চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। মিরসরাই উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া রাঙ্গুনিয়া, কটিয়াদী ও ভেদরগঞ্জ উপজেলায় ব্যবসায়ী ও গৃহবধূসহ তিনজন খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন (৪৩)।
গতকাল বুধবার ইফতার শেষে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজের গরুর খামারে যাচ্ছিলেন তিনি। বাড়ির অদূরেই দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন।
মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই উপজেলা ও দুই পৌর কমিটি ঘোষণা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন। গতকাল বুধবার বারইয়ারহাট পৌর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাবেদ (৪৫) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি আরএফএল গ্রুপের মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন।
গত ২৪ মার্চ সোমবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌর ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পরপর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত পদবঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। পরদিন মঙ্গলবার কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করতে সকাল থেকে বারইয়ারহাট পৌর বাজার এলাকায় বিএনপির দুই পক্ষ অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে পৌর বাজারের শান্তিরহাট রাস্তার মাথায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের মধ্যে পড়ে জাবেদ নিহত হন।
জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ : কটিয়াদী উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আরব আলী (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামে এই ঘটনা ঘটে। আরব আলী ওই গ্রামের মতিউর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নামের এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা পান হাসান। টাকা ফেরত দিতে টালবাহানা করায় দুই পক্ষ মঙ্গলবার ইফতারের পর সালিসে বসে। সালিসে আলমের পক্ষে আরব আলী এবং হাসানের পক্ষে ফারুক নেতৃত্ব দেন। সালিস চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই আরব আলী নিহত এবং অন্তত পাঁচজন আহত হন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় চাঁদা না পেয়ে নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার বিকেলে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল বাজারে নিজ দোকানে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নুরুল ইসলাম মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে। সরফভাটার ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকেলে দোকানে বসে ছিলেন নুরুল। হঠাৎ একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়।
শরীয়তপুর : ভেদরগঞ্জ উপজেলার বারৈজঙ্গল গ্রামে মুক্তা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মুক্তা বেগম ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান গাজী গত মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে যান। যাওয়ার সময় তিনি বাইরে থেকে ঘরের প্রধান ফটক আটকে যান। নামাজ শেষে বাড়ি ফিরে দরজা খুলতেই স্ত্রীর গলা কাটা মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।