<p>ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে গতকাল শনিবার স্কুল, চিকিৎসাকেন্দ্র এবং বিভিন্ন বাড়িঘর লক্ষ্য <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">করে</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বোমাবর্ষণ</span> করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে নুসেইরাত শরণার্থীশিবিরে হত্যাযজ্ঞের ঘটনায়  ইসরায়েলের কড়া নিন্দা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।</p> <p>গতকাল স্থানীয় সময় ভোরে গাজার জাবালিয়ায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে একই পরিবারের চারজন প্রাণ হারায়। গাজা সিটির উত্তর-পশ্চিমে একদল সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্ততপক্ষে ৫৫ জন নিহত হয়েছে।</p> <p>মন্ত্রণালয় জানায়, ১৪ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অন্ততপক্ষে ৪৪ হাজার ৯৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখ ছয় হাজার ৬২৪ জন।  সূত্র<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif"> : </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">আলজাজিরা</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">, </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এএফপি</span></p> <p> </p> <p> </p> <p> </p>