মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভুল করে একটি মেসেজিং গ্রুপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ করে দিয়েছেন। ওই গ্রুপটিতে একজন সাংবাদিকও অন্তর্ভুক্ত ছিলেন।
মার্কিন একটি সাময়িকীতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস ঘটনা স্বীকার করেছে। গত সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, ইয়েমেনের হুতিদের ওপর মার্কিন আক্রমণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ঘটনাটি ঘটেছে।
আটলান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ গত সোমবার এক প্রতিবেদনে বলেন, ১৩ মার্চ অপ্রত্যাশিতভাবে মেসেজিং অ্যাপ সিগনালে তিনি ইনক্রিপ্ট করা ‘হুতি পিসি স্মল গ্রুপ’ নামের একটি চ্যাট গ্রুপে আমন্ত্রণ পান। ওই গ্রুপে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তাঁর ডেপুটি অ্যালেক্স ওয়াংকে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণ সমন্বয় করতে ‘টাইগার টিম’ তৈরির কাজ দেন।
গত ১৫ মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করেছেন ট্রাম্প। আক্রমণ এখনো চলমান।
হুতিদের প্রধান সমর্থক ইরানকে অবিলম্বে গোষ্ঠীটিকে সমর্থন দেওয়া বন্ধ করতেও বলেছেন ট্রাম্প। আক্রমণ শুরুর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার পরিকল্পনার কথা ওই মেসেজিং অ্যাপে পোস্ট করেন। গোল্ডবার্গ লিখেছেন, ওই পরিকল্পনায় লক্ষ্যস্থল, আক্রমণের ক্রম ও যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র মোতায়েন করবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য ছিল।
ওই চ্যাট গ্রুপে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তারা যুক্ত ছিলেন।
সূত্র : বিবিসি