খুলনার কয়রা

নিয়ন্ত্রণহীনভাবে সুন্দরবনের সম্পদ আহরণ চলছে

  • বন কর্মকর্তা-রক্ষীদের ঘুষ আদায়ের অভিযোগ
  • বনদস্যুদেরও দিতে হচ্ছে চাঁদা
ওবায়দুল কবির সম্রাট, কয়রা (খুলনা)
ওবায়দুল কবির সম্রাট, কয়রা (খুলনা)
শেয়ার
নিয়ন্ত্রণহীনভাবে সুন্দরবনের সম্পদ আহরণ চলছে

সুন্দরবনের পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জে গোলপাতা আহরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পদে পদে ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ বাওয়ালিদের। বনজীবীরা বলছেন, গোলপাতা আহরণের জন্য নৌকাপ্রতি সরকারকে যে টাকা রাজস্ব দিতে হয়, বন কর্মকর্তা-রক্ষীদের ঘুষ দিতে হচ্ছে এর কয়েক গুণ বেশি। এবার সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জে গোলপাতা কাটার মৌসুম শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি।

শেষ হবে ৩১ মার্চ। প্রথম দফায় ২৮ দিনের অনুমতি পেয়ে ৮৯টি নৌকায় গোলপাতা কেটে লোকালয়ে ফিরছেন বাওয়ালিরা।

সুন্দরবন ও উপকূল সুরক্ষায় কর্মরত একটি স্বেচ্ছাসেবী সংগঠন বলছে, সাম্প্রতিক সময়ে বন কর্মকর্তা-রক্ষীদের ঘুষ আদায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সুন্দরবনের বনজসম্পদ আহরণ। বাড়তি খরচের চাপে পড়ে নিয়ম অনুযায়ী ঠ্যাকপাতা না রেখে ঝাড়ের সব পাতা কেটে বনের ক্ষতি করছেন বনজীবীরা।

সরেজমিনে সুন্দরবনসংলগ্ন কয়রার শাকবাড়িয়া ও কয়রা নদীর পাড়ে গিয়ে দেখা যায়, ৫০০ মণের স্থলে একেকটি নৌকায় দুই থেকে আড়াই হাজার মণ পাতা বোঝাই করা। কিছু নৌকার গোলপাতার নিচে রয়েছে সুন্দরী, পশুরসহ মূল্যবান গাছের খণ্ড।

কয়েকজন বাওয়ালি বলেন, বনদস্যুদের চাঁদা আর সরকারি রাজস্বের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিতে হয় বন বিভাগের কর্মকর্তাদের। নিয়মবহির্ভূতভাবে গোলপাতা আহরণের সুযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন সুন্দরবনের বেশ কয়েকজন স্টেশন কর্মকর্তা, কূপ কর্মকর্তা, সহযোগী কূপ কর্মকর্তা ও বনরক্ষী।

আবদুস সালাম নামের কয়রা এলাকার একজন বাওয়ালি বলেন, এক নৌকায় সাকল্যে সরকারি রাজস্ব আসে ১২ হাজার টাকার মতো। তবে বন কর্মকর্তাদের অতিরিক্ত বখশিশ, এরপর কূপে তল্লাশি, ঘের দেওয়া, ঘাটে তল্লাশি, সিটি কাটানোসহ (পারমিট হস্তান্তর) বিভিন্ন অজুহাতে সব মিলিয়ে আরো ৩০-৪০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। তার পরে রয়েছে বনদস্যুদের চাঁদা।

বাওয়ালি-মহাজন মনছুর আলী বলেন, অনেক বনজীবী লোকসানে পড়ে গোলপাতার ব্যবসা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আমিও আগামী মৌসুমে আর গোলপাতা কাটতে সুন্দরবনে নৌকা ঢুকাব না।

কয়েকজন কূপ কর্মকর্তা ও বনরক্ষী বনজীবীদের সামান্য সুযোগ করে দিয়ে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেছেন, এ টাকা বন বিভাগের ঊর্ধ্বতন থেকে শুরু করে কয়েকটি পর্যায়ে ভাগ-বাটোয়ারা হয়।

খুলনা রেঞ্জের গোলপাতা কূপ কর্মকর্তা ইসমাইল হোসেন এ বিষয়ে বলেন, বাওয়ালিদের কাছে আমার কোনো দাবিদাওয়া নেই। তারা কিছু দিলে ভালো কথা, না দিলেও কোনো দাবি নেই।

গোলপাতার আড়ালে গাছ কাটার বিষয়ে তিনি বলেন, প্রতিটি গোলপাতা নৌকা পাহারা দেওয়া তো আমার একার পক্ষে সম্ভব হয় না।

ঘুষের বিষয়ে জানা নেই বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। তিনি বলেন, সুন্দরবনকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে সচেষ্ট রয়েছেন বন কর্মকর্তা ও রক্ষীরা। এ ধরনের কাজে বন বিভাগের কারো জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বনদস্যুদের তৎপরতার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জনের মাধ্যমে বনদস্যুদের বেপরোয়া কর্মকাণ্ডের কথা শুনেছি।

বনদস্যু বিষয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, ৫ আগস্টের পর সুন্দরবনসহ সংলগ্ন এলাকা থেকে ২২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। হান্নান বাহিনীর প্রধান হান্নানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশ-র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় তালিকাভুক্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঝুঁকি

শেয়ার
ঝুঁকি
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে কেউ ট্রাকে, কেউ পিকআপ ভ্যানে ফিরছেন। গতকাল ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহন বেড়েছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। গতকাল শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে।

মন্তব্য

অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএর অভিযান

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএর অভিযান

ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন আল্পনা ইয়াসমিন। সরেজমিনে গিয়ে জানা যায়, যাত্রী যাবেন রাজশাহী থেকে ফেনী, কিন্তু যাত্রীর কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া এক হাজার ৮০০ টাকা।

অথচ নিয়ম অনুসারে ভাড়া নেওয়ার কথা এক হাজার ৩৬১ টাকা। অভিযানে নেমে এমন ঘটনা জানার পর গ্রামীণ ট্রাভেলেসকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় ঈদ বাজার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় ঈদ বাজার

মাত্র পাঁচ টাকায় ঈদের বাজার করতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার। গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সহায় জুলুমবস্তি এই ঈদ বাজারের আয়োজন করে। সহায়তা পাওয়া জরিনা বেগম বলেন, আমার পরিবারে পাঁচজন সদস্য। স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করে সংসার চালাই।

ঠিকমতো খেতেও পারি না। ঈদের জন্য আলাদা বাজার করা সম্ভব ছিল না। কিন্তু সহায় জুলুমবস্তির এই পাঁচ টাকার বাজারের জন্য এবার ভালো খাবার খেতে পারব। সংগঠনের সভাপতি ফখরুল আলম লিফাত বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ঈদের আনন্দ দিতে সহায়তা করা।
এই বাজারের মাধ্যমে কমপক্ষে ৫০০ পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে। জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ