<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক খাদ্যসচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও। কয়েক দিন আগে বস্ত্র অধিদপ্তরে বদলি করা হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব কুল প্রদীপ চাকমাকে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয়ে চাউর আছে, কুল প্রদীপ ছিলেন সাধন সিন্ডিকেটের অন্যতম সদস্য ও সাবেক খাদ্যসচিব ইসমাইল হোসেনের খাস লোক। সচিব গ্রেপ্তার হওয়ায় সাধন চন্দ্র মজুমদারের সিন্ডিকেটে আতঙ্ক দেখা দিয়েছে। কেউ কেউ অন্য মন্ত্রণালয়ে বদলি হতে তদবির করছেন বলে জানা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার সাবেক খাদ্যসচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের এ তথ্য কালের কণ্ঠকে জানিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান সাবেক সচিব ইসমাইল হোসেন। সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে বিমানবন্দর থানার পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুসন্ধানে জানা গেছে, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তাঁর পরিবারের লোকজন গত ছয় বছরে খাদ্য বিভাগে হরিলুট করেছে। বদলি বাণিজ্যসহ এমন কোনো বিষয় ছিল না যেখানে মন্ত্রী পরিবারের লোকজন কমিশন নেয়নি। মন্ত্রীর এই অপকর্মের সঙ্গী ছিলেন খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২২ সালের জুনে খাদ্যসচিব পদে যোগ দেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। বাধ্যতামূলক অবসরের আগে তিনি সমাজকল্যাণসচিব ছিলেন। তারও আগে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ আছে, খাদ্য বিভাগের বদলি বাণিজ্য, চাল-গম কেনাকাটায় অনিয়ম ও বিভিন্ন প্রকল্প থেকে নিয়মিত কমিশন নিতেন মন্ত্রী-সচিব মিলে। ইসমাইল হোসেন চট্টগ্রামের ফটিকছড়ির ইউএনও থাকাবস্থায় কুল প্রদীপের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সচিবের প্রশ্রয়ে খাদ্য বিভাগের বদলি বাণিজ্য, চালকল ও আটাকলের অনুমোদন এবং পুষ্টি চাল প্রকল্পসহ বিভিন্ন কাজে ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেন কুল প্রদীপ। ঘুষের টাকা ব্যাগে করে তিনি সচিবের বাসায় পৌঁছে দিতেন বলে মন্ত্রণালয়ে চাউর আছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১ অক্টোবর খাদ্যসচিব ইসমাইলকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হলে তিনি বদলি ঠেকাতে নানা জায়গায় তদবির করতে থাকেন। একসময় জানতে পারেন তাঁকে শাখা পরিবর্তন করে দেওয়া হতে পারে। এ খবরে তিনি শুধু গত নভেম্বরেই কুমিল্লার মদিনা ফ্লাওয়ার মিলস, বরুড়ার রূপসী ফ্লাওয়ার অ্যান্ড পুষ্টি মিলস, পঞ্চগড়ের তানিম ফ্লাওয়ার মিলস, রংপুর অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ ও কক্সবাজারের এম এম ফ্লাওয়ার মিলসসহ অন্তত ১০টি মিলের অনুমোদন দেন। অভিযোগ রয়েছে, এসব মিলের ছাড়পত্র দিতে ৫ থেকে ১০ লাখ টাকা করে নিয়েছেন। এ বিষয়ে জানাজানি হলে তাঁকে গত ১০ ডিসেম্বর বস্ত্র অধিদপ্তরে বদলি করা হয়। পরদিনই তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুদকে অভিযোগ পড়ে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জের চিত্রা ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম দুদকের অভিযোগে বলেন, কুল প্রদীপ চাকমা খাদ্য মন্ত্রণালয়ে থাকাকালে বিভিন্ন মিল মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন। তাঁর চাহিদামতো টাকা না দিলে মিল বন্ধ করে দেওয়া হতো। ১০ লাখ টাকা না দেওয়ায় চিত্রা ফ্লাওয়ার মিলও বন্ধ করে দেওয়া হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগে আরো বলা হয়, ঘুষের টাকায় কুল প্রদীপ রাঙামাটিতে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাঙাদ্বীপ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামে ১০ কোটি টাকা ব্যয়ে রিসোর্ট বানিয়েছেন। গুলশানে, মিরপুরের রাকিন সিটি ও বনানীর ১১ রোডে ৩০০০ স্কয়ার ফিটের অন্তত ২০ কোটি টাকা মূল্যের তিনটি ফ্ল্যাট রয়েছে তাঁর। এ ছাড়া উত্তরার ১১ নম্বর সেক্টরে ১০ কাঠা ও সাভারে ২০ কাঠার প্লট আছে। তাঁর ছেলে কানাডায় পড়াশোনা করার সুবাদে তাঁর নামে টরন্টোতে ১০ কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন কুল প্রদীপ। এ ছাড়া তাঁর স্ত্রীর নামে মিচুয়াল ট্রাস্ট ব্যাংকে ২০ কোটি টাকার এফডিআর আছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ প্রসঙ্গে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি কুল প্রদীপ চাকমা। সেল ফোনে এসএমএস পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।</span></span></span></span></p>