ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

তুলা

  • সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে তুলার কথা এসেছে। নানা কাজে ব্যবহৃত তুলা ও এর গাছ—
শেয়ার
তুলা
গাছে তুলার আঁশ। ফল পাকলে এভাবেই বেরিয়ে আসে তা। ছবি : সংগৃহীত

উনিশ শতক পর্যন্ত তুলা দিয়ে মসলিনের মতো বিশ্বখ্যাত কাপড় উৎপাদিত হতো আমাদের দেশে। মসলিনের সেই জৌলুস আর না থাকলেও বিশ্বে তুলার চাহিদা কমেনি। তুলা বাঙালির জীবন, কৃষি ও শিল্পের এক অমূল্য সম্পদ। বিশ্বের অন্যতম পুরনো এই ফসল যুগে যুগে মানুষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পৃথিবীতে তুলার ইতিহাস সাত হাজার বছর আগের। আর্য যুগ থেকে ব্রিটিশ আমলের পূর্ব পর্যন্ত বাংলাদেশে কার্পাসের ব্যাপক চাষবাদ হতো। সেই কার্পাস দিয়ে চলত চরকায় সুতা তৈরির উৎসব। তাঁতিরা কাপড় বুনে নিজ দেশের চাহিদা মেটাতেন।

তবে এখন দেশীয় তুলার বাজার আমদানিনির্ভর হয়ে পড়েছে। পৃথিবীর প্রধান তুলা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, ব্রাজিল ও মিসর আছে সামনের সারিতে।

তুলাগাছ মূলত মালভেসি পরিবারের অন্তর্গত। সাধারণত ছয় থেকে ১৫ ফুট পর্যন্ত উঁচু হয় তুলাগাছ।

বছরে একবার ফল দেয় গাছটি, যা পাকলে ভেতর থেকে বেরিয়ে আসে তুলার সাদা আঁশ। এই আঁশই মূলত প্রক্রিয়াজাত হয়ে আমাদের ব্যবহার উপযোগী করা হয়, যা তুলা নামে পরিচিত।

প্রধানত উষ্ণ জলবায়ুতে এই গাছ ভালো জন্মায়। বাংলাদেশে খুলনা, যশোর, রাজশাহীসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাটিতে তুলা চাষ বেশি জনপ্রিয়। তুলাশিল্পকে বলা হয় ‘সাদা সোনা’।

বিশ্বজুড়ে এর চাহিদা বিপুল। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটি কৃষি ও শিল্প খাতের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করে। দেশে তৈরি পোশাক শিল্পে তুলার চাহিদা অনেক বেশি। তবে তুলা চাষে আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। দেশের তুলা চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। সরকার তুলা চাষে কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তুলা উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তি আর উচ্চফলনশীল জাতের বীজ কৃষকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

তুলাগাছ থেকে প্রাপ্ত সাদা আঁশ আমাদের পোশাক তৈরির প্রধান উপাদান। তবে এর ব্যবহার এখানেই সীমাবদ্ধ নয়। তুলা থেকে তৈরি হয় ব্যান্ডেজ, ফিল্টারের মতো পণ্যও। এ ছাড়া তুলার বীজ থেকে উৎপন্ন তেল খাবার ও প্রসাধনী শিল্পে ব্যবহৃত হয়। প্রাপ্ত এই ভোজ্য তেল উচ্চ প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর। গাছের শুকনা অংশ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া তুলাগাছের কাঠ দিয়াশলাই বাক্স ও কাঠি তৈরিতেও ব্যবহৃত হয়।

 

♦ আল সানি

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ব্যবসায় উদ্যোগ: দশম শ্রেণি

    মোসাম্মাৎ শরীফা আক্তার, সহকারী প্রধান শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
ব্যবসায় উদ্যোগ: দশম শ্রেণি

একাদশ অধ্যায়

ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা

জ্ঞানমূলক প্রশ্ন

১।            মূল্যবোধ কাকে বলে?

   উত্তর : সমাজের জন্য মূল্যবান ও অনুকরণীয় জ্ঞানবোধ ও আচরণকে মূল্যবোধ বলে।

২।            নৈতিকতা শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে?

   উত্তর : গ্রিক শব্দ ঊঃযড়ং থেকে নৈতিকতা শব্দটির উৎপত্তি হয়েছে।

৩।            ঊঃযড়ং শব্দের অর্থ কী?

   উত্তর : ঊঃযড়ং শব্দের অর্থ মানব আচরণের মানদণ্ড।

৪।            নৈতিকতা কাকে বলে?

   উত্তর : ভালো-মন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিকটি গ্রহণ করাকে নৈতিকতা বলে।

 

৫।            ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?

   উত্তর : ব্যবসায় এক ধরনের সামাজিক প্রতিষ্ঠান।

৬।            ব্যবসায় নৈতিকতা কী?

   উত্তর : ব্যবসায়ীর আচরণকে সঠিক পথে পরিচালনা করাকে ব্যবসায় নৈতিকতা বলে।

৭।            মুনাফা কাকে বলে?

   উত্তর : পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্যকে মুনাফা বলে।

৮।            ব্যাবসায়িক সিদ্ধান্তগুলো সঠিক হয় কিভাবে?

   উত্তর : নৈতিকতার নীতিমালা অনুসরণে ব্যাবসায়িক সিদ্ধান্তগুলো সঠিক হয়।

৯।

           ব্যবসায়ের সমৃদ্ধির জন্য অপরিহার্য কী?

   উত্তর : ব্যবসায়ের সমৃদ্ধির জন্য সামাজিক দায়িত্ব পালন অপরিহার্য।

১০।           সামাজিক দায়বদ্ধতা কী?

   উত্তর : সমাজের জন্য কল্যাণমূলক কাজই সামাজিক দায়বদ্ধতা।

১১।           নাগরিক হিসেবে একজন ব্যবসায়ীর বৈশিষ্ট্য কেমন হবে?

   উত্তর : নাগরিক হিসেবে একজন ব্যবসায়ী সৃজনশীল ও সচেতন হবে।

১২।           ব্যবসায়ের স্থায়িত্ব ও মুনাফা নির্ভর করে কিসের ওপর?

   উত্তর : ব্যবসায়ের স্থায়িত্ব ও মুনাফা নির্ভর করে জনগণের আস্থার ওপর।

১৩।           ব্যবসায় প্রতিষ্ঠানকে কয়টি পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করতে হয়?

   উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানকে চারটি পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করতে হয়।

১৪।           রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী কোনো না কোনোভাবে কিসের সঙ্গে জড়িত?

   উত্তর : রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী কোনো না কোনোভাবে ব্যবসায়ের সঙ্গে জড়িত।

১৫।           শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা কী?

   উত্তর : শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা পরিবেশদূষণ।

১৬।           কারখানা থেকে নির্গত তরল শিল্পবর্জ্য কী ক্ষতি করে?

   উত্তর : কারখানা থেকে নির্গত তরল শিল্পবর্জ্য পানি দূষণ করে।

১৭।           কিসের কারণে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে?

   উত্তর : পরিবেশদূষণের কারণে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে।

১৮।           দূষণের মোকাবেলায় সরকারের পদক্ষেপ কী?

   উত্তর : দূষণের প্রতিরোধে সরকার আইন প্রণয়ন করেছে।

১৯।           যত্রতত্র ময়লা-আবর্জনা নিক্ষেপ কিসের দূষণ ঘটায়?

   উত্তর : যত্রতত্র ময়লা-আবর্জনা নিক্ষেপ বায়ুদূষণ ঘটায়।

২০।           পরিবেশদূষণ রোধে কী করা প্রয়োজন?

   উত্তর : পরিবেশদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

২১।           সহায়তার উৎস কয়টি?

   উত্তর : সহায়তার উৎস আটটি।

২২।           সুনাম ব্যবসায়ের কী?

   উত্তর : সুনাম ব্যবসায়ের সম্পদ।

২৩। পণ্যের মজুদদারি না করা কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা?

   উত্তর : পণ্যের মজুদদারি না করা সমাজের প্রতি দায়বদ্ধতার মধ্যে পড়ে।

২৪।           কার স্বার্থ অবহেলা করলে ব্যবসায় করা যায় না?

   উত্তর : শ্রমিকদের স্বার্থ অবহেলা করে ব্যবসায় করা যায় না।

২৫।           পরিবেশদূষণ থেকে রক্ষা পেতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখা একান্ত আবশ্যক?

   উত্তর : পরিবেশদূষণ থেকে রক্ষা পেতে চারটি বিষয়ের প্রতি লক্ষ রাখা একান্ত আবশ্যক।

২৬।           প্রতিটি কারখানায় কী থাকা প্রয়োজন?

     উত্তর : প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগার থাকা দরকার।

মন্তব্য

রসায়ন : নবম শ্রেণি

    মো. মহসীন আলম, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা
শেয়ার
রসায়ন : নবম শ্রেণি

সপ্তম অধ্যায়

রাসায়নিক বিক্রিয়া

 

অনুধাবনমূলক প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১১।  প্রশমন বিক্রিয়া বলতে কী বোঝায়?

   উত্তর : একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে প্রশমিত হয়ে নিরপেক্ষ যৌগ লবণ ও পানি উৎপন্ন করলে সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। উদাহরণস্বরূপ, হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে কস্টিক সোডার বিক্রিয়ায় নিরপেক্ষ যৌগ সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়। এটি একটি প্রশমন বিক্রিয়া।

এই দ্রবণে উপস্থিত সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরা দর্শক আয়ন। কিন্তু এসিড ও ক্ষার থেকে আসা হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন নিজেদের মধ্যে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। প্রশমন বিক্রিয়া বলতে মূলত পানি তৈরির এই বিক্রিয়াকেই বোঝায়।
  

১২। জারণ-বিজারণ একটি যুগপৎ ক্রিয়া—ব্যাখ্যা করো।   

উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে সেই বিক্রিয়াকে জারণ-বিজারণ বা জবফড়ী বিক্রিয়া বলে।

রেডক্স বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে এবং অপর বিক্রিয়ক সেই ইলেকট্রন গ্রহণ করে।

জারণ-বিজারণ বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করলে তাকে বিজারক বলে। আর বিজারক কর্তৃক ইলেকট্রন ত্যাগের এই বিক্রিয়াকে জারণ ক্রিয়া বলে। অন্যদিকে যে রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে, তাকে জারক বলে। আর জারক কর্তৃক ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে বিজারণ ক্রিয়া বলে। অর্থাৎ জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থ যে ইলেকট্রন ত্যাগ করে, বিজারণ ক্রিয়ায় জারক পদার্থ সেই ইলেকট্রন গ্রহণ করে।
কাজেই বলা যায়, জারণ ক্রিয়া যেখানে ঘটবে, বিজারণ ক্রিয়াও সেখানে ঘটবে। সুতরাং বলা যায়, জারণ-বিজারণ একটি যুগপৎ ক্রিয়া।

 

মন্তব্য

ট্রেডমার্ক

    সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তোমরা ট্রেডমার্ক সম্পর্কে জেনেছ। বাংলাদেশে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) ট্রেডমার্ক নিবন্ধন দিয়ে থাকে—
শেয়ার
ট্রেডমার্ক
ছবি : সংগৃহীত

R, TM, SM এই তিনটি প্রতীক আমরা প্রায়ই বিভিন্ন সুপারশপ বা প্যাকেটজাত পণ্যে দেখে থাকি। মূলত তিনটি প্রতীক দ্বারা ট্রেডমার্কের ধরন বোঝা যায়। ট্রেডমার্ক এমন একটি আইনি স্বত্ব, যা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নির্দিষ্ট পণ্য বা সেবাকে অন্যদের থেকে স্বতন্ত্র করতে সহায়তা করে। এটি সাধারণত নাম, লোগো, স্লোগান, চিহ্ন বা অনন্য ডিজাইনের মাধ্যমে প্রকাশ পায়।

যদি কোনো মার্ক, লোগো বা নকশার পাশে একটি বৃত্তের মাঝে ‘R’ ® থাকে, তার মানে এটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিবন্ধিত বা রেজিস্টার্ড ট্রেডমার্ক। অনিবন্ধিত ট্রেডমার্কে ‘R’ ® প্রতীক ব্যবহার করা অনেক বড় একটি অপরাধ। এ ক্ষেত্রে রাষ্ট্র নিজে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে। অনেক পণ্যের ক্ষেত্রে ইংরেজি অক্ষর ঞগ ব্যবহার করতে দেখা যায়।
TM (Trademark) ব্যবহার করা হয় একটি পণ্য নিবন্ধিত হওয়ার আগ পর্যন্ত পণ্যটি ক্রেতা বা ভোক্তার সঙ্গে পরিচিত (ব্যান্ডিং) করার সময়। অনিবন্ধিত সেবার ক্ষেত্রে SM (Service Mark) প্রতীক ব্যবহার করা হয়। সেবা বলতে হাসপাতাল, হোটেল, বিমান পরিষেবা ইত্যাদি বোঝায়।

ট্রেডমার্কের ধারণাটি প্রাচীন কাল থেকেই বিদ্যমান।

প্রাচীন মিসর ও গ্রিসে কারুশিল্পীরা তাঁদের তৈরি পণ্যে স্বাক্ষর বা প্রতীক ব্যবহার করতেন। রোমান সাম্রাজ্যে সিরামিক ও ধাতব সামগ্রীতে নির্মাতার চিহ্ন ব্যবহারের প্রচলন ছিল। ১২৬৬ সালে ইংল্যান্ডে প্রথম ট্রেডমার্ক আইনের আভাস পাওয়া যায়। বেকাররা তখন তাদের রুটির ওপর আলাদা চিহ্ন ব্যবহার করত। ১৮৮৩ সালে প্যারিস কনভেনশন চালু হয়, যা আন্তর্জাতিকভাবে ট্রেডমার্ক সুরক্ষার প্রথম চুক্তি হিসেবে গণ্য।

ট্রেডমার্কের মূল লক্ষ্য ভোক্তাদের কাছে নির্দিষ্ট ব্র্যান্ডের পরিচিতি তৈরি করা এবং প্রতিযোগিতার বাজারে অনাকাঙ্ক্ষিত অনুকরণ বা প্রতারণা ঠেকানো। উদাহরণস্বরূপ, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘কোকা-কোলা’র লোগো বা অ্যাপলের খাওয়া আপেলের চিহ্ন বিশ্বব্যাপী স্বীকৃত ট্রেডমার্ক। কেউ যদি অনুরূপ নাম বা চিহ্ন ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, তবে ট্রেডমার্ক আইন অনুযায়ী সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। ট্রেডমার্ক নিবন্ধনের জন্য প্রথমে একটি আবেদন জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ যাচাই করে দেখে যে নির্দিষ্ট নাম, লোগো বা চিহ্ন আগে থেকেই নিবন্ধিত কি না। যদি কোনো আপত্তি না থাকে, তবে সেটি নিবন্ধিত হয় এবং মালিকানাস্বত্ব স্বীকৃতি পায়। একবার নিবন্ধিত হলে ট্রেডমার্ক সাধারণত ১০ বছরের জন্য বৈধ থাকে, যা পরবর্তী সময়ে নবায়ন করা যায়।

♦ আল সানি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণি

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণি

দ্বিতীয় অধ্যায়

কম্পিউটার নেটওয়ার্ক

 

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

১৩।           যে বস্তু ব্যবহার করে একাধিক কম্পিউটার জুড়ে দেওয়া হয়, তাকে কী বলে?

   ক) মিডিয়া        খ) অ্যাডাপ্টার

   গ) রাউটার              ঘ) সার্ভার

১৪।           পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে স্যাটেলাইট রাখা হয়?

   ক) ৩৬ হাজার     খ) ৩৭ হাজার

   গ) ৩৮ হাজার     ঘ) ৩৯ হাজার

১৫।           সার্ভার কী?

   ক) মিডিয়া            খ) শক্তিশালী কম্পিউটার

   গ) ক্লায়েন্ট       ঘ) অ্যাডাপ্টার

১৬।

             WAN—এর পূর্ণরূপ কী?

   ক) Wide Area Network

   খ) Wide And Network

   গ) World Area Network

   ঘ) Wide Area Networks

১৭।           কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কতটি কম্পিউটার প্রয়োজন?

   ক) ৪টি     খ) ৩টি

   গ) ২টি                ঘ) ১টি

১৮।           সচরাচর একটি শহরের মধ্যে কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করা হয়?

   ক) LAN      খ) PAN

   গ) MAN         ঘ) WAN

১৯। যে নেটওয়ার্কে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে তা হলো—

   i. রিং     ii. বাস     iii. স্টার 

   নিচের কোনটি সঠিক?

   ক) i ও ii               খ) i ও iii           

   গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২০।

          একটি কম্পিউটার নেটওয়ার্কে কতটি কম্পিউটার থাকতে পারে?

   ক) ১টি          খ) ২টি 

   গ) ৩টি                ঘ) অনেক

 

   উত্তর : ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. গ  ১৯. গ  ২০. ঘ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ