<p><strong>অষ্টম অধ্যায়</strong></p> <p><span style="font-size:28px;"><strong>মহাবিশ্ব</strong></span></p> <p>সংক্ষিপ্ত প্রশ্ন</p> <p>১। মহাবিশ্ব কী নিয়ে গঠিত?</p> <p>  উত্তর : বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব</p> <p>  গঠিত।</p> <p>২। কোন যন্ত্রের সাহায্যে রাতের আকাশের তারা বা নক্ষত্রসমূহকে স্পষ্ট দেখা যায়?</p> <p>  উত্তর : দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে রাতের আকাশের তারা বা নক্ষত্রসমূহকে স্পষ্ট দেখা যায়।</p> <p>৩। অনেক দূরের বস্তুকে বড় করে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?</p> <p>  উত্তর : অনেক দূরের বস্তুকে বড় করে দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্র</p> <p>  ব্যবহার করা হয়।</p> <p>৪। বিজ্ঞানীরা কেন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন?</p> <p>  উত্তর : মহাকাশের গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।</p> <p>৫। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিমি?</p> <p>  উত্তর : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব</p> <p>  ৩,৮৪,৪০০ কিমি।</p> <p>৬। আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিমি?</p> <p>  উত্তর : আলোর গতি প্রতি সেকেন্ডে</p> <p>  ৩,০০,০০০ কিমি।</p> <p>৭। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে</p> <p>  কত সময় লাগে?</p> <p>  উত্তর : চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে।</p> <p>৮। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত</p> <p>  কিলোমিটার?</p> <p>  উত্তর : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫,০০,০০,০০০ কিলোমিটার।</p> <p>৯। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে</p> <p>  কত সময় লাগে?</p> <p>  উত্তর : সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৮ মিনিট সময় লাগে।</p> <p>১০। আলোর গতিতে চলতে পারলে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের কত সময় লাগত?</p> <p>  উত্তর : আলোর গতিতে চলতে পারলে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের ১,৩০,০০০ বছর সময় লাগত।</p> <p>১১। পৃথিবী কোন গ্যালাক্সিতে রয়েছে?</p> <p>  উত্তর : পৃথিবী মিল্কিওয়ে গ্যালাক্সিতে</p> <p>  রয়েছে।</p> <p>১২। জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?</p> <p>  উত্তর : মহাকাশ সম্পর্কিত গবেষণাকে</p> <p>  জ্যোতির্বিজ্ঞান বলে।</p> <p>১৩। ‘সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে’—এটি কোন বিজ্ঞানী</p> <p>  প্রমাণ করেছেন?</p> <p>  উত্তর : ‘সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে’—এটি বিজ্ঞানী গ্যালিলিও প্রমাণ করেছেন।</p> <p>১৪। ‘প্রতিটি গ্যালাক্সিতে গড়ে দশ সহস্র কোটি নক্ষত্র রয়েছে’—এ কথা কে বলেছেন?</p> <p>  উত্তর : স্যার এডিংটন বলেছেন, ‘প্রতিটি</p> <p>  গ্যালাক্সিতে গড়ে দশ সহস্র কোটি নক্ষত্র</p> <p>  রয়েছে।’</p> <p>১৫। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে</p> <p>  বিজ্ঞানীরা কী করছেন, তা দুটি বাক্যে</p> <p>  লেখো।</p> <p>  উত্তর : মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা যা করছেন তা হলো—</p> <p>  i. মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন</p> <p>  করেছেন;</p> <p>  ii. মহাকাশ দেখতে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার</p> <p>  করছেন।</p> <p>১৬। পৃথিবী কী?</p> <p>  উত্তর : পৃথিবী সৌরজগতের একটি গ্রহ।</p> <p>১৭। কক্ষপথ কী?</p> <p>  উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য</p> <p>  গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে</p> <p>  কক্ষপথ বলে।</p> <p>১৮। বার্ষিক গতি কাকে বলে?</p> <p>  উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।</p> <p>১৯। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?</p> <p>  উত্তর : সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে।</p> <p> </p> <p>২০। আহ্নিক গতি কাকে বলে?</p> <p>উত্তর : সূর্যের চারদিকে ঘূর্ণনের সঙ্গে সঙ্গে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে।</p> <p>২১। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?</p> <p>উত্তর : নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৩ ঘন্টা ৫৬ মিনিট সময় লাগে।</p> <p>২২। অক্ষ কী?</p> <p>উত্তর : অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।</p> <p>২৩। সূর্য পূর্বদিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় কেন?</p> <p>উত্তর : পশ্চিম থেকে পূর্বদিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণেই সূর্য পূর্বদিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।</p> <p>২৪। পৃথিবীতে দিন রাত কেন হয়?</p> <p>উত্তর : পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন রাত হয়।</p> <p>২৫। ঋতু পরিবর্তন কেন হয়?</p> <p>উত্তর : পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়।</p> <p>২৬। গ্রীষ্মকাল কখন হয়?</p> <p>উত্তর : যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে কখন সে অংশে গ্রীষ্মকাল হয়।</p> <p>২৭। উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয় কখন?</p> <p>উত্তর : শীতকালে উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়।</p> <p>২৮। চাঁদ কী?</p> <p>উত্তর : চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ।</p> <p>২৯। চাঁদের দশা কী?</p> <p>উত্তর : চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে।</p> <p>৩০। উপগ্রহ কী?</p> <p>উত্তর : উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়।</p> <p>৩১। গ্রহ এবং নক্ষত্রের মধ্যে মূল পার্থক্য কী?</p> <p>উত্তর : গ্রহ এবং নক্ষত্রের মধ্যে মূল পার্থক্য হলো—গ্রহের নিজস্ব আলো নেই কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে।</p> <p>৩২। পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে?</p> <p>উত্তর : পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের প্রায় ২৮ দিন সময় লাগে।</p> <p>৩৩। চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় কেন?</p> <p>উত্তর : পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের দশার সৃষ্টি হয়।</p> <p>৩৪। পূর্ণিমার চাঁদ কাকে বলে?</p> <p>উত্তর : যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি।</p> <p>৩৫। অমাবস্যার চাঁদ কাকে বলে?</p> <p>উত্তর : যখন আমরা চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না তখন আমরা একে অমাবস্যার চাঁদ বলি।</p> <p> </p> <p> </p>