শাহ্জালাল ইসলামী ব্যাংক : শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান। এতে বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন।
করপোরেট খবর

ওয়ালটন : বিশ্ব পানি দিবস উপলক্ষে নতুন মডেলের ডব্লিউডব্লিউপি-ডব্লিউ৬আরইউএএইচ ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে ওয়ালটন। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার এবং ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মেহেদী হাসান মিরাজ। সংবাদ বিজ্ঞপ্তি
ন্যাশনাল ব্যাংক : নতুন ঠিকানায় উদ্বোধন করা হলো ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখা। গতকাল রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের এসইভিপি ও আঞ্চলিক প্রধান (দক্ষিণ) মো. মেশকাত-উল-আনোয়ার খান।
বিসিক : দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিসিক ঈদ মেলা ২০২৫। গতকাল রবিবার ঢাকায় তেজগাঁওয়ে বিসিক প্রধান কার্যালয়ে ঈদ মেলার শুভ উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। মেলায় বিসিকের উদ্যোক্তাদের পণ্য পাওয়া যাবে ৩০টি স্টলে।
সম্পর্কিত খবর

করপোরেট খবর

এসিআই মোটরস : ইয়ামাহা তাদের সব ডিলার পয়েন্টে গ্রাহকদের নিয়ে ইফতার মিট-আপ আয়োজন করেছে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে ১০ হাজার জনেরও বেশি ইয়ামাহা গ্রাহক এতে অংশগ্রহণ করেন। সবচেয়ে বড় আয়োজনটি হয় রাজধানী ঢাকার পাঁচতারা লা মেরিডিয়ান হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
সাউথইস্ট ব্যাংক : ট্রেনিং ইনস্টিটিউটে রিটেইল ঋণ ও ক্রেডিট কার্ড বিপণন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক। উদ্বোধনী অধিবেশন শুরু হয় ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানুর স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন এক্সিকিটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন মো. জাহাঙ্গীর কবিরসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
বিডিবিএল : বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের (বিআইএসএল) দশম এজিএম অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এই সভায় কম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. জসীম উদ্দিন সভাপতিত্ব করেন।

ডিএক্স ঈদ ফেস্ট শুরু
নিজস্ব প্রতিবেদক

ডিএক্স গ্রুপ তাদের মেগা ঈদ ক্যাম্পেইন ‘ডিএক্স ঈদ ফেস্ট’ ঘোষণা করেছে। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি এবং ডিএক্স-এর গ্যাজেট কিনে পণ্য সারা দেশের গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ উপহার। এর মধ্যে রয়েছে আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ারকন্ডিশনার, শাওমি টিভি এবং স্মার্ট ফোন, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও মড়ফীম.পড়স-এর জন্য গিফট ভাউচার। এই ক্যাম্পেইন উদ্ভাবনের এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে গ্রাহকরা একটি ডিজিটাল স্পিনার ঘুরিয়ে তাঁদের উপহার পাবেন।