<p>সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার জন্য কাতারের একটি প্রতিনিধিদল আজ রবিবার সিরিয়া সফরে যাওয়ার কথা। কাতারের একজন কূটনীতিক গত শুক্রবার এএফপিকে এই তথ্য জানিয়েছেন।</p> <p>সফরটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে কাতারের ওই কূটনীতিক বলেছেন, কাতারের প্রথম প্রতিনিধিদল রবিবার সিরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে প্রতিনিধিদল সিরিয়ায় ফের কাতারের দূতাবাস চালু এবং সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন।</p> <p>আসাদ সরকারের আমলে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দোহা ২০১১ সালে সিরিয়ায় তাদের কূটনৈতিক মিশন বন্ধ করে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাজেদ আল-আনসারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএকে বলেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা শেষ হলেই দূতাবাস আবার চালু হবে। দূতাবাস চালু করার পদক্ষেপটি ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের প্রতি অবিচল সমর্থন দেখানোর উদ্দেশ্য।</p> <p>সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল-বশির বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। ইতালির এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ার সব মানুষ ও সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা হবে। সিরিয়া এখন মুক্ত। সিরিয়া নিজের গৌরব এবং সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। তাই বিদেশে থাকা সব সিরীয় নাগরিকের প্রতি আমার আবেদন, আপনারা দেশে ফিরে আসুন।</p> <p>সিরিয়ায় দূতাবাস খুলছে তুরস্ক : সিরিয়ায় দূতাবাস ফের চালুর বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে তুরস্ক। গত শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে দূতাবাস চালুর বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দূতাবাসের কর্মীদের একটি দল দামেস্কে যাচ্ছে। তারা পথে রয়েছে। গতকাল শনিবার থেকে দূতাবাসের কার্যক্রম শুরু করার কথাও বলেন তিনি।</p> <p>ফিদান বলেন, তুরস্ক রাশিয়া ও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে রক্তহীন পরিবেশ তৈরির পথ প্রশস্ত করছে। সিরিয়ার এখন একটি সার্বভৌম জাতীয় সরকার রয়েছে। নতুন প্রশাসনকে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করতে হবে। অন্তর্ভুক্তির নীতি থেকে কখনো সরে আসা যাবে না। প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা থাকা উচিত নয়। এখন সময় একত্রিত হওয়ার এবং দেশ পুনর্গঠনের। সূত্র : এএফপি</p> <p> </p> <p> </p>