ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

‘জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম’

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
‘জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম’

ইউরোপের পরিবেশ মনিটর কোপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা গতকাল বলেছে, গত মাস ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ জানুয়ারি। বিজ্ঞানীরা আশা করেছিলেন যে শীতল লা নিনা অবস্থার কারণে ২০২৫ সালের জানুয়ারি গত বছরের জানুয়ারির তুলনায় কিছুটা শীতল হবে। কিন্তু এবারের প্রায় ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা নিয়ে এবারের জানুয়ারি গত বছরের জানুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে। কোপারনিকাস জলবায়ু পরিবর্তন সংস্থা বলেছে, এবারের জানুয়ারি মাস শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের জানুয়ারি মাসগুলোর তুলনায় ১.৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল।

সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

বিক্ষোভ

শেয়ার
বিক্ষোভ
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গতকাল বিক্ষোভে অংশ নেয় দেশটির মানুষ। ছবি : এএফপি
মন্তব্য

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, গত মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী হামলা চালালে তারা পাল্টা জবাব দেয়। একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার এলওসি সংলগ্ন কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

ভারতীয় সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের হামলার পর সংযত ও পরিকল্পিতভাবে পাল্টা জবাব দেয় আমাদের সেনারা। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ভারত। তবে ভারতীয় সেনাবাহিনী উভয় দেশের সামরিক পরিচালকদের মধ্যে থাকা সমঝোতা ও চুক্তিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহবান জানিয়েছে, যাতে নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় থাকে।
তবে আরেকটি সূত্র বলছে, অনুপ্রবেশকারী চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে; যদিও এই বিষয়ের সত্যতা নিশ্চিত করা যায়নি, এমনকি কোনো আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে

মন্তব্য

ফ্রান্সে ডানপন্থীদের বিক্ষোভের ডাক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ফ্রান্সে ডানপন্থীদের বিক্ষোভের ডাক

ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালির (আরএন) নেতা জর্ডান বারদেলা প্যারিসে বিক্ষোভের ডাক দিয়েছেন। আদালতের আদেশে দলটির প্রধান মারিন লো পেনকে নিষিদ্ধ করার প্রতিবাদে আগামী রবিবার থেকে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে লো পেনকে পাঁচ বছরের জন্য যেকোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছেন ফ্রান্সের একটি আদালত। এ ছাড়া তাঁকে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

তবে আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই শাস্তি কার্যকর হবে না। গত সোমবার আদালতের এই রায় লো পেনের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে। রায়ে বলা হয়, ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৯ লাখ ইউরো আত্মসাতের ঘটনায় মুখ্য ভূমিকা পালন করেন তিনি। ন্যাশনাল র‌্যালির প্রধান বারদেলা বলেন, ফরাসি জনগণের উচিত এই রায়ে ক্ষুব্ধ হওয়া।
মঙ্গলবার প্যারিস কোর্ট অব আপিল জানায়, ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, যা ২০২৭ সালের নির্বাচনের কয়েক মাস আগে হবে। বারদেলা বলেন, এই সপ্তাহ শেষে আমরা রাস্তায় নামব। তিনি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সংযত আন্দোলনের আহবান জানান। সূত্র : বিবিসি

মন্তব্য
সংক্ষিপ্ত

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন
শি চিনপিং

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ড্রাগন-হাতির ট্যাঙ্গো নৃত্যের রূপ নেওয়া উচিত। চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে গত মঙ্গলবার দুই দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দন বার্তা বিনিময় করা হয়। ২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সেনাদের সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।

অভিনন্দন বার্তায় শি চিনপিং বলেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরো গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত বেইজিং। সূত্র : রয়টার্স

মন্তব্য

সর্বশেষ সংবাদ