<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুয়ানতানামো বে কারাগারে বিনা বিচারে বন্দি ছিলেন ১১ জন ইয়েমেনি। গত সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রায় দুই দশক বন্দি থাকা ১১ ইয়েমেনিকে ছেড়ে দেওয়া হবে। পেন্টাগন জানিয়েছে, ওই বন্দিদের এরই মধ্যে ওমান পাঠিয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এর আগে জানিয়েছিল, বিনা বিচারে কারাগারে থাকা সব বন্দিকে গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। ক্ষমতা ছাড়ার এক সপ্তাহ আগে সেই কাজ সম্পূর্ণ করল বাইডেন প্রশাসন। মুক্তিপ্রাপ্তদের অন্যতম শাকাউই আল হাজ ২১ বছর ধরে গুয়ানতানামো বে কারাগারে বিনা বিচারে বন্দি ছিলেন। এ সময় একাধিকবার অনশন করেছেন তিনি। তাঁর অভিযোগ, দুই বছর ধরে লাগাতার তাঁর ওপর অত্যাচার চালানো হয়েছে জেলে। সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছিল, এক বন্দিকে গুয়ানতানামো বে জেল থেকে মুক্তি দিয়ে তিউনিশিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার ১১ জন ইয়েমেনিকে ছেড়ে দেওয়ার কথা জানানো হলো। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>