরার কানের দুল। ছবি : অরল্যান্ডো পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তির পেট থেকে দুটি হীরার কানের দুল উদ্ধার করেছে, যেগুলোর মোট মূল্য সাত লাখ ৬৯ হাজার ৫০০ মার্কিন ডলার। ওই ব্যক্তি দুলগুলো দুই সপ্তাহ আগে গিলে ফেলেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিবিসি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অরল্যান্ডো পুলিশ বিভাগ জানায়, ৩২ বছর বয়সী জেথান গিল্ডার ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার সময় টিফানি অ্যান্ড কম্পানির হীরার দুল গিলে ফেলেন।

তদন্তকারীরা তাকে স্থানীয় এক হাসপাতালে ‘দুই সপ্তাহের বেশি’ সময় ধরে পর্যবেক্ষণে রাখেন, যতক্ষণ না দুলগুলো তার শরীর থেকে বের হয়।

গিল্ডারের বিরুদ্ধে মুখোশ পরে ডাকাতি ও বড় ধরনের চুরির অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে এরই মধ্যে টিফানি অ্যান্ড কম্পানি দুলগুলো পরিষ্কার করেছে।

খেলোয়াড়ের সহকারী সেজে প্রতারণা  
পুলিশের অভিযোগ, গিল্ডার ২৬ ফেব্রুয়ারি ফ্লোরিডার অরল্যান্ডোতে টিফানি অ্যান্ড কম্পানির একটি দোকানে যান এবং নিজেকে এক ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) খেলোয়াড়ের সহকারী হিসেবে পরিচয় দেন, যাতে তাকে ভিআইপি কক্ষে উচ্চমূল্যের গহনা দেখানো হয়।

 

অভিযোগ অনুযায়ী, তিনি দোকানের কর্মীদের বিভ্রান্ত করে দুলের দুটি জোড়া নিয়ে পালিয়ে যান। তবে পালানোর সময় তিনি একটি হীরার আংটিও ফেলে দেন, যার মূল্য ছিল পাঁচ লাখ ৮৭ হাজার ডলার।

পরে পুলিশ তাকে আটক করলে তারা দেখতে পান, গিল্ডার কয়েকটি বস্তু গিলে ফেলছেন, যেগুলো সম্ভবত চুরি করা দুল ছিল। যখন তাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাকে বলতে শোনা যায়, ‘আমার এগুলো জানালার বাইরে ছুড়ে ফেলা উচিত ছিল।

’ এরপর জেলে পৌঁছে তিনি পুলিশ সদস্যদের জিজ্ঞেস করেন, ‘আমার পেটে যা আছে, তা নিয়ে কি আমাকে অভিযুক্ত করা হবে?’

পরে পুলিশ এক্স-রে রিপোর্ট প্রকাশ করে, যাতে এক ব্যক্তির পেটে একটি অনাকাঙ্ক্ষিত বস্তু দেখা যায়। অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, তারা গিল্ডারকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রায় দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখে, যতক্ষণ না দুলগুলো পাওয়া যায়। পরে ১২ মার্চ পুলিশ দুল উদ্ধার করার কথা জানায়।  

দুলগুলো দোকানে ফেরত নেওয়ার পর সেখানকার প্রধান গহনা নির্মাতা গহনার সিরিয়াল নম্বর মিলিয়ে নিশ্চিত করেন, এগুলোই চুরি যাওয়া দুল।  

গিল্ডার বর্তমানে অরেঞ্জ কাউন্টি জেলে আটক আছেন।

পুলিশের অভিযোগ, তার অপরাধের ইতিহাসে ২০২২ সালে টেক্সাসে একই কম্পানির এক দোকানে ডাকাতির ঘটনা রয়েছে। এ ছাড়া কলোরাডোতে তার বিরুদ্ধে ৪৮টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মন্তব্য

ইয়েমেনের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইয়েমেনের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা
ফাইল ছবি

ইয়েমেনের আল-হোদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম। বার্তা সংস্থা এএফপিও এ হামলার খবর নিশ্চিত করেছে। 

এএফপি জানিয়েছে, ইয়েমেন ব্যাপক হামলার ঘোষণা এক সপ্তাহ আগেই দিয়েছিল ওয়াশিংটন।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি হোদেইদা বিমানবন্দরে হামলাকে ‘আমেরিকান আগ্রাসন’ বলে অভিহিত করেছে। চ্যানেলটি জানায়, লোহিত সাগর উপকূলে হোদেইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালানো হয়েছে। 

এদিকে হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় ইয়েমেনের ৫৩ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হামাসের সমর্থনে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর ওপর হামলা চালাতে শুরু করে হুতিরা।

 

এরপর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন হুতিদের বিরুদ্ধে হামলা শুরু করেছিলেন। পরে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার হুতিদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করেন।

মন্তব্য

শুল্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপন প্রচারণা চালাচ্ছে কানাডা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শুল্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপন প্রচারণা চালাচ্ছে কানাডা
মেলানি জোলি

আমেরিকান শুল্কের বিরুদ্ধে দেশটির ১২টি রাজ্যে একটি বিজ্ঞাপন প্রচারণা শুরু করেছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, পাল্টা কর যে সবার জন্যই বোঝা সেটা বোঝাতেই এই প্রচারণা চালানো হচ্ছে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

জোলি বলেন, আমরা ইতিমধ্যেই আমেরিকান পণ্যের ওপর ৬০ বিলিয়ন ডলার মূল্যের পাল্টা শুল্ক আরোপ করেছি। এই শুল্ক পরিশ্রমী আমেরিকানদের উপর একটি কর। এই শুল্কের ফলে পাম্পে এবং মুদিখানা কিনতে যাওয়া আমেরিকানদের আরো বেশি খরচ করতে হবে।

জোলি বলেন, আমরা আজ যুক্তরাষ্ট্রের ১২টি ভিন্ন রাজ্যে একটি বিজ্ঞাপন প্রচারণা শুরু করেছি।

কানাডিয়ানরা এই বার্তা দিচ্ছেন যে বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না। সীমান্তের উভয় পাশেই চাকরি হারানোদের সংখ্যা বাড়বে। এই প্রচারণায় ফ্লোরিডা, নেভাদা, জর্জিয়া, নিউ হ্যাম্পশায়ার, মিশিগান এবং ওহিওর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে বিলবোর্ড লাগানো থাকবে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত কানাডিয়ান দূতাবাসের একটি ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে যে, বিলবোর্ডগুলোতে লেখা থাকবে: ‘শুল্ক হলো পরিশ্রমী আমেরিকানদের ওপর একটি কর।

জোলি বলেন, আমরা এটি করছি কারণ আমরা মনে করি যে আমেরিকান জনগণকে একটি বার্তা পাঠানো দরকার যাতে তারা বুঝতে পারে যে তারা কী ঝুঁকিতে রয়েছে। এ সময় জোলি আমেরিকানদের তাদের আইন প্রণেতাদের সঙ্গে কথা বলার আহ্বান জানান।

আরো পড়ুন
মোটরসাইকেলে ঈদ যাত্রায় চাই বাড়তি সতর্কতা

মোটরসাইকেলে ঈদ যাত্রায় চাই বাড়তি সতর্কতা

 

প্রতিশোধমূলক শুল্ক বিলম্বিত করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হোয়াইট হাউস কিছু শুল্ক বিলম্বিত করার পর কানাডা ৯০ বিলিয়ন ডলারের পাল্টা ব্যবস্থা স্থগিত করেছে, তবে তারা পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ