<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচন, সংস্কার, রাজনৈতিক দলগুলোর ক্ষমতায়ন এবং এ লক্ষ্যে সরকারকে সহযোগিতার বিষয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান যে বক্তব্য দিয়েছেন তা ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা। তাঁরা মনে করেন, সেনাপ্রধান গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, এতে অনেক দ্বিধা কেটে যাবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার একটি সংবাদপত্রে সেনাপ্রধানের সাক্ষাৎকার প্রকাশের পর এ নিয়ে কালের কণ্ঠের কাছে প্রতিক্রিয়া জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে জটিল ও কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই মুহূর্তে নিজেদের দাবি-দাওয়াগুলো আমরা যেন সীমিত রাখি। সরকারকে বিরক্ত না করি। তাহলে সেটা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে। ধৈর্য ধারণ করি। ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তাদের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা উচিত। এটা মুনাফার সময় নয়। চিরাচরিত প্রথার বাইরে গিয়ে কিছু করাটা জরুরি। কারণ, দেশ তো এক কঠিন পথে চলেছে। এ থেকে উত্তরণ পেতে হলে রাজনৈতিক দলকে আসতে দিন। রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারা এসব সমস্যার সমাধান করবে। কাজেই আসুন, এ সময় আমরা সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করি; যাতে তারা সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যেতে পারে। আমরা যেন তাদের ওপর বোঝা না চাপাই। আমরা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য সব কিছু করতে প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাপ্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উনার এই বক্তব্য প্রশংসনীয়। তাঁর বক্তব্যের গুরুত্ব অনুধাবন করে জরুরি সংস্কারকাজ শেষে সরকারের দ্রুত নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত সরকার বর্তমান দেশে যে সংকট তৈরি হচ্ছে, তা সমাধানে উদ্যোগ নেবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাপ্রধান সব সময় জনগণের সঙ্গে আছেন। তাঁর সাহসী উদ্যোগের কারণে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাপ্রধান তাঁর বক্তব্যে দেশ ও জনগণের জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন। সংকট উত্তরণে জনগণের সরকার যে আসতে হবে, তিনি আগেও এই উপলব্ধির কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারকেও তাঁর উপলব্ধি ধারণ করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। আমি মনে করি, সেনাপ্রধানের বক্তব্যের মধ্য দিয়ে অনেক দ্বিধা ও সংশয় কেটে যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতন্ত্র ও দেশ পরিচালনার জন্য সেনাপ্রধান রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথা বলেছেন। শুরু থেকেই সেনাবাহিনী অনেক ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। ভবিষ্যতে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে তারা সেই ভূমিকা পালন করবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেটাই সেনাপ্রধানের বক্তব্যে ফুটে উঠেছে। বাইরে যে গল্প চলে বা ছড়ানো হয়, সেটাও ভুল প্রমাণিত হলো। এখন প্রয়োজন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার সম্পন্ন করা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাপ্রধানের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি যথাযথই বলেছেন। আগেও বলেছিলেন ১৫ মাসের মধ্যে নির্বাচনের কথা। যদিও তখন সরকারের উপদেষ্টারা নানা কথা বলেছিলেন। আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ নেবে। নির্বাচিত গণতান্ত্রিক শক্তি চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পদক্ষেপ নেবে। যার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর (সেনাপ্রধান) বক্তব্য জনগণের মধ্যে স্বস্তি এনে দেবে। আমরা তাঁর ওপর আস্থাশীল। আমরা মনে করি, প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কথা তিনি বলেছেন, তা জনগণকে আশ্বস্ত করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>