<p>আয়াতের অর্থ : ‘এবং লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান; তাকে উদ্ধার করেছিলাম এমন এক জনপদ থেকে যার অধিকারীরা লিপ্ত ছিল অশ্লীল কাজে। তারা ছিল এক মন্দ সম্প্রদায়, সত্যত্যাগী। আর তাকে আমি আমার অনুগ্রহভাজন করেছিলাম; সে ছিল সত্কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। স্মরণ করো নুহকে, পূর্বে যে যখন আহ্বান করেছিল তখন আমি সাড়া দিয়েছিলাম তার আহ্বানে...। (সুরা : আম্বিয়া, আয়াত : ৭৪-৭৬)</p> <p>আয়াতগুলোতে আল্লাহর অনুগ্রহ ও বিপদ থেকে মুক্তির বর্ণনা দেওয়া হয়েছে।</p> <p><strong>শিক্ষা ও বিধান</strong></p> <p>১. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আয়াতে লুত (আ.)-কে নবুয়ত দানের কথা বলা হয়েছে। সুতরাং বোঝা যায়, জ্ঞান ও প্রজ্ঞা নবুয়তের অন্যতম বৈশিষ্ট্য।</p> <p>২. কোনো জনপদে পাপ ও অশ্লীলতা ছড়িয়ে পড়লে সম্ভব হলে মুমিনের জন্য তা ত্যাগ করা আবশ্যক।</p> <p>৩. লুত (আ.)-এর সম্প্রদায় দুটি মারাত্মক পাপে ছিল : ক. সমকামিতা, খ. ডাকাতি।</p> <p>৪. ইবনে আব্বাস (রা.) বলেন, নুহ (আ.) ও তাঁর পরিবারকে আল্লাহ দুটি বিপদ থেকে রক্ষা করেছিলেন : ক. স্বজাতির অস্বীকার ও অত্যাচার, খ. ডুবে যাওয়া।</p> <p>৫. নেক কাজ ও আল্লাহর অনুগ্রহ পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আল্লাহর অনুগ্রহ হলে মানুষ নেক কাজ করতে পারে এবং নেক কাজ করলে আল্লাহর অনুগ্রহ মেলে। (জাদুল মাসির : ৫/৩৬৯)</p> <p> </p>