<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই মাস অতিবাহিত হয়েছে। এখনো দেশের শিল্প খাতে এক ধরনের অস্থিরতা, অস্বস্তি ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। অনেক শিল্প মালিক নিজেই তাঁর শিল্প-কারখানা নিয়ে উদ্বেগ, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পুঁজির সংকটও বড় হয়ে দেখা দিয়েছে। ১৫-১৬ শতাংশ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা প্রায় অসম্ভব বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। ডলার সংকট, এলসি খোলা নিয়ে জটিলতায় শিল্পের কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অস্থিরতা কাটছে না। সব মিলিয়ে দেশের শিল্পের ভবিষ্যৎ নিয়েই এক ধরনের শঙ্কা বিরাজ করছে। গত শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সেমিনারে এভাবেই আশঙ্কা ব্যক্ত করেন দেশের প্রথিতযশা ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিকট অতীতে বাংলাদেশের শিল্প খাতকে অনেক কঠিন সময় পার করে আসতে হয়েছে। কভিডের কারণে দীর্ঘ লকডাউন গেছে। আন্তর্জাতিক পরিবহন ও যোগাযোগ ব্যাহত হয়েছে। রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অবরোধ-নিষেধাজ্ঞার কারণে আরেক দফা প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। গত জুলাই-আগস্টে ব্যাপক গণ-আন্দোলন, ব্লকেড, সংঘর্ষ, কারফিউ ইত্যাদির কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার পরিবর্তনের পর ব্যবসায়ী ও উদ্যোক্তারা সুদিনের প্রতীক্ষায় ছিলেন। কিন্তু গত দুই মাসেও তাঁরা আশান্বিত হওয়ার মতো খুব একটা কিছু দেখতে পাচ্ছেন না। সেমিনারে এ নিয়ে অনেক উদ্যোক্তাই হতাশা প্রকাশ করেছেন। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে শিল্প-কারখানায় অসন্তোষ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংকঋণের সুদের উচ্চহার এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনার অস্থিতিশীলতার কারণে বেসরকারি খাত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা কষ্টে আছি। আজকে আমার কারখানায় যেতে ভয় লাগে।...এভাবে ব্যবসায়ীরা যদি নিজেদের কারখানায় যেতে শঙ্কিত হন, তাহলে তাঁরা আগামী দিনে ব্যাবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীরা ভীষণভাবে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন, যা উত্তরণে শিল্পাঞ্চলে বিশেষ করে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর কার্যক্রম আরো জোরদার করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রায় একই ধরনের হতাশা প্রকাশ করেন আরো অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্প খাত, বিশেষ করে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে। সরকারকে এ খাতের প্রতিনিধিদের সঙ্গে বসতে হবে। তাঁদের সমস্যাগুলো শুনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।</span></span></span></span></p>