সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল ও মেহেরপুর প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল ও মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
সাবেক এমপি আফজাল গ্রেপ্তার
আফজাল হোসেন

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে তাহের ক্লিনিকপাড়ার জনৈক মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম সন্ধ্যায় জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) রিকুইজিশনের (অধিযাচন) ভিত্তিতে গতকাল সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ডিবির একটি দল ঢাকা থেকে মেহেরপুরে আসছে।

রাতেই তাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।

জানা গেছে, আশ্রয়দাতা মামুন হোসেন সাবেক এমপি আফজালের মালিকানাধীন আফজাল সুজ কম্পানির কর্মচারী। পুলিশ একই সঙ্গে ইবনে মামুন নামের মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক একজন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মেহেরপুর সদর থানায় নিয়েছে। সূত্রমতে, শহরের হোটেল বাজার এলাকার ইবনে মামুনের ভাইয়েরা মেহেরপুরে জুতার ব্যবসা করেন।

আফজাল সুজ কম্পানির সঙ্গে ইবনে মামুনের ভাইদের ব্যাবসায়িক সম্পর্ক রয়েছে। সে সূত্রেই ওই নেতার সঙ্গে আফজাল হোসেনের সখ্য ছিল।

মেহেরপুর সদর থানার পরিদর্শক পর্যায়ের একজন কর্মকর্তা জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সাবেক এমপি আফজালের অবস্থান শনাক্ত করে ডিবি। রবিবার স্বেচ্ছাসেবক লীগের নেতা ইবনে মামুনকে প্রথমে আটক করে পুলিশ।

এরপর তারা তাঁকে নিয়ে সাবেক এমপি আফজালকে গ্রেপ্তার অভিযানে নামে।

সূত্র জানায়, রবিবার দিবাগত রাতে পুলিশ আফজাল হোসেনকে গ্রেপ্তারে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ সালিকা গ্রামে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের বাড়িতে অভিযান চালায়। সেখানে তাঁকে না পেয়ে গতকাল ভোররাতে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের নেতা ইবনে মামুনের সহায়তায় আফজাল সুজের কর্মচারী মামুন হোসেনের তাহের ক্লিনিকপাড়ার বাসায় অভিযান চালিয়ে সাবেক এমপিকে গ্রেপ্তার করে।   

তবে মেহেরপুরের স্থানীয় একাধিক সূত্রের তথ্যমতে, গতকাল ভোরের দিকে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আফজাল হোসেন।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন সন্ধ্যায় কালের কণ্ঠকে জানান, গ্রেপ্তার হওয়া সাবেক এমপি আফজাল হোসেনকে তাঁর থানার হেফাজতে রাখা হয়েছে।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, বাজিতপুর থানায় সাবেক এমপি আফজাল হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। এগুলোর বেশির ভাগই গত বছরের ৪ আগস্ট  বাজিতপুর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগে বিস্ফোরক আইনে করা হয়। এ ছাড়া কিশোরগঞ্জ সদর থানায় গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হতাহতের ঘটনায় আফজাল হোসেনসহ অন্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

সীতাকুণ্ডে কৃষক দল নেতা খুন, মিরসরাইয়ে বিএনপির সংঘর্ষে পথচারীকে হত্যা

    তিন জেলায় আরো তিন খুন
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সীতাকুণ্ডে কৃষক দল নেতা খুন, মিরসরাইয়ে বিএনপির সংঘর্ষে পথচারীকে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। মিরসরাই উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া রাঙ্গুনিয়া, কটিয়াদী ও ভেদরগঞ্জ উপজেলায় ব্যবসায়ী ও গৃহবধূসহ তিনজন খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন (৪৩)।

গতকাল বুধবার ইফতার শেষে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজের গরুর খামারে যাচ্ছিলেন তিনি। বাড়ির অদূরেই দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই উপজেলা ও দুই পৌর কমিটি ঘোষণা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন। গতকাল বুধবার  বারইয়ারহাট পৌর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাবেদ (৪৫) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি আরএফএল গ্রুপের মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন।

গত ২৪ মার্চ সোমবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌর ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পরপর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত পদবঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। পরদিন মঙ্গলবার কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন তাঁরা।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করতে সকাল থেকে বারইয়ারহাট পৌর বাজার এলাকায় বিএনপির দুই পক্ষ অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে পৌর বাজারের শান্তিরহাট রাস্তার মাথায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের মধ্যে পড়ে জাবেদ নিহত হন।

জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ : কটিয়াদী উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আরব আলী (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামে এই ঘটনা ঘটে। আরব আলী ওই গ্রামের মতিউর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নামের এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা পান হাসান। টাকা ফেরত দিতে টালবাহানা করায় দুই পক্ষ মঙ্গলবার ইফতারের পর সালিসে বসে। সালিসে আলমের পক্ষে আরব আলী এবং হাসানের পক্ষে ফারুক নেতৃত্ব দেন। সালিস চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই আরব আলী নিহত এবং অন্তত পাঁচজন আহত হন।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় চাঁদা না পেয়ে নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল  সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার বিকেলে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল বাজারে নিজ দোকানে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নুরুল ইসলাম মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে। সরফভাটার ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকেলে দোকানে বসে ছিলেন নুরুল। হঠাৎ একদল সন্ত্রাসী তাঁর ওপর  হামলা চালায়।

শরীয়তপুর : ভেদরগঞ্জ উপজেলার বারৈজঙ্গল গ্রামে মুক্তা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মুক্তা বেগম ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান গাজী গত মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে যান। যাওয়ার সময় তিনি বাইরে থেকে ঘরের প্রধান ফটক আটকে যান। নামাজ শেষে বাড়ি ফিরে দরজা খুলতেই স্ত্রীর গলা কাটা মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

মন্তব্য

বাড়ি ফেরার অপেক্ষায় তামিম

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বাড়ি ফেরার অপেক্ষায় তামিম
তামিম ইকবাল

সাভার থেকে গত মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে তামিম ইকবালকে। এবার বাড়ি ফেরার অপেক্ষায় আছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এমন তথ্য জানিয়েছেন তামিমের চাচা আকরাম খান।

গতকাল বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আকরাম বলেন, এখন এভারকেয়ার হাসপাতালে আছে।

ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে। এখন যে অবস্থায় আছে, এমন যদি থাকে তাহলে দু-তিন দিন পর ওকে আমরা বাসায় নিয়ে যেতে পারব। অর্থাৎ তামিম এখন অনেকটাই সুস্থ। তবু হাসপাতালে তাঁকে দেখার জন্য ভিড় করছে তাঁর সতীর্থ, ক্রিকেটাঙ্গনের মানুষ।

হার্টে রিং লাগানোর পর ৪৮ ঘণ্টা কেটে যাওয়ায় তামিমকে নিয়ে এখন তেমন কোনো শঙ্কা নেই বলে জানান আকরাম। যদিও চিক্তামুক্ত থাকতে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার। আকরাম বলছিলেন, রিং লাগানো হয়ে গেছে। এখন আমরা পারিবারিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।

চিন্তা রাখতে চাচ্ছি না।

হাসপাতালে থাকলেও তামিম স্বাভাবিকভাবে হাঁটাচলা, খাওয়াদাওয়া এমনকি কথাবার্তাও বলছেন বলে জানা গেছে। অথচ গত সোমবার এই ক্রিকেটারকে বাঁচানো যাবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। তখনকার অবস্থা তুলে ধরেন আকরাম, আমি যখন খবরটা পেয়েছি, খুবই খারাপ ছিল সেটা। আমাকে বলা হলো, তামিম আর বেঁচে নেই।

এটা কল্পনা করতে পারিনি। কোনো দিন ভাবিনি এ ধরনের খবর শুনব। এত অল্পবয়সী ছেলে। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন। বললেন, রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন। তখন একটু স্বাভাবিক হয়েছি।

এক মাস পর তামিমের মাঠে ফেরার আশা করছেন আকরাম, সে এক মাস পর স্বাভাবিক হয়ে যাবে। এমনকি এখনো স্বাভাবিক আছে। ডাক্তার আমাকে বলেছেন, এক মাস পর সাধারণ জীবনযাপনে চলে আসতে পারবে।

 

 

 

মন্তব্য

নদীদূষণ

শেয়ার
নদীদূষণ
রাজধানীর ওয়াসার স্যুয়ারেজ লাইন থেকে নির্গত বর্জ্যে বুড়িগঙ্গার পানি যেমন দূষিত হচ্ছে, তেমনি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে রাসায়নিক বর্জ্য পড়েও দূষিত হচ্ছে নদীর পানি। সম্প্রতি তোলা। ছবি : শেখ হাসান
মন্তব্য

‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার

যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

একই সঙ্গে ভারতে সংখ্যালঘু মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, কমিউনিস্টশাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়ে নিয়ন্ত্রণ ও কড়াকড়ি আরোপ করেছে।

সে কারণে ভিয়েতনামকে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে ওয়াশিংটন।

বিশ্লেষকরা বলছেন, এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে সহায়ক শক্তি হিসেবে দেখছে ওয়াশিংটন। সে কারণেই ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বরাবরই এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন ফেডারেল সংস্থাটির সুপারিশ বাধ্যতামূলক না হওয়ায় র-এর ওপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করবে না, তা জোর দিয়েই বলা চলে।

প্রতিবেদনে বলা হয়, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে এবং ভুল তথ্য ছড়িয়েছে। গত বছর এপ্রিলে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে মোদি বলেছিলেন, তারা বেশি বেশি সন্তান নেয়। এর সঙ্গে কংগ্রেসসহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে বলে মোদির অভিযোগ।

সূত্র : গালফ নিউজ

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ