<p>তৃতীয় অধ্যায়<br /> অর্থের সময়মূল্য</p> <p><br /> জ্ঞানমূলক প্রশ্ন<br /> [পূর্ব প্রকাশের পর]<br /> ১৭। IDRA-এর পূর্ণরূপ কী?<br /> উত্তর : IDRA-এর পূর্ণরূপ হলো—Insurance Development and Regulatory Authority।<br /> ১৮। মুদ্রাস্ফীতি কী?<br /> উত্তর : কোনো দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে।<br /> ১৯। Rule ‘69’ বা বিধি-৬৯ কী?<br /> উত্তর : বিধি-৬৯ বলতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত % সুদে দ্বিগুণ হবে, তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।<br /> ২০। Rule ‘72’ বা বিধি-৭২ কী?<br /> উত্তর : Rule ‘72’ বা বিধি-৭২ বলতে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যেকোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত % সুদে দ্বিগুণ হবে, তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।<br /> ২১। নামিক সুদের হার কী?<br /> উত্তর : ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হারকে নামিক সুদের হার বলে।<br /> ২২। সুযোগ ব্যয় কী?<br /> উত্তর : যখন কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় তখন তাকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে।</p> <p>অনুধাবনমূলক প্রশ্ন<br /> ১। অর্থের সময়মূল্য কেন পছন্দনীয়? ব্যাখ্যা করো।<br /> উত্তর : বর্তমানে প্রাপ্ত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতে প্রাপ্য সমপরিমাণ অর্থের চেয়েও অধিক পছন্দনীয়। এ রূপ ধারণাকে বলা হয় সময় পছন্দ তত্ত্ব।<br /> আর এ সময় পছন্দ তত্ত্বের মূলেই রয়েছে অর্থের সময়মূল্যের ধারণা। কোনো ব্যক্তিকে বর্তমানে (আজ) ২০,০০০ টাকা গ্রহণ কিংবা এক বছর পরে ২০,০০০ টাকা গ্রহণ এ দুটি বিকল্প দেওয়া হলে সে নিশ্চিতভাবে আজকের ২০,০০০ টাকা গ্রহণকেই পছন্দ করে। এ পছন্দের পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভোগের অগ্রাধিকার ও ভবিষ্যৎ অনিশ্চয়তা।<br /> ২। কার্যকরী সুদের হার কী? বুঝিয়ে লেখো।<br /> উত্তর : ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে ঋণদাতাকে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদের হার বলে।<br /> বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কার্যকরী সুদের হার নির্ণয় করতে হয়। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে কার্যকরী সুদের হার বৃদ্ধি পায় এবং চক্রবৃদ্ধির সংখ্যা হ্রাস পেলে কার্যকরী সুদের হার হ্রাস পায়। কার্যকরী সুদের হার নির্ণয়ের সূত্রটি হলো :<br /> EAR = (1 + i/m)m - 1, এখানে i = নামিক সুদের হার এবং m = বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা নির্দেশ করে।</p>