ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ভারত থেকে আরো পাঁচ টন ডাল আমদানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
ভারত থেকে আরো পাঁচ টন ডাল আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো পাঁচ টন ডাল আমদানি করা হয়েছে। গত বুধবার ভারতীয় একটি ট্রাকে করে এই ডাল বাংলাদেশে প্রবেশ করে। পরে তা বন্দর এলাকায় নামিয়ে রাখা হয়। প্রতি কেজি ১০৮ টাকা দরে ডাল আমদানি করা হয়।

এর আগে সোমবার প্রথমবারের মতো পাঁচ টন ডাল আমদানি করা হয়। রমজান সামনে রেখে ডাল আমদানি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বাজারে ভালো দর পাওয়া গেলে ও চাহিদা থাকলে নিয়মিত ডাল আমদানির আশা করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য পণ্যও আনার চিন্তা করছেন ব্যবসায়ীরা।
চলতি অর্থবছরে এর আগে এই বন্দর দিয়ে জিরা আমদানি করা হয়। ৬ জানুয়ারি পাঁচ টন জিরা আসে, যা চলতি অর্থবছরে প্রথমবারের মতো আমদানির ঘটনা। আখাউড়া স্থলবন্দর মূলত রপ্তানিমুখী বন্দর হিসেবে পরিচিত। সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টনপ্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে।
সিঅ্যান্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক হলো ভারতের কলকাতার এমক্সটিম প্রাইভেট লিমিটেড।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

টবি লুটকে

    প্রধান নির্বাহী কর্মকর্তা, শপিফাই
শেয়ার
টবি লুটকে

এআই দিয়ে সম্ভব নয় এমন কাজের জন্যই শুধু কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শপিফাইয়ের সিইও টবি লুটকে। নতুন কর্মী চাওয়ার আগে বিভাগগুলোকে হাতে-কলমে দেখাতে হবে যে এআই দিয়ে কোন কাজটি তারা করতে পারছেন না। সম্প্রতি কর্মীদের উদ্দেশে লেখা একএক্স পোস্টে এ কথা জানান। টবি লুটকের মতে, সঠিকভাবে এআই ব্যবহার করাও একটি দক্ষতা।

ব্যাপকভাবে এআই ব্যবহারের মাধ্যমে এই দক্ষতা অর্জন করা যেতে পারে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
দেশে আসছে টেকনো ৪০ সিরিজ

এবার বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। এই ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। টেকনো ক্যামন ৪০-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রোর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

গ্রাহকরা এই ফোন দুটি প্রি-অর্ডার করতে পারবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আর প্রি-অর্ডার করলেই থাকছে বিশেষ উপহার। যারা ক্যামন ৪০ প্রি-অর্ডার করবে, তারা পাবে একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। আর ক্যামন ৪০ প্রো প্রি-অর্ডার করলে থাকছে টেকনো ওয়াচ ৩।
টেকনো ক্যামন ৪০ ও ৪০ প্রো—দুটি ফোনেই আছে অত্যাধুনিক ফ্ল্যাশস্ন্যাপ ফিচার, যা চালু করার জন্য রয়েছে আলাদা একটি ‘ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ’ বাটন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ