জার্মানিতে রবিবার চলছে ভোটগ্রহণ। এর মধ্য দিয়ে আগামী দিনের সরকার নির্ধারণ করবেন দেশটির নাগরিকরা। ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্টসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শীর্ষ প্রার্থীরা। এবারের পার্লামেন্ট নির্বাচনে ভোটার প্রায় ছয় কোটি।
জার্মানিতে চলছে নির্বাচন, প্রতিদ্বন্দ্বীরা ভোট দিয়ে যা বললেন
ডয়চে ভেলে

গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। জনমত জরিপে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ।
প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের ভোট
জার্মানির সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টেইনমায়ার।
ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত সব কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট। জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রত্যেক নাগরিকের উচিত ভোট দিয়ে নিজ অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা।
তিনি আরো বলেছেন, ‘ভোট দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখা উচিত, আপনার ভোটই হতে পারে নির্ণায়ক।
এ ছাড়া মধ্য বামপন্থী রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটসের (এসপিডি) চ্যান্সেলর প্রার্থী ও বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ভোট দিয়েছেন। বার্লিনের ঠিক বাইরের ব্রান্ডেনবুর্গের পটসডামের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
ভোট দেওয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় দেশের জনগণের উদ্দেশে বলেছেন, ‘ভোটকেন্দ্রে আসুন ও আপনার সিদ্ধান্ত জানান।’
২০২১ সালে গ্রিন পার্টি ও এফডিপিকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করেছিলেন ৬৬ বছর বয়সী শোলজ।
আর্নসবের্গে ভোট দিলেন ম্যার্ৎস
জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার পশ্চিমের আর্নসবের্গে ভোট দিয়েছেন এবারের নির্বাচনে আলোচিত চ্যান্সেলর প্রার্থী ও সিডিইউ/সিএসইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস।
তার প্রতিদ্বন্দ্বী ওলাফ শোলজ ভোট দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভোট দিয়েছেন ম্যার্ৎস। ভোটকেন্দ্রে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভালো কিছুই হবে।’
২০২১ সালে অ্যাঙ্গেলা মার্কেল সরে দাঁড়ালে সিডিইউয়ের দায়িত্ব নেন ৬৯ বছর বয়সী ম্যার্ৎস। নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হিসেবে জনমত জরিপে এগিয়ে আছেন তিনি। নির্বাচনী প্রচারে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করার ওপর বেশি জোর দিয়েছেন রক্ষণশীল এই নেতা।
নুরেমবের্গ ভোট দিলেন সিডিইউ নেতা স্যোডার
বাভারিয়ান রাজ্যপ্রধান ও সিএসইউ নেতা মার্কুস স্যোডার ভোট দিয়েছেন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর নুরেমবের্গে। নির্বাচনের ফল নিয়ে ‘দারুণ আত্মবিশ্বাসী’ এই রাজনীতিবিদ।
তিনি বলেন, ‘আমি আশা করি, অবশেষে আমাদের দেশ একটি সরকার পেতে যাচ্ছে, যার মাধ্যমে বাস্তবিক পরিবর্তনগুলো করা সম্ভব হবে এবং দেশ আর পুরনো নিয়মে চলবে না।’
মার্কুস স্যোডারের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন রক্ষণশীল সিডিইউয়ের বাভারিয়ান সহযোগী দল।
জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। এর পরই শুরু হবে গণনা। বুথফেরত জনমত জরিপে ভোটের ফল কেমন হতে পারে তার একটি চিত্র হয়তো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তবে সব কেন্দ্রের ভোট গণনা শেষ হতে সোমবার সকাল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত খবর

ট্রাম্প-পুতিনের মধ্যে কি সম্পর্ক সেটা জানি না : জেলেনস্কি
অনলাইন ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমি জানি না। আমার পক্ষে এটা বলা কঠিন। আমি জানি না তাদের কী সম্পর্ক আছে। তাদের কতবার কথা হয়েছে, তা-ও জানি না।
এদিকে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির শর্ত হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্র সেই দাবির মুখে দৃঢ় অবস্থানে থাকবে বলে প্রত্যাশা করছেন জেলেনস্কি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য আমি খুবই কৃতজ্ঞ। তবে তাদের কেউ কেউ রাশিয়ার প্রপাগান্ডার মাধ্যমে প্রভাবিত।
কোয়ালিশন অব দ্য উইলিং জোট গঠনের প্রচেষ্টার কথা উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, উইটকফ আবাসন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। কিভাবে সম্পদ বেচাকেনা করতে হয়, তা ভালো জানার কথা তার। এ বিষয়টি কিছুটা ভিন্ন।
গতকাল বৃহস্পতিবার লন্ডনে কোয়ালিশন অব দ্য উইলিং জোটের বৈঠকে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও জেলেনস্কি।
বৈঠক শেষে স্টারমার বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় এখন নয়।

রোহিঙ্গাদের ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের
রয়টার্স

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলার নতুন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘ডব্লিউএফপির মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা ১০ লাখের বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে।’
তিনি এ-ও বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে আমাদের আন্তর্জাতিক অংশীদাররা এ ধরনের জীবন রক্ষাকারী সহায়তার মাধ্যমে বোঝা ভাগ করে নেওয়ার সঙ্গে মিলিত হবেন।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে বিদেশি সহায়তায় ব্যাপক ছেদ টেনেছেন।
এর আগে, জাতিসংঘের দুটি সংস্থা সতর্ক করে দিয়েছিল যে তহবিলের ঘাটতি গত আট বছর ধরে প্রতিবেশী মায়ানমারে সহিংসতার কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য রেশনের পরিমাণ কমিয়ে দেবে। শরণার্থীরা আশঙ্কা করছেন যে, তহবিল হ্রাসের ফলে ক্ষুধা আরো বাড়বে। গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সুবিধা কমার পাশাপাশি এগুলো অপরাধ বাড়াবে বলেও আশঙ্কা করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ যুক্তরাষ্ট্র; প্রায় ২.৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে দেশটি।

ডব্লিউটিওর বরাদ্দ বন্ধ করছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তিনটি বাণিজ্যসংক্রান্ত সূত্রের বরাতে এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় সংকোচন প্রচেষ্টার অংশ হিসেবেই এটি করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই ট্রাম্প প্রশাসন ‘আমেরিকা ফার্স্ট’ অর্থনৈতিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে এমন বৈশ্বিক প্রতিষ্ঠান থেকে সরে আসছে।
তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) কিছু প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ফেডারেল ব্যয়ের বিস্তৃত পর্যালোচনার অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ কমিয়ে দিয়েছে।
২০১৯ সালে চীনের সঙ্গে একটি শুল্ক-যুদ্ধের সময় ট্রাম্প আপিল পরিচালনার জন্য বিচারক নিয়োগ বাধাগ্রস্ত করেন। এর পর থেকে ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকরভাবে বন্ধই রয়েছে।
জেনেভাভিত্তিক বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা ডব্লিউটিওর ২০২৪ সালে বার্ষিক বাজেট ছিল ২০৫ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (২৩২.০৬ মিলিয়ন ডলার)। ডব্লিউটিওর নথি অনুসারে, বিশ্বব্যাপী বাণিজ্যে তার অংশের সমানুপাতিক ফি ব্যবস্থার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রায় ১১% দেওয়ার কথা ছিল।
৪ মার্চ অনুষ্ঠিত ডব্লিউটিওর বাজেট সভায় একজন মার্কিন প্রতিনিধি জানান, আন্তর্জাতিক সংস্থাগুলোতে অবদানের পর্যালোচনা না হওয়া পর্যন্ত ২০২৪ এবং ২০২৫ সালের বাজেটে তাদের অর্থ প্রদান স্থগিত রাখা হয়েছে।
ওই বৈঠক সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যে কোনো দিন এই পর্যালোচনার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডব্লিউটিওকে অবহিত করা হবে।
তৃতীয় একটি বাণিজ্য সূত্র নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তহবিল স্থগিত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থেকে ডব্লিউটিও একটি ‘প্ল্যান বি’ নিয়ে এগোচ্ছে। যদিও এ সম্পর্কে সূত্রটি বিস্তারিত কিছু বলেনি।
তিনটি সূত্রই গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছিল। কারণ বাজেট সভাটি ছিল রুদ্ধদ্বার। এর পাশাপাশি মার্কিন তহবিল স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণাও এখনও আসেনি।
হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি। জেনেভায় ডব্লিউটিওতে মার্কিন মিশনের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্যে রয়টার্সের অনুরোধের জবাব দেননি।
ডব্লিউটিওর মুখপাত্র ইসমাইলা দিয়েং বলেন, ‘মার্কিন বরাদ্দ আসছিল। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সব ধরনের অর্থ প্রদান স্থগিত হওয়ার কারণে এটিও আটকা পড়েছে।’
তিনি মার্কিন কর্তৃপক্ষকে প্রশ্ন তুলে বলেন, ‘বকেয়া বরাদ্দ ডব্লিউটিও সচিবালয়ের পরিচালনা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। কিন্তু সচিবালয় বিচক্ষণতার সঙ্গে নিজস্ব সম্পদ ব্যবস্থাপনা করে চলছে। যেকোনো আর্থিক বরাদ্দ বন্ধের কারণে উদ্ভূত সীমাবদ্ধতার মধ্যেও এটি কিভাবে পরিচালনা করা যায় সেই সক্ষমতা অর্জনের পরিকল্পনাও রয়েছে।’

মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির
এএফপি

ইরান সমর্থিত ইয়েমের হুতি গোষ্ঠী বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক স্থাপনা এবং মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগেই ইসরায়েল জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে ‘একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে’ এবং তেল আবিবের দক্ষিণে ‘একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, ‘যেগুলো ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়’।
সারি আরো বলেন, বিদ্রোহীরা ‘লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরি (ইউএসএস হ্যারি এস) ট্রুম্যান।’
হুতি মুখপাত্র জানান, ’আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের প্রতিশোধ’ হিসেবে এ চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ১৫ মার্চ হুতির বিরুদ্ধে ব্যাপক আকারের সামরিক অভিযান চালায়, যা মার্কিন সেন্ট্রাল কমান্ড ‘বৃহৎ পরিসরের অভিযান’ বলে উল্লেখ করে।
২ জন নিহত
এর আগে হতি বৃহস্পতিবার জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার কাছে রাতভর চালানো বিমান হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
হুতি মালিকানাধীন আল-মাসিরাহ টিভি চ্যানেল জানায়, সানা প্রদেশের উত্তর ও দক্ষিণ অংশে প্রায় ২০টি হামলা চালানো হয়েছে। এক্সে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, ‘মার্কিন আগ্রাসনে দুজন নিহত ও দুজন আহত হয়েছে।’
আল-মাসিরাহ আরো জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সাদা শহরে নতুন করে বিমান হামলা চালানো হয়, যা হুতির উত্তরাঞ্চলীয় শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এর আগের দিন হুতি গণমাধ্যম জানায়, সেখানে ১৭ বার হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সব সময় এই ধরনের হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেয় না। তবে পেন্টাগনের এক কর্মকর্তা রবিবার এএফপিকে বলেন, মার্কিন বাহিনী ‘প্রতিদিন ও প্রতি রাতেই ইয়েমেনে ইরান সমর্থিত হুতির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে’।
চ্যাট গ্রুপ কেলেঙ্কারি
এদিকে হুতির দাবি করা সর্বশেষ হামলাগুলোর মধ্যেই যুক্তরাষ্ট্র একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে, যা ১৫ মার্চের হামলার সঙ্গে সম্পর্কিত। দ্য আটলান্টিক ম্যাগাজিন তাদের হাতে আসা এমন তথ্য প্রকাশ করেছে, যেখানে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি সিগন্যাল চ্যাট গ্রুপে ভুলবশত শেয়ার করা বার্তার বিবরণ রয়েছে।
হোয়াইট হাউস অবশ্য বৃহস্পতিবার এই কেলেঙ্কারির প্রতিক্রিয়ায় জানিয়ে বলেছে, এতে কোনো গোপনীয় তথ্য ফাঁস হয়নি। এরপর দ্য আটলান্টিক ১৫ মার্চের হামলার বিস্তারিত প্রকাশ করে। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের উপকূলে বিমানবাহী রণতরী গ্রুপ ট্রুম্যানের ওপর একাধিক হামলা ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায় স্বীকার করে হুতি।
গাজা যুদ্ধ শুরুর পর হুতি গোষ্ঠী লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে তারা এসব চালায় বলে দাবি করে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে তারা এসব হামলা বন্ধ করে। পরে চলতি মাসের শুরুতে গোষ্ঠীটি ঘোষণা দেয়, ইসরায়েলের মানবিক সহায়তা অবরোধের প্রতিবাদে তারা আবারও হামলা শুরু করবে। এর ফলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইয়েমেনে সামরিক অভিযান চালায়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের পর প্রথমবার ঘটে।