<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতুয়ে থেকে বাংলাদেশিদের ইয়াঙ্গুনে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সিতুয়েতে বাংলাদেশ মিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য মিলে ১০ জন আছে। তাদের মধ্যে তিনজনকে গতকাল ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। বাকিরা আগামীকাল মঙ্গলবার ইয়াঙ্গুনে পৌঁছবে। নিরাপত্তাঝুঁকির কারণে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে তারা আবার সিতুয়েতে ফিরবে। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩৩০ জন সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য ও সেনা সদস্যকে এ সপ্তাহেই ফেরত পাঠানোর চেষ্টা করছে সরকার। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল এক বৈঠকে সব প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মিয়ানমার তাদের বিজিপি ও সেনা সদস্যদের ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশও তাঁদের ফেরত পাঠাতে চায়। তাঁদের বেশির ভাগই টেকনাফে অবস্থান করছেন। আশ্রিতদের মধ্যে কয়েকজন চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাওয়ার তারিখ ঠিক হলে তাঁদেরও কক্সবাজারে নেওয়া হবে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মিয়ানমারের যুদ্ধজাহাজ তাদের বাহিনীর সদস্যদের নেওয়ার জন্য এরই মধ্যে বাংলাদেশ উপকূলের কাছাকাছি আছে। বাংলাদেশের অনুমোদন সাপেক্ষে জাহাজটি বহির্নোঙরে অপেক্ষা করবে এবং তাদের লোকদের নিয়ে যাবে। কক্সবাজারের জেটিতে ওই জাহাজ ভিড়তে পারবে না এবং মিয়ানমার নাগরিকদের ছোট ট্রলার বা নৌকায় করে বহির্নোঙরে জাহাজে নিয়ে যাওয়া হবে।</span></span></span></span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">টেকনাফের ওপারে সংঘর্ষ</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। গতকাল সকাল থেকে দুই বাহিনীর পাল্টাপাল্টি আক্রমণে সীমান্তের এপারের গ্রামগুলোতে মর্টার শেল ও গুলির শব্দ আসছে। মিয়ানমার থেকে গুলি এসে পড়ছে সীমান্তের এপারের ধানক্ষেত ও বসতভিটায়। তবে এদিন কোথাও হতাহতের ঘটনা ঘটেনি।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা নুরুল আবছার জানান, উনচিপ্রাং, লম্বাবিল, কানজরপাড়া ও ঝিমংখালী সীমান্তের গ্রামগুলোতে মিয়ানমারের মর্টার ও গুলির আওয়াজ শোনা যাচ্ছে। শুক্রবার থেকে মিয়ানমারে গোলাগুলি অব্যাহত রয়েছে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বালুখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা আবদুল জব্বার জানান, হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের তোতার দিয়ার দখল নেওয়ার পর কুমারখালী ও বলিবাজারের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। সেখানে মিয়ানমারের সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারী বলেন, গতকাল সারা দিনই হোয়াইক্যংয়ের লম্বাবিল, উনচিপ্রাং, কানজরপাড়া সীমান্তের নাফ নদের ওপারে গুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সীমান্তের ওপারে কিছু জায়গায় গুলিবর্ষণের খবর পেয়েছি। তবে অন্য দিনের তুলনায় গোলাগুলি কমেছে। কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছি আমরা।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ওদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি কিছুটা থেমেছে। গতকাল সকাল থেকে এসব এলাকায় মর্টার শেল ও গোলাগুলির তেমন শব্দ শোনা যায়নি। এদিন তুমব্রু বাজারে বেশ কয়েকটি দোকানপাট খোলা ছিল, তবে বাজারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম।</span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানান, রবিবার সীমান্তে গোলাগুলির শব্দ তেমন শোনা যায়নি। লোকজনের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে আরো একটি মৃতদেহ ভেসে এসেছে। মৃতদেহটি হেলমেট ও খাকি পোশাক পরিহিত ছিল। লোকজন ধারণা করছে, লাশটি মিয়ানমারের আরাকান আর্মির সদস্যের হতে পারে। </span></span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বান্দরবানের তুমব্রু সীমান্তে বিজিবির উদ্ধার করা অবিস্ফোরিত দুটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম।</span></span></span></span></span></span></span></span></p> <p> </p> <p> </p>