<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শ্বাসনালিতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে তাঁকে দেশটির জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গতকাল বুধবার তাঁর সহযোগী সুফি ইউসুফ এ কথা জানিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৯৯ বছর বয়সী দুইবারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সর্বশেষ জুলাই মাসে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনবরত কাশির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কারণে হাসপাতালে ভর্তি হন। গতকাল সুফি ইউসুফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী কয়েক দিন ধরে হাসপাতালে মাহাথির মোহাম্মদের চিকিৎসা চলতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির হৃদযন্ত্রের বিভিন্ন জটিলতায় ভুগছেন। তাঁর বাইপাস সার্জারি হয়েছে। চলতি বছরের শুরুতে তিনি প্রায় তিন মাস হাসপাতালে ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাথির মোহাম্মদের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই। তিনি ১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। সেই থেকে টানা ২২ বছর মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালে তিনি স্বেচ্ছায় দায়িত্ব হস্তান্তর করেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। তবে দলীয় কোন্দলের কারণে মাত্র দুই বছরের কম সময়ে তাঁর সরকার ভেঙে পড়ে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>