<p>যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড  <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ট্রাম্প</span> আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। শপথ অনুষ্ঠানের আগেই মধ্যপ্রাচ্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি। সূত্রের বরাতে গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলছে, মধ্যপ্রাচ্যে নিজের আসন্ন প্রশাসনের কর্মকর্তাদের পাঠানো শুরু করেছেন ট্রাম্প। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সেখানে</span> সৌদি যুবরাজ, কাতারের প্রধানমন্ত্রীর <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সঙ্গে</span> সাক্ষাৎ করেছেন তারা। এ ছাড়া ওয়াশিংটন সফরে আসা মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গেও দেখা করেছেন ট্রাম্পের কর্মকর্তারা।</p> <p>সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ গত বুধবার সৌদি আরবে  যান। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সূত্রগুলো জানায়, সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে সৌদি -মার্কিন সম্পর্ক, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সম্পর্ক <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বাভাবিকীকরণ</span> এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বিষয়ে</span> আলোচনা করেছেন স্টিভ। নভেম্বরের মার্কিন নির্বাচনের পর সৌদি যুবরাজ মুহাম্মদের সঙ্গে ট্রাম্পের আসন্ন প্রশাসনের কোনো কর্মকর্তার এটিই প্রথম বৈঠক। মধ্যপ্রাচ্য দূত হিসেবে ট্রাম্প <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">তার</span> অন্যতম ঘনিষ্ঠ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মিত্র</span> স্টিভকে নিজের প্রশাসনে নিয়োগ দিয়েছেন। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেগা চুক্তিতে সিলমোহর মারতে চান ট্রাম্প। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বিদায়ি</span> মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই চুক্তির প্রক্রিয়া শুরু <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হয়।</span> ট্রাম্পের চিন্তা-ভাবনার বিষয়ে ধারণা রয়েছে এমন সূত্রগুলো  বলেছে, ট্রাম্প <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এই</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">চুক্তিতে</span> ইসরায়েল ও সৌদি আরবের একটি ঐতিহাসিক শান্তি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সমঝোতা</span> এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাত অবসানে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">অন্ততপক্ষে</span> কিছু অগ্রগতি অন্তর্ভুক্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">করতে</span> চান।</p> <p>মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনকে সম্প্রতি ট্রাম্প <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বলেছেন</span>, ‘আমি দীর্ঘস্থায়ী শান্তি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">চাই।</span> আমি বলছি না যে এটি কোনো সম্ভাব্য দৃশ্যপট। আমি এমন শান্তি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">চাই</span> যেখানে আমাদের আরো তিন বছরে ৭ অক্টোবরের ঘটনা দেখতে হবে না। আমি সবাইকে খুশি দেখতে চাই। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। ওই দিন থেকেই হামাসের ওপর প্রতিশোধ নিতে গাজায় ধ্বংসাত্মক, রক্তক্ষয়ী হামলা চালিয়ে আসছে ইসরায়েল।</p> <p>এ ছাড়া আরেক সূত্র বলেছে, সম্প্রতি দোহায় কাতারের প্রধানমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মোহাম্মদ</span> বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা মাসাদ বুলস। বুলস ট্রাম্পের মেয়ে টিফানির শ্বশুর। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এ</span> ছাড়া গত বুধবার ওয়াশিংটন ডিসিতে জর্দানের বাদশা আবদুল্লাহর সঙ্গে দেখা করেছেন বুলস। ট্রাম্পের আসন্ন প্রশাসনের জিম্মিবিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোয়েহলার শিগগিরই ইসরায়েল যাবেন বলে মনে করা হচ্ছে। গাজা ও বিশ্বের অন্যান্য স্থানে মার্কিন বন্দিদের মুক্তির বিষয়ে কাজ করবেন অ্যাডাম। সূত্র :  অ্যাক্সিওস</p> <p> </p>