সম্পদ বেচে দিচ্ছে ওসমান পরিবার

সুভাষ সাহা ও গৌরাঙ্গ দেবনাথ অপু, নারায়ণগঞ্জ থেকে
সুভাষ সাহা ও গৌরাঙ্গ দেবনাথ অপু, নারায়ণগঞ্জ থেকে
শেয়ার
সম্পদ বেচে দিচ্ছে ওসমান পরিবার

নারায়ণগঞ্জের ওসমান পরিবার। মুদ্রার মতো এর এক পিঠে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস-ঐতিহ্য আর আভিজাত্যের নানা গল্পগাথা। অন্য পিঠে প্রভাব-প্রতিপত্তি, সন্ত্রাস, পেশিশক্তি, গডফাদার তকমাসহ নামে-বেনামে বিপুল সম্পদ গড়ার দুর্নামও। ভালো-মন্দের এই মেলবন্ধন ঘটানো আলোচিত এই পরিবারের প্রভাবে তাদের বিরুদ্ধে একসময় কেউ রা পর্যন্ত করার সাহস পেত না।

অথচ গত ৫ আগস্টের ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ। পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের নাম শুনলে একদা যে শহরে কাঁপন ধরত, সেখানে এখন রাজ্যের নীরবতা। দুই ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা সব লাপাত্তা। তাঁদের বাপ-দাদার রাজনৈতিক ঐতিহ্য ও স্মৃতিময় ঐতিহাসিক বাড়িগুলো এখন সুনসান, জীর্ণ।
তার চেয়েও বড় খবর একে একে ওসমান পরিবারের বাড়িঘর-সহায়সম্পদ সব বিক্রি হয়ে যাচ্ছে। এরই মধ্যে সেলিম ওসমানের প্রায় অর্ধশত কোটি টাকার দুটি বহুতলবিশিষ্ট বাড়ি বিক্রি হয়ে গেছে। আরো বিক্রির গুঞ্জন এখন শহরজুড়ে। কালের কণ্ঠের অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পুরো নারায়ণগঞ্জে ওসমান পরিবার ঘিরে ভিন্ন এক বার্তা পাওয়া যায়। সবার মধ্যেই ফিসফাস, কানাকানি। সবারই কথাওসমান পরিবারের দৌরাত্ম্য শেষ হয়েছে। তাঁদের কারো টিকিটিও এখন আর দেখা যাচ্ছে না। শুধু তা-ই নয়, তাঁরা এখন সহায়সম্পদ সব গোটাচ্ছেন।

পরে খোঁজখবর নিয়ে চাঞ্চল্যকর তথ্য কানে আসে। ওসমান পরিবার বাড়িঘর বিক্রি করে চলে যাচ্ছে!

নারায়ণগঞ্জের ধনকুবের হিসেবে পরিচিত ফকির অ্যাপারেলসের মালিক ফকির মনিরুজ্জামান এরই মধ্যে ওসমান পরিবারের সদস্য ও সাবেক এমপি সেলিম ওসমানের দুটি বাড়ি কিনে নিয়েছেন বলে জানা যায়। ফকির গ্রুপ বাড়িগুলোর দাম কত তা জানাতে অপারগতা জানালেও স্থানীয়রা জানায়, বাড়ি দুটির দাম অর্ধশত কোটি টাকার কম হবে না।

গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়ায় রামবাবুর পুকুরপারে সরেজমিনে গিয়ে সেলিম ওসমানের মালিকানাধীন পাশাপাশি দুটি আলিশান বহুতল ভবনের প্রধান ফটকে মালিকানা পরিবর্তনের দুটি নামফলক দেখা যায়। সেখানে লেখা রয়েছে, ক্রয়সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড, বিসিক।

উপস্থিত স্থানীয় লোকজন জানায়, দুটি বাড়িতে এখন ভাড়াটিয়ারা বসবাস করছেন। গেটে প্রহরারত একজন নিরাপত্তাকর্মী জানান, গত ৫ আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই দুটি বাড়ি ভাঙচুর করতে এলেও বাড়ির মূল গেটে মালিকানা পরিবর্তনের নামফলক দেখে হামলা ও  ভাঙচুর না করে ফিরে যায়। তবে বাড়ি দুটি ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পরে কিনেছেন বলে প্রচার থাকলেও ফকির গ্রুপ তার আগেই কেনা হয়েছে বলে স্বীকার করেছে।

এ বিষয়ে ফকির অ্যাপারেলসের কর্ণধার ফকির মনিরুজ্জামানের সঙ্গে আজ কথা বলতে গেলে, তাঁর পিএস মোক্তার হোসেন এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে এর কয়েক মিনিট পরই ফকির অ্যাপারেলস থেকে নিজেকে এজিএম (এডমিন) পরিচয় দিয়ে নাম গোপন রেখে একজন এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি কালের কণ্ঠ বলেন, বাড়ি দুটি এক বছর আগেই কেনা হয়। তবে বাজার মূল্য কত, সেটি বলা যাবে না।

পরে এলাকাবাসীর সঙ্গে এ নিয়ে কথা বললে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, গত ৫ আগস্টের পর ওসমান বংশের তিন প্রভাবশালী ভাইয়ের পরিবার একযোগে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে। তাই সঠিক তথ্য দেওয়া সম্ভব না। তবে আমরা যেটুকু শুনতেছি, তাতে ওসমান পরিবারের সবাই পালানোর আগেই তাঁদের সহায়সম্পদ বিক্রি করে গেছেন। বলতে পারেন, ওসমান পরিবারের সম্পদ বিক্রির হিড়িক পড়ে গেছে। যা নিয়ে শহরের বিভিন্ন মহলে এখন ব্যাপক গুঞ্জন চলছে।

চাষাঢ়া এলাকায় যার সঙ্গেই কথা হয়েছে, তাদের প্রায় প্রত্যেকেই ৫ আগস্টের পটপরিবর্তনের আগেই ওসমান পরিবার পরিণতি আঁচ করতে পেরে আগেভাগেই সহায়সম্পদ বিক্রি শুরু করেছে বলে জানিয়েছে। সাবেক সাংসদ সেলিম ওসমানও চাষাঢ়ার দুটি বিলাসবহুল বাড়ি বিক্রি করে গেছেন বলে স্থানীয় লোকজন কালের কণ্ঠকে নিশ্চিত করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির কালের কণ্ঠকে বলেন, ওসমান পরিবারের সম্পদ বিক্রির যে হিড়িক পড়েছে, সেটি এখন আমরাও নানা সূত্রে খবর পাচ্ছি। তবে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তর চাষাঢ়ায় সেলিম ওসমানের দুটি বিলাসবহুল বহুতলবিশিষ্ট অট্টালিকা ৫ আগস্টের আগেই বিক্রি হয় বলে জেনেছি। যার বর্তমান বাজার মূল্য ৪০ থেকে ৫০ কোটি টাকা হবে।

সাবেক এমপি শামীম ওসমানেরও সম্পদ বিক্রির তথ্য জানা যায়। তবে কী পরিমাণ সম্পদ বা বাড়ি তিনি বিক্রি করেছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

নারায়ণগঞ্জ শহরে কি তাহলে শামীম ওসমানের কয়েক শ কোটি টাকার সম্পদ আছে? এমন প্রশ্নের জবাবে প্রবীণ আইনজীবী হুমায়ুন কবির বলেন, এটা আপনি কী বললেন, সাংবাদিক ভাই? কয়েক শ কোটি টাকার সম্পদ তো শামীম ওসমানের একাধিক সৈন্য-সামন্তদেরই রয়েছে! যা দুদক অনুসন্ধান করলেই জানতে পারবে।

নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়ার প্রাচীন অভিজাত আবাসিক এলাকায় কালের কণ্ঠের দুই প্রতিবেদকের সঙ্গে ওসমান পরিবারের ঘরবাড়ি বিক্রির বিষয়ে একাধিক বাসিন্দার সঙ্গে কথা হয়। সেখানে রাম বাবুর পুকুরপার ঘেঁষে পূর্বমুখী শামীম ওসমানদের বাবা প্রবীণ রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম শামসুজ্জোহার আদি বাসভবন খ্যাত হিরা মহলটি চোখে পড়ে। সেটিকে এখন জনমানবশূন্য এক ভূতুড়ে বাড়ি হিসেবে পড়ে থাকতে দেখা যায়। যদিও বাড়িটি অনেক আগেই তার জৌলুস হারিয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলা-ভাঙচুরের শিকার ঐতিহ্যবাহী এ বাড়িটিতে  এখনো ক্ষতচিহ্ন রয়েছে।

প্রায় একই দৃশ্য দেখা যায় আনুমানিক ১০০ মিটার দক্ষিণে অবস্থিত ৯ শতাংশ জায়গার ওপর নির্মিত কালো কাচে ঘেরা সাবেক প্রভাবশালী সাংসদ সেলিম ওসমানের মালিকানাধীন তিনতলাবিশিষ্ট বাড়িটিতে। সেখানেও ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পরে আগুন দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে শহরের জামতলার ধোপাপট্টিতে অবস্থিত নারায়ণগঞ্জের সবচেয়ে সমালোচিত সাবেক প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের মালিকানাধীন নান্দনিক একটি বহুতল ভবনেরও একই চিত্র দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রতিবেশী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর সেটিতে ব্যাপক ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  বিধ্বস্ত এই বাড়িটি নাকি এখন নেশাখোরদের আখড়ায় পরিণত হয়েছে।

এদিকে স্থানীয় নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, রপ্তানিমুখী বিশাল নিট গার্মেন্টস উইসডম অ্যাটেয়ার্স লিমিটেডসহ মোট পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানও কথিত ভাড়ার চুক্তিতে কৌশলে একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার নামে হস্তান্তর করেছেন সেলিম ওসমান।

জানা যায়, এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ওসমান পরিবারের পলাতক সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ নিয়েও স্থানীয় গণমাধ্যমে বিস্তর লেখালেখি হচ্ছে।

সেলিম ওসমান ২০১৪ সালে তাঁর বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য বাগিয়ে নেন। এরপর ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপির চেয়ারটি দখলে রাখতে সক্ষম হয়েছিলেন।

সূত্র আরো জানায়, বিকেএমইএরও টানা ১৪ বছর তিনি  সভাপতি পদটি দখলে রেখে দায়িত্ব পালন করেছেন। তবে ৫ আগস্টের পর আত্মগোপনে থেকেই একটি চিঠি পাঠিয়ে সভাপতির পদ থেকে তিনি পদত্যাগও করেন।

এদিকে সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সেলিম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে আরো অনেক সম্পদ থাকার তথ্য সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী, সেলিম ওসমানের মালিকানাধীন পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে তিনটি চলমান বলে হলফনামায় উল্লেখ করা হয়।

এ ছাড়া তাঁর বার্ষিক আয় এক কোটি ৬৭ লাখ টাকা এবং তাঁর ওপর নির্ভরশীল স্ত্রী ও কন্যার আয় এক কোটি ৫৩ লাখ টাকা উল্লেখ করা হয়।

সেলিম ওসমানের নগদ ও ব্যাংকে জমা রাখা টাকাসহ অস্থাবর সম্পদের পরিমাণ সাত কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৮০২ টাকা উল্লেখ করা হয়। স্ত্রী ও কন্যার নামে একই খাতে সম্পদের পরিমাণ চার কোটি ৩২ লাখ ২৭ হাজার ৮০৭ টাকার কথা উল্লেখ রয়েছে।

তাঁর স্থাবর সম্পদের পরিমাণ রয়েছে ১০৮ শতাংশ জমি এবং ৯ শতাংশ জমির ওপর এক কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের তিনতলা বাড়ি।

এ ছাড়া ঢাকার ইনার সার্কুলার রোডে ১৭ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট এবং ফাইভ স্টার ফার্ম হাউসে পাঁচ কোটি টাকা বিনিয়োগের কথা উল্লেখ আছে। তাঁর স্ত্রী ও কন্যার নামে জমি রয়েছে দুই হাজার ৬১৩ শতাংশ। এর মধ্যে খুলনার ফুলতলা উপজেলাতেই রয়েছে দুই হাজার ৪৩৪ শতাংশ কৃষি জমি।

তাঁদের স্থাবর সম্পদের মধ্যে আরো রয়েছে স্ত্রীর নামে ধানমণ্ডিতে ৩৯ লাখ টাকা মূল্যের ৪২৮৬ বর্গফুটের ফ্ল্যাট এবং থ্রি স্টার ফার্ম হাউসে এবং উইজডম অ্যাটেয়ার্সে প্রায় ১১ কোটি টাকার বিনিয়োগ। ধানমণ্ডিতে তিন মেয়ের নামে রয়েছে তিন কোটি ১১ লাখ টাকার তিনটি ফ্ল্যাট। সেলিম ওসমানের নিজের ও স্ত্রী-কন্যার নামে দেনা ও ঋণ ছিল প্রায় ১১ কোটি টাকা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বিগত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর সেলিম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ওসমান পরিবারের প্রভাবশালী আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ শামীম ওসমান এবং তাঁর বড় ভাই জাতীয় পার্টির সাবেক সাংসদ সেলিম ওসমান ও সাবেক সাংসদ মরহুম নাসিম ওসমানের পুত্র আজমীর ওসমানসহ ওই পরিবারের একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার গত মঙ্গলবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, ওসমান পরিবারের একাধিক ব্যক্তির বিরুদ্ধে এ পর্যন্ত ৩০টিরও বেশি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সব মামলাই তদন্তাধীন আছে। তদন্ত শেষে যথাসময়ে চার্জশিট দেওয়া হবে।

সম্পদ বেচে দিচ্ছে ওসমান পরিবার

নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া রামবাবুর পুকুরপারে দুটি বহুতল ভবন বিক্রি করে দিয়েছেন সেলিম ওসমান। ইনসেটে ক্রেতার টানানো ব্যানার। ছবি : কালের কণ্ঠ

সম্পদ বেচে দিচ্ছে ওসমান পরিবার

গত বছরের ৫ আগস্ট জামতলা ধোপাপট্টি এলাকায় ভাঙচুর করা হয় শামীম ওসমানের       বাসভবন। ছবি : কালের কণ্ঠ

 

মন্তব্য

সম্পর্কিত খবর

পাল্টাপাল্টি শুল্কারোপ

যুক্তরাষ্ট্রের ১০৪%, জবাবে চীনের ৮৪%

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রের ১০৪%, জবাবে চীনের ৮৪%

কয়েক ডজন দেশের ওপর চাপানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে। এর মধ্যে চীনের পণ্যে আরোপিত ১০৪ শতাংশ শুল্কও রয়েছে।

এদিকে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্কারোপের জবাবে এবার সব ধরনের মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার থেকে নতুন এই শুল্ক কার্যকর করা হবে বলে জানিয়েছে চীন সরকার।

প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন। ওই দিন বাংলাদেশি পণ্যেও ৩৭ শতাংশ শুল্কারোপ করা হয়। ট্রাম্পের আরোপ করা শুল্কের একাংশ সেদিনই কার্যকর হয়ে যায়। বাংলাদেশসহ বাকি অংশ গতকাল থেকে কার্যকর হলো।

বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের আঁচ

এদিকে বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে বিশ্বে পুরোদমে বাণিজ্যযুদ্ধ শুরু হয়ে গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন পাল্টাপাল্টি শুল্কারোপের এই ঘটনার মাধ্যমে দুই দেশের মধ্যে আবারও বাণিজ্যযুদ্ধ শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈশ্বিক অর্থনীতিতে বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন তাঁরা।

মার্কিন প্রেসিডেন্ট কয়েকটি দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিলেও বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ এড়ানো যায়নি।

ট্রাম্পের এই শাস্তিমূলক শুল্ক কয়েক দশক ধরে বিরাজমান বিশ্ব বাণিজ্যের ধারায় ভূমিকম্প ঘটিয়েছে।  বিশ্বব্যাপী মার্কিন পাল্টা শুল্ক কার্যকর হওয়ার প্রথমদিনেই এর আঁচ লেগেছে বিশ্ববাজারে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গতকাল ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৬০ ডলারে বিক্রি হয়েছে, যা করোনাকালে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন। বিশ্লেষক অ্যাশলে কেলি বলছেন, হোয়াইট হাউস চায় তেলের দাম আরো কমে যাক।
কারণ এটাই যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে।

ট্রাম্পের চালু করা নতুন শুল্কের ধাক্কায় শেয়ারবাজারেও উথালপাথাল দেখা যাচ্ছে। বিশ্বজুড়ে স্টক এক্সচেঞ্জগুলোতে দরপতন হচ্ছে। গতকাল সকালে এশিয়ার শেয়ারবাজারে আবারও পতন হয়েছে। মূলত ট্রাম্প চীনের প্রতিশোধমূলক শুল্কের জবাবে চীনের পণ্যে অতিরিক্ত, অর্থাৎ মোট ১০৪ শতাংশ শুল্ক আরোপের ঘটনার জেরে গতকাল সকালেই এশিয়ার শেয়ারবাজারে পতন হয়েছে।

এরপর ইউরোপের শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর পরই সূচকের পতন হয়। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আঞ্চলিক সূচক প্যান-ইউরোপীয় স্টকস ৬০০ কমেছে ৩.৪ শতাংশ। আঞ্চলিক এই সূচকের অন্তর্ভুক্ত সব খাতের শেয়ারের দামেই নেতিবাচক প্রবণতা চলছে। এ ছাড়া আঞ্চলিক স্বাস্থ্যসেবা, খনি ও তেল ও গ্যাস খাতের সূচকগুলো ব্যাপক হারে পড়ে গেছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা, খনি, তেল ও গ্যাস খাতের শেয়ারের দাম যথাক্রমে ৫.৩ শতাংশ, ৩.৩ শতাংশ ও ৪.৬ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে অন্যান্য বাজারেও। মন্দা দেখা দেবে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইউরোর বিপরীতে কমেছে ডলারের দাম।

এদিকে বিশ্ববাজারে গতকাল সোনার দাম বেড়েছে। অবশ্য ২ এপ্রিলে সোনার দাম পড়ে গিয়েছিল।

বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

চীন জানিয়েছে, এই দ্বন্দ্ব্ব সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যোগাযোগ করতে ইচ্ছুক। এই লক্ষ্যে চীন গতকাল বাণিজ্য বিষয়ক শ্বেতপত্র প্রকাশ করেছে। শ্বেতপত্রে চীন বলেছে, চীন সব সময়ই চেষ্টা করেছে, মার্কিন-চীন বাণিজ্য যেন সব সময় উভয়ের জন্য লাভজনক হয়। শ্বেতপত্রে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পাল্টা শুল্কের বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা, নিরাপত্তা ও বৈশ্বিক সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বিনষ্ট হবে।

এদিকে ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্কের ধাক্কা সামাল দিতে ভিয়েতনাম, ইসরায়েল, আর্জেন্টিনার মতো কিছু দেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক কম করেছে। ভারতও কিছু পণ্যে শুল্ক কম করেছে।

তবে ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের প্রতিক্রিয়ায় এবার পাল্টা শুল্ক আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৭টি দেশের এই জোট যুক্তরাষ্ট্রের সয়াবিন, মোটরসাইকেল ও সৌন্দর্যপণ্যেও পাল্টা শুল্ক আরোপের বিষয়টি গতকাল অনুমোদন দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়েকটি যানবাহনের ওপর গতকাল থেকে ২৫ শতাংশ হারে শুল্কারোপ করেছে কানাডা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বিশেষ করে, চীনা পণ্য আমদানির ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করাটা কোনোভাবেই আন্তর্জাতিক বাণিজ্যের রীতির মধ্যে পড়ে না বলে মনে করে দেশটি।

 

মন্তব্য

রাজশাহীর নবগঙ্গা পদ্মার পার থেকে তোলা

শেয়ার
রাজশাহীর নবগঙ্গা পদ্মার পার থেকে তোলা
একসময়ের প্রমত্তা পদ্মার রূপ এখন আর নেই। পানি শুকিয়ে কঙ্কালসার অবস্থা। জেগেছে ছোট-বড় অসংখ্য চর। অনেক জায়গায় নৌকা লাগে না, হেঁটেই পার হওয়া যায় নদী। রাজশাহীর নবগঙ্গা পদ্মার পার থেকে তোলা। ছবি : সালাহ উদ্দিন
মন্তব্য
সালাহউদ্দিন আহমদ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি
সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ-এর সঙ্গে একমত নয় বিএনপি। বিভিন্ন পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি পরিষ্কার করেন।

সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেড শিটের ৫, ৬ ও ৭-এ সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বহুত্ববাদের কথা বলা হয়েছে, সাম্য-মানবিক মর্যাদার কথা বলা হয়েছে। কিন্তু বহুত্ববাদসহ অন্য বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয়।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো সংবিধানের ৮, ৯, ১০ এবং ১২এই অনুচ্ছেদগুলোতে বিধৃত আছে। সেই অনুচ্ছেদগুলোর বিষয়ে সংস্কার কমিশনে সুপারিশ করা হয়েছে যে তারা এই বিষয়গুলো পুনস্থাপন করতে চেয়েছে। যেমনএকটা প্রস্তাব দেওয়া হয়েছে, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি বিলুপ্ত করা হোক। আমরা সেখানে বলেছি, এটাতে (ধর্মনিরপেক্ষতা) একমত নই।

কিন্তু কী কী চাই সেটাও আমরা বলেছি।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সালাহউদ্দিন বলেন,  আমরা চেয়েছি, পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, সেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেটা বহাল করা হোকআমরা চেয়েছি। কিন্তু সবাই মনে করেছে, ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলেছি। বিষয়টা তা নয়।

আমরা পরিষ্কার করার জন্য বলেছি, আপনাদের (সংস্কার কমিশনের) প্রতিস্থাপন বহুত্ববাদসহ অন্যান্য বিষয় এক সঙ্গে আসতে হবে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে মহান আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার’—এ বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য হবে। যেটা গৃহীত হয়েছিল বাকশাল বিলুপ্তির পরে। আশা করি এ নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে কথা বলছি।

আমরা উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রীর প্রস্তাব করেছি, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছি, উভয় কক্ষে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিয়ে আসার প্রস্তাব করেছি। আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব করেছি, নতুন করে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব করেছি, সংসদে সংরক্ষিত ৫০ মহিলা আসন থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাব করেছিএ ধরনের অনেক প্রস্তাব করেছি।

 

মন্তব্য

দুদকে ‘অতিগোপনীয়’ অভিযোগ নিয়ে হাসনাত-সারজিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুদকে ‘অতিগোপনীয়’ অভিযোগ নিয়ে হাসনাত-সারজিস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে তাঁরা লিখিতভাবে কিছু অভিযোগ জানিয়েছেন।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে এই দুই নেতা সাক্ষাৎ করেন। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।

সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভেরি কনফিডেনশিয়াল (অতিগোপনীয়)। কাদের বিরুদ্ধে অভিযোগ, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না।

এ ছাড়া অপরাধীরা এতে সতর্ক হয়ে যাবে।

এ বিষয়ে সারজিস আলম সাংবাদিকদের বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এ সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না।

আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি জানাতেই এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন।

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ