<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মোহাম্মদপুর এলাকার ব্যস্ত সড়কে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির গাড়ি আটকে ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গছে, গতকাল রবিবার সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অথচ এই এলাকায় এ ধরনের বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষ অভিযান চলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, সকালে নেসলে কম্পানির পণ্য পরিবহনকারী একটি গাড়ি মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক হয়ে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ৩ নম্বর সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে এসে ছয়জন পথ আটকে দেশীয় অস্ত্র দিয়ে গাড়িটির লুকিং গ্লাস ভাঙার পর চালক গাড়ি থামান। এর পরপরই গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা টাকা লুটে নেয় ডাকাতদল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে অফিস থেকে টাকা নিয়ে বের হন ব্যাংকে জমা দেওয়ার জন্য। ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে দুটি মোটরসাইকেলে ছয়জন ডাকাত এসে হামলা চালিয়ে ব্যাগে থাকা অফিসের টাকা নিয়ে চলে যায়। সাইফুল ইসলাম বলেন, ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক ছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।</span></span></span></span></p>