ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৫ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৫ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

মার্কিন-রুশ কর্মকর্তাদের বৈঠক

  • কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মার্কিন-রুশ কর্মকর্তাদের বৈঠক

ইউক্রেনে সম্ভাব্য শান্তিচুক্তির লক্ষ্যে গতকাল সোমবার সৌদি আরবে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা। জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সমঝোতার পর এবার সাগরপথে যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে বৈঠক করছেন তাঁরা। মূলত কৃষ্ণ সাগরে চলাচলকারী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করাই এই বৈঠকের লক্ষ্য।

এর আগে গত রবিবার রাতে একই প্রসঙ্গে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের পৃথক বৈঠক হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ ওই আলোচনাকে ইতিবাচক ও ফলপ্রসূ আখ্যা দিয়েছেন।

রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বৈঠকটি হচ্ছে। ইউক্রেনের প্রতিনিধিরাও একই ভবনে অবস্থান করছেন। তবে তাঁদের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই।

গতকালের বৈঠকে রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির আইনসভার উচ্চকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান গ্রিগরি কারাসিন। তাঁর সঙ্গে ছিলেন রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি প্রধানের উপদেষ্টা সের্গেই বেসেদা।

কারাসিনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, আলোচনা সৃজনশীল উপায়ে এগিয়ে চলছে এবং যুক্তরাষ্ট্র ও রুশ প্রতিনিধিদল পরস্পরের দৃষ্টিভঙ্গি বোঝে।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন পরিচালক অ্যান্ড্রু পিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল অ্যান্টন।

এবারের আলোচনার উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে সাগরপথ বিশেষ করে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে রাজি করানো। পশ্চিমা গণমাধ্যমগুলো একে ‘সিজফায়ার লাইট’ অভিহিত করছে।

ওয়াশিংটন ও কিয়েভ চাইছে যে কৃষ্ণ সাগরে উভয়পক্ষ সব ধরনের হামলা থেকে বিরত থাকবে। অন্যদিকে রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে ২০২২ সালে হওয়া শস্যচুক্তি পুনরুজ্জীবিত করা, যার আওতায় ইউক্রেনের শস্যবাহী নৌযান হামলার বাইরে থাকবে। বিনিময়ে রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে কৃষিপণ্য ও সার রপ্তানি করবে, যা পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে মস্কোকে কিছুটা স্বস্তি দেবে।

নিষেধাজ্ঞা বহাল রাখার অভিযোগ তুলে ২০২৩ সালে চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া।

সৌদি আরবে আলোচনার মধ্যেও রাশিয়া ও ইউক্রেনের পাল্টা হামলা থেমে নেই। কিয়েভের দাবি, গত রবিবার রাতভর ইউক্রেনের সেনাবাহিনী ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৯৯টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে ৫৭টি ভূপাতিত করা হয়েছে। আর মস্কো বলছে, তারা ইউক্রেনের ২৮টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দেওয়া হিমারস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার বেলগোরদ এলাকায় চারটি রুশ সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

খার্তুম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি সুদানের সেনাদের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
খার্তুম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি সুদানের সেনাদের

সুদানের রাজধানী খার্তুম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রাজধানী থেকে প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) যোদ্ধাদের হটিয়ে দিয়েছে বলে সেনাবাহিনী দাবি করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে সামরিক মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেছেন, খার্তুমে অবশিষ্ট দাগলো সন্ত্রাসী মিলিশিয়াদের শেষ অবস্থানগুলো খালি করেছে তারা। ২০২৩ সালের  এপ্রিল থেকে হামাদান দাগলোর নেতৃত্বাধীন আরএসএফের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী লড়াই চলছে।

এর মধ্যে গত দেড় বছর আরএসএফের কাছে একের পর এক এলাকায় পরাস্ত হয়েছে সেনাবাহিনী। এখন পাল্টা আক্রমণ শুরু করে সেনাবাহিনী ধীরে ধীরে মধ্য সুদান থেকে রাজধানীতে গেছে। সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে দীর্ঘ সংঘাত সুদানকে একটি গভীর মানবিক সংকটের ভেতরে ফেলেছে। দেশটির হাজারো মানুষ সংঘাতে প্রাণ হারিয়েছে।
এক কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।  এদিকে সুদানে সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের আরো কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আছে বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত বৃহস্পতিবার তিনি বলেছেন, সুদানের বিষয়ে তিনি জড়িত রয়েছেন। সুদান বিষয়ে তিনি কেনিয়া ও ইথিওপিয়া সরকারসহ আরো আন্তর্জাতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
সূত্র : আলজাজিরা, এএফপি

মন্তব্য
সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ায় নির্বাচন ৩ মে লেবার-লিবারেল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
অস্ট্রেলিয়ায় নির্বাচন ৩ মে লেবার-লিবারেল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

অস্ট্রেলিয়ায় আগামী ৩ মে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ভোটে ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে লিবারেল-ন্যাশনাল জোটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানা গেছে একাধিক জনমত জরিপে।

সামান্য সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার চালানো লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গতকাল শুক্রবার ক্যানবেরার পার্লামেন্ট হাউস থেকে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটের এ তারিখ ঘোষণা করেন। দেশটিতে প্রতি তিন বছর পর পর নিম্নকক্ষের ভোট হয়।

বিভিন্ন জনমত জরিপে দেশটির দুই প্রধান দলের মধ্যে একেবারে সামান্য ব্যবধান দেখা গেছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে যেকোনো দলের ১৫০টি আসনের মধ্যে অন্তত ৭৬টি জিততে হবে। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে গড়তে হবে জোট সরকার। এবার অবশ্য জোট সরকারের সম্ভাবনা বেশি।
সে ক্ষেত্রে বড় দলগুলোকে ছোট ছোট দল ও স্বতন্ত্র এমপিদের সঙ্গে কাজ করতে হবে। গতবার ছোট দলগুলো এবং স্বতন্ত্র এমপিরা মিলে যে ভোট পেয়েছিলেন, তা অনেককেই চমকে দিয়েছে। সূত্র : বিবিসি

 

মন্তব্য

ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত জায়গায় লোকজন জড়ো হয়

শেয়ার
ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত জায়গায় লোকজন জড়ো হয়

দক্ষিণ বৈরুতে গতকাল ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত জায়গায় লোকজন জড়ো হয়।    ছবি : এএফপি

 

মন্তব্য

ইউক্রেনের সঙ্গে আরো মূল্যবান খনিজ চুক্তি চায় যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইউক্রেনের সঙ্গে আরো মূল্যবান খনিজ চুক্তি চায় যুক্তরাষ্ট্র

মার্কিন প্রশাসন ইউক্রেনের সঙ্গে নতুন আরো মূল্যবান খনিজ চুক্তি প্রত্যাশা করছে। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত তিনজন ব্যক্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের মূল প্রস্তাবটি সংশোধন করেছে এবং এতে ইউক্রেনকে ভবিষ্যতে কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে না। তবে ইউক্রেনীয় ভূখণ্ডজুড়ে রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগে পরিচালিত প্রাকৃতিক সম্পদের ব্যবহার থেকে প্রাপ্ত সব আয় যৌথ বিনিয়োগ তহবিলে রাখতে বাধ্য করবে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির মধ্যে বিতর্কিত ওভাল অফিসের বৈঠকের আগের দিনগুলোতে খনিজ সম্পদ সম্পর্কিত চুক্তি ব্যাপক আলোচনায় এসেছিল। সূত্র : অ্যারাব নিউজ

মন্তব্য

সর্বশেষ সংবাদ