<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের উত্তরাঞ্চলে বরযাত্রীবাহী একটি বাস ইন্দুস নদীতে পড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং আরো ১৩ জন নিখোঁজ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে তারাও মারা গেছে বলে ধারণা সরকারি কর্মকর্তাদের। গত মঙ্গলবার গিলগিট বালতিস্তান অঞ্চলে এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বর-কনেও রয়েছেন। তেলচি সেতুর ওপর বেপরোয়া গতিতে চলমান বাসটি নদীতে পড়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে দুই ডজনের মতো যাত্রী বরের বাড়ি ফিরছিল। দুর্ঘটনাস্থল থেকে কনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় নিখোঁজদের উদ্ধারে তৎপরতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>