ঈদের দিন রাতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া গত তিন দিনে দেশের ৯ জেলায় নিহত হয়েছেন ১১ জন। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :
নরসিংদী : ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের কুড়ইতলী এলাকায় দুই ভাইকে হত্যার ঘটনা ঘটে। নিহতদের মা রাবেয়া খাতুন ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি মনির হোসেন।
নিহতরা হলেন পলাশ উপজেলার করতেতৈল গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে রাকিব (২৫) ও সাকিব (২০)। এ সময় আহত হয়েছেন নিহতদের বাবা আশ্রাফ উদ্দিন এবং মা রাবেয়া খাতুন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়ইতলী এলাকার পাবেল হোসেন, খবির মিয়া ও উসমান মিয়া।
রাউজান (চট্টগ্রাম) : মা, ভাই ও বোনের হাতে ধারালো অস্ত্রের আঘাতে নুরুল আলম বকুল (৪১) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তিতা গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, প্রকৌশলী বকুল গ্রামের বাড়িতে ঈদ করতে স্ত্রী ও সন্তানদের শহরে রেখে গ্রামের নিজ বাড়িতে আসেন।
ঈদের পরের দিন মা শহিদা বেগম, সত্ভাই দিদার আলম, নাজিম উদ্দিন ও বোন মুন্নি আকতারের সঙ্গে বসতভিটার জায়গার ভাগ-বাটোয়ারা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে তাঁরা বকুলকে দা, কুড়ালসহ দেশি অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর : মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে শ্রমিক দল নেতা মো. রাজুকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রবিবার রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কম্পানির ইটভাটার সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
নিহত রাজু চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। চারজনকে আটক করা হয়েছে।
ভোলা : জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে জামাল হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার কুঞ্জপট্টি গ্রামে এই সংঘর্ষে দুই গ্রুপের ১০ জন আহত হন। নিহত জামাল ভেলুমিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়া : দোকানের সামনে পার্ক করা অটোরিকশা ও পিকআপ সরাতে বলায় তর্কের এক পর্যায়ে ছুরিকাঘাতে তৌফিক (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তৌফিক ওই গ্রামের আরু মিয়ার ছেলে এবং স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডার দোকানের কর্মচারী ছিলেন।
নারায়ণগঞ্জ : ফতুল্লায় পাভেল (৩৯) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এই ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
রাজবাড়ী : সালমা বেগম (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজ ঘরে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গতকাল দুপুরে নিহত সালমার বাবা সালাম শেখ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। সালমা বেগম ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী।
নড়াইল : লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আকবার শেখ (৬৫) নামের একজন খুন হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হন। গত সোমবার বিকেলে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত আকবার শেখ ওই গ্রামের মেকরেত শেখের ছেলে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য। লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগের দিন নড়াইলের লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় কাঁচামাল কেনা নিয়ে কথা-কাটাকাটিতে শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘাতক কাঁচামাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
নিহত মামুন নড়াইল জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক।
মহাদেবপুর (নওগাঁ) : বাড়ির সামনে অটোরিকশা রাখা নিয়ে ঝগড়ায় প্রতিবেশীর মারধরে নিহত হয়েছেন বৃদ্ধ জহিরুল ইসলাম খোকন (৫৬)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার খোর্দ্দনারায়ণপুর দক্ষিণপাড়ায়।
চার জেলায় চার লাশ উদ্ধার
গত তিন দিনে গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকা, রংপুরের পীরগঞ্জ, নওগাঁর মান্দা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।