<p>ভারতকে দেওয়া বিশেষ সুবিধা ‘মোস্ট ফ্যাভারড ন্যাশন (এমএফএন)’ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। আগামী জানুয়ারি মাস থেকেই তা কার্যকর হতে যাচ্ছে। দ্বৈত কর পরিহার চুক্তির (ডিটিএএ) আওতায় ভারতকে এই সুবিধা দিয়েছিল দেশটি। এই সুবিধা বাতিলের ফলে ভারতে সুইজারল্যান্ডের বিনিয়োগে প্রভাব পড়তে পারে। এ ছাড়া ইউরোপের দেশটিতে ব্যবসা পরিচালনা করা ভারতীয় কম্পানিগুলোর ওপর উচ্চ কর আরোপ করা হতে পারে।</p> <p>সুইজারল্যান্ডের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সুইজারল্যান্ডভিত্তিক কম্পানি নেসলের এক মামলায় ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ভারতকে দেওয়া সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, কোনো দেশ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (ওইসিডি) যোগ দিলে দুই দেশের মধ্যে এমএফএন ধারা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না, বিশেষ করে যদি ওই জোটে যোগদানের আগে সেই দেশের সঙ্গে ভারত সরকারের কর চুক্তি থাকে।</p> <p>কলম্বিয়া ও লিথুনিয়ার সঙ্গে কর চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর আওতায় নির্দিষ্ট আয়ের ওপর করহার প্রযোজ্য, যা ওইসিডিভুক্ত দেশগুলোর প্রদত্ত করহারের চেয়ে কম। পরে দেশ দুটি ওইসিডিতে যোগ দেয়।</p> <p>২০২১ সালে সুইজারল্যান্ড বলেছে, কলম্বিয়া ও লিথুনিয়ার ওইসিডিতে যুক্ত হওয়ার অর্থ হলো এমএফএন ধারা অনুযায়ী, ভারত-সুইজারল্যান্ড কর চুক্তিতে উল্লিখিত ১০ শতাংশ করের পরিবর্তে লভ্যাংশের জন্য ৫ শতাংশ হারে কর প্রযোজ্য হবে।</p> <p>এমএফএন ধারা অনুযায়ী, ভারত ও ওইসিডিভুক্ত কোনো তৃতীয় দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবার ফিয়ের ওপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।</p> <p>তবে এমএফএন মর্যাদা বাতিলের পর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে ব্যবসা করা ভারতীয় কম্পানিগুলোকে লভ্যাংশের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে।</p> <p>বিবৃতিতে সুইজারল্যান্ডের অর্থ বিভাগ বলেছে, আয়করের ক্ষেত্রে দ্বৈত কর এড়াতে সুইজারল্যান্ড ও ভারতের মধ্যকার এমএফএন ধারা বাতিল করা হলো।</p> <p>এ বিষয়ে নাঙ্গিয়া অ্যান্ডারসেনের এমঅ্যান্ডএ ট্যাক্স পার্টনার সন্দীপ ঝুনঝুনওয়ালা বলেন, এমএফএন মর্যাদা বাতিল করায় সুইজারল্যান্ডে ব্যবসা পরিচালনা করা কম্পানিগুলোর ওপর কর বাড়বে। সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি</p> <p> </p> <p> </p>