ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি নিজের দেশকে বিক্রি করে দিতে পারেন না। সৌদি আরবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ চুক্তির প্রথম খসড়া প্রত্যাখ্যানের বিষয়ে বলেন, আমি যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম। কারণ প্রথম খসড়ায় বলা হয়েছিল, ইউক্রেনের ভূগর্ভস্থ খনিজ সম্পদের অন্তত ৫০ শতাংশ মালিকানা যুক্তরাষ্ট্রকে দিতে হবে।
তবে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে জেলেনস্কির চাওয়া নিয়ে কোনো কিছুই সেই প্রস্তাবে ছিল না বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ‘আমি ইউক্রেনকে রক্ষা করছি। আমি ইউক্রেনকে বিক্রি করতে পারি না। আমি আমাদের দেশ বিক্রি করতে পারি না।’ এ সময় চলতি বছরই তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান বলেও জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ইন্ধনে ‘একটি বিভ্রান্তিকর স্থানে বাস করছেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের ব্যয় ৩২০ বিলিয়ন মার্কিন ডলার। যুদ্ধে ব্যয় হওয়া অর্থের অন্তত ১২০ বিলিয়ন ডলার এসেছে ইউক্রেনীয় করদাতাদের কাছ থেকে।
এ ছাড়া বাকি ২০০ বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে।
জেলেনস্কি আরো বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি ৬৭ বিলিয়ন ডলারের অর্থও সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখার বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলার মূল্যের বিরল খনিজ সম্পদ চায়। এদিকে রাশিয়ার ওপর নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্র : এএফপি, বিবিসি